নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিন্নপত্র

আশরাফুল ইসলাম রাসেল

প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। শায়েস্তাগঞ্জ ডিগ্রি(সম্মান) কলেজ, হবিগঞ্জ(নিয়োগ আছে দুই বছর ধরে। তদবিরের অভাবে কাজ নেই, ভাতাও নেই। গভর্নিং বডির সভাপতির সাথে দেখা করার জন্য অধ্যক্ষ পরামর্শ দিলেও এ ব্যাপারে আমি অদক্ষ) )। সম্মান শ্রেণির শিক্ষক আমরা একবেলা খাই- শিরোনামে ইত্তেফাক-এ একটি লেখা প্রকাশ করায় প্রভাষকের(সৈয়দ সঈদ উদ্দীন কলেজ, মাধবপুর, হবিগঞ্জ) দায়িত্ব হতে অব্যাহতিপ্রাপ্ত।

আশরাফুল ইসলাম রাসেল › বিস্তারিত পোস্টঃ

ধন্য বিদ্যুৎ বিভাগ ধন্য তুমি মোরে করেছ বন্য

০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৯

এক কবি আবেদন করেছিলেন- দাও ফিরিয়ে অরণ্য, লও হে নগর। বিদ্যুৎ বিভাগ শুনতে শুরু করেছে কবির হাহাকার। তাই গুনে গুনে প্রতি ২৪ ঘন্টায় হাজারবার লোডশেডিং করছে। একজন ডিজিটাল গায়ক কাম কবিও বলেছেন- সে যে আসে যায়, যার জন্য চান্দে চান্দে এত চন্দ্রগ্রহন। কবির ভাষায়- এ যেন ডিজিটাল প্রেমিকা- আজ একজনের তো কাল অন্যজনের, পরশু আবার ফিরে আসা। গরম পড়ার সাথেসাথে শুরু হয়েছে বিদ্যুৎ-এর ঘনঘন আসা-যাওয়া। কারেেন অকারনে বিদ্যুৎ-র লোডশেডিং-কে সহনীয় করে নিয়েছেন চুনারুঘাট উপজেলার লক্ষাাধিক মানুষ। মাঝেমাঝে ঘোষণা দিয়েও কয়েকদিন ধরে উদযাপিত হয় লোডশেডিং উৎসব।একে স্বাভাবিক জীবন যাপনের একটা অংশ করে নিয়েছেন চুনার”ঘাটের সকল শ্রেনির মানুষেরা। অফিস-আদালতের কাজ,পড়াশুনা, গৃহস্থালী কাজ ছাড়াও বিদ্যুৎ-নির্ভর বাসস্থানগুলোর আলো-বাতাস-পানি বন্ধ থাকার মত অনাকাংখিত ঘটনায় অভ্যস্থ হয়ে পড়ছেন ভুক্তভোগীরা। চুনার”ঘাট উপজেলা সদর তথা চুনার”ঘাট পৌরসভায় প্রায়ই দেখা যায়, বাসা-বাড়ির লোকজন পানি সংগ্রহ করতে বালতি, কলসী, হাড়ি-পাতিল নিয়ে ছুটাছুটি করছেন। কল-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমস্যার কথা বলা বাহুল্য। অথচ, বিদ্যুৎ-র লোডশেডিং এড়ানোর জন্য গত বছর এখানে বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন করা হয়েছে। এই উপকেন্দ্র স্থাপনের পর লোডশেডিং এর মাত্রা দিনদিন বাড়ছে। অবস্থা এমন যেন, বিদ্যুৎ এর উপকেন্দ্র স্থাপন করে লোডশেডিং-কে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া কর্তৃপক্ষের দায়িত্ব। গরমে-ঘামে-অপেক্ষায় অস্থির চুনার”ঘাট উপজেলার মানুষ বিদ্যুৎ-এর অনবরত লোডশেডিং এর কবল থেকে রেহাই পাবেন না বলেই হয়তো এর দীর্ঘায়ূ কামনা। জাতি হিসাবে আমাদের বিলুপ্তি ত্বরান্বিত করতে বিদুৎব্যবস্থার বিপর্যয় না মেনে কি পারা যায়?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

আব্দুল্লাহ তুহিন বলেছেন: সব জাগায় একই অবস্থা..! শান্তি তাইলে আর কোথাও নাই...
এদেশের বিদ্যুৎ যায় না! মাঝে মোধ্যে আসে...!"

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০১

আশরাফুল ইসলাম রাসেল বলেছেন: সে তো আসে যায়.....।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

বিজন রয় বলেছেন: ধন্য ধন্য।

০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৩

আশরাফুল ইসলাম রাসেল বলেছেন: বেধেছে এমন লাইন মাটির উপর গর্ত খুড়ে.............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.