নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিন্নপত্র

আশরাফুল ইসলাম রাসেল

প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। শায়েস্তাগঞ্জ ডিগ্রি(সম্মান) কলেজ, হবিগঞ্জ(নিয়োগ আছে দুই বছর ধরে। তদবিরের অভাবে কাজ নেই, ভাতাও নেই। গভর্নিং বডির সভাপতির সাথে দেখা করার জন্য অধ্যক্ষ পরামর্শ দিলেও এ ব্যাপারে আমি অদক্ষ) )। সম্মান শ্রেণির শিক্ষক আমরা একবেলা খাই- শিরোনামে ইত্তেফাক-এ একটি লেখা প্রকাশ করায় প্রভাষকের(সৈয়দ সঈদ উদ্দীন কলেজ, মাধবপুর, হবিগঞ্জ) দায়িত্ব হতে অব্যাহতিপ্রাপ্ত।

আশরাফুল ইসলাম রাসেল › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণে মুগ্ধ জাতি কান্নায় বধির, অপরাধে সেলিব্রেশন।।

২২ শে মে, ২০১৭ বিকাল ৪:৩১

ধর্ষন- সম্পূর্নভাবে একটি নেতিবাচক বিষয় হলে ো, বাজার-বিশ্বায়নের এই যুগে ধর্ষন একটি পণ্য হয়ে উঠেছে। পাকিস্থানের মুখতার মাই, গ্রামবাসী কর্তৃক গণধর্ষণের শিকার হয়ে প্রতিবাদী নারীতে পরিণত হন এবঙ পরবর্তীতে পাকিস্তানের একটি ফ্যাশন শো তে মডেল হিসাবে র‌্যাম্পে নিজেকে প্রদর্শণ করেন।তবে, যৌনতাবিষয়ক স্ক্যান্ডাল মাঝে মাঝে শাপেবর হয়ে যায়, যেমন- বাঙলাদেশের টিভি তারকা(!) প্রভা।আবার, রাষ্ট্রীয় গোপন তথ্য ফাস করে দেয়ায় মার্কিন-যুক্তরাষ্ট্রের শত্রু জুলিয়ান অ্যাসাঞ্জ, ধর্ষণের অভিযোগ নিয়ে লন্ডনস্থ ইকুয়েডর দূতাবাসে আশ্রিত আছেন। মুষ্ঠিযোদ্ধা মোহাম্মদ আলী, পপ তারকা মাইকেল জ্যাকসন প্রমূখরা ধর্ষণের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন- মনিকা লিউনস্কির ধর্ষণ কিঙবা যৌনমিলন কাহিনী অনেক দিন ধরে খবর হয়ে ছিল। ধর্ষণ- নিয়ে প্রগতিশীলতার চর্চা কিঙবা মিডিয়াব্যবসা প্রায়ই জমজমাট হয়ে থাকে। অবস্থা এমন হয়েছে যে, প্রতিরক্ষা কিঙবা পানি চুক্তির ব্যর্থতা ঢাকতে ধর্ষণ-বিষয়ক সঙবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, ধর্ষন এখন আর সামাজিক অপরাধ নয় বরঙ সেলিব্রেশনের বিষয়।

বাঙলাদেশে সম্প্রতি ঘটা ধর্ষণ বিষয়ক টানাপোড়েন জাতীয় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে। (চলবে)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.