নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিন্নপত্র

আশরাফুল ইসলাম রাসেল

প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। শায়েস্তাগঞ্জ ডিগ্রি(সম্মান) কলেজ, হবিগঞ্জ(নিয়োগ আছে দুই বছর ধরে। তদবিরের অভাবে কাজ নেই, ভাতাও নেই। গভর্নিং বডির সভাপতির সাথে দেখা করার জন্য অধ্যক্ষ পরামর্শ দিলেও এ ব্যাপারে আমি অদক্ষ) )। সম্মান শ্রেণির শিক্ষক আমরা একবেলা খাই- শিরোনামে ইত্তেফাক-এ একটি লেখা প্রকাশ করায় প্রভাষকের(সৈয়দ সঈদ উদ্দীন কলেজ, মাধবপুর, হবিগঞ্জ) দায়িত্ব হতে অব্যাহতিপ্রাপ্ত।

আশরাফুল ইসলাম রাসেল › বিস্তারিত পোস্টঃ

ক্যাসিনো-র বোর্ডে বাংলাদেশের ভাগ্য

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৭

ফিলিপাইনের ক্যাসিনো ব্যবসায়ী কিম অং-এর সম্মতির উপর নির্ভর করছে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি যাওয়া টাকা ফেরত পাবার প্রক্রিয়া। চুরি যাওয়া ৮০০ কোটি টাকার মধ্যে ৪৫ কোটি ফেরত আনতে ইতোমধ্যে বাংলাদেশের প্রতিনিধিদল ফিলিপাইন গেছেন। প্রতিনিধি দলের প্রতিনিধিত্বের ইতিহাস সুখকর হয় না। ধরে নিতে হবে, এরা বিদেশ ভ্রমনে গ্যাছেন এবং এজন্য জাতির ভান্ডার থেকে আরো কোটি টাকা খরচের একটা ব্যাপার। এছাড়াও, এদের প্রতিনিধিত্ব ও গতিবিধি লক্ষ্য করার জন্য আরেকটা তদন্ত দল লাগবে, তারপর আরেকটা। টাকা কি পরিমান পাওয়া যাবে তা আমরা বুঝে গ্যাছি তাই, আর খোয়ানোর দরকার কি? আমি বলি কি- বাদ দ্যান, মাত্র আটশ কোটি টাকা। এর আগেও অনেক ছিঁচকে চোর আপনাদের হাত দিয়েই নিয়েছে হাজার কোটি টাকা- যা অতিশয় লজ্জাজনক। তাই, এবারের চুরিকে মাফ কইরা দ্যান। এর চেয়ে বরং আপনারা আরো ৮/১০ হাজার কোটি টাকা দয়া করে নিয়ে নেন। তবুও আমাদের শান্তি দ্যান।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০২

খন্দকার আঃ মোমিন বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.