নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু হেনা মোঃ মাসুদ (রাসেল)

দি রিফর্মার

যা ভাল তা ভাবতে চাই,যা ভাবি তা করতে চাই,সুন্দর পৃথিবী গড়তে চাই।

দি রিফর্মার › বিস্তারিত পোস্টঃ

উড়োজাহাজ নিয়ে মজার কথা-পর্ব-২।

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১০

উড়োজাহাজ এমন একটি বাহন যা প্রযুক্তির বিস্ময়কর আবিষ্কারের একটি। তাই উড়োজাহাজ সম্পর্কে জানার আগ্রহ সবার। আজ আমরা উড়োজাহাজ নিয়ে কিছু মজার কথা শুনিঃ

৭। উড়োজাহাজের জরুরী অক্সিজেন মাস্কে মাত্র ১৫মিনিট অক্সিজেন সরবরাহ করা হয়।

৮। গড়ে একটি বোয়িং ৭৪৭ উড়োজাহাজের ভিতরে ওয়ারিংয়ের দৈর্ঘ্য ১৫০-১৭৫ মাইল।

৯। বোয়িং কি,সি-১৩৫( Boeing KC-135) জেট ট্যাংকারের মেইন ল্যান্ডিং গিয়ারের রয়েছে আটটি চাকা ও নোজ ল্যান্ডিং গিয়ারে রয়েছে ২টি চাকা। এই চাকা গুলো তৈরীতে যে উপাদান ব্যবহৃত হয়েছে তা দিয়ে ১০০টি অটোমোবাইল গাড়ীর চাকা তৈরী করা সম্ভব।

১০। ১৯১১ সালে আমেরিকার প্রথম মহিলা পাইলট হিসাবে লাইসেন্সপ্রাপ্ত হন হ্যারিয়েট কুইম্বি(Harriet Quimby) এবং তিনিই প্রথম উড়োজাহাজে ইংলিশ চ্যানেল অতিক্রমকারী মহিলা পাইলট।

১১। এমেলিয়া ইয়ারহার্ট (Amelia Earhart, 1897–1937) প্রথম মহিলা পাইলটদের সংগঠন "দি নাইনটি নাইন" -এর প্রতিষ্ঠাতা, যিনি প্রথম একক পাইলট হিসাবে উড়োজাহাজে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ছিলেন।

১২। বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী উড়োজাহাজের নাম এয়াবাস এ-৩৮০(Airbus A380)। এটি সম্পূর্ণ দ্বিতল (double-decker), চার ইঞ্জিন বিশিষ্ট সুপরিসর বিমান যার সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা ৮৫৩জন। সিংগাপুর এয়ারলাইন্স ২০০৭ সালের ২৫অক্টোবর প্রথম বানিজ্যিকভাবে এই উড়োজাহাজের পরিচালনা শুরু করে।

১৩। বানিজ্যিক এয়ারপোর্ট রানওয়ে তৈরী করতে সাধারণত ২ থেকে ৪ ফুট পিচের আস্তর দেয়া হয় আর টেক্সিওয়ে তুলনা মূলক কম পুরু যা তৈরী হয় ১৮ ই্ঞ্চি ঢালাইয়ের মাধ্যমে।

১৪। বিশ্বের দ্রুততম উড়োজাহাজের নাম লকহিড এস,আর-৭১ ব্ল্যাকবার্ড(Lockheed SR-71 Blackbird) যা ঘন্টায় ২,১৯৩মাইল বেগে উড়তে সক্ষম এবং এই গতি বিগত ৪০বছরের রেকর্ডকে অতিক্রম করেছে।

১৫। বাতাসের কার্বন ডাই-অক্সাইড মাত্রা বৃদ্ধি উড়োজাহাজের টার্বুলেন্স-এর মাত্রা বাড়িয়ে দেয় যা উড়োজাহাজ উড্ডয়নের জন্য মারাত্মক হুমকি।


উড়োজাহাজ নিয়ে মজার কথা-পর্ব-১।



মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩২

ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল সুন্দর সব ছবি ও তথ্যবহুল বিবরণের জন্য ।
শুভেচ্ছা রইল ।

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৬

দি রিফর্মার বলেছেন: মন্তব্য পেলে অনুপ্রানিত হই। পোষ্টটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আমার অন্য পোষ্ট গুলোও আশা করি ভাল লাগবে।

২| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

সাঈদ মুহাম্মাদ আশরাফুল ইসলাম বলেছেন: প্রথম পর্বের চেয়ে এ পর্ব আরো অনেক ভাল লাগলো। লিখতে থাকুন, শুভ কামনা রইল।

০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

দি রিফর্মার বলেছেন: আগামী পর্ব গুলোতে আরো মজার তথ্য দেয়ার চেষ্টা করব। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

ঢাকাবাসী বলেছেন: বেশ ভাল তথ্যসমৃদ্ধ পোস্ট।

০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

দি রিফর্মার বলেছেন: প্রতিটি তথ্য যাচাই করে তবেই প্রকাশ করা হচ্ছে। আগামী পর্ব গুলো পড়ার আমন্ত্রণ রইল।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১২

ফেরদৌসা রুহী বলেছেন: চমৎকার পোস্ট।

উড়োজাহাজ সম্পর্কে জানলাম কিছু। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫১

দি রিফর্মার বলেছেন: অসংখ্য ধন্যবাদ। উড়োজাহাজে চড়া এখন আর স্বপ্ন নয়। সুতরাং উড়োজাহাজের বিভিন্ন বিষয়ে কিছু জেনে রাখা ভালো। উড়োজাহাজ নিয়ে আরো পোস্ট দিব ইনশাল্লাহ।

৫| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫১

আরভিন বলেছেন: তথ্য বহুল পোস্ট
ধন্যবাদ

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৩

দি রিফর্মার বলেছেন: পাঠকের সন্তুষ্টিই লেখকের সন্তুষ্টি। অনেক ধন্যবাদ। আমার আগের পোস্ট গুলোও পড়বেন আশা করি। প্রযুক্তির সাথে থাকাই বুদ্ধিমানের কাজ।

৬| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১৫

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ প্রতি উত্তরের জন্য । প্রায় ৩ ঘন্টা ধরে মনযোগ দিয়ে আপনার মুল্যবান সবগুলি লিখা পাঠ করে । অভিভুত হয়েছি জ্ঞানের প্রগাড়তা দেখে । এমন সব মুল্যবান তথ্য সমৃদ্ধ লিখ্ উপহার দিয়ে আমাদের জ্ঞনের জগতকে সমৃদ্ধ করার জন্য অনুরোধ থাকল ।
শুভেচ্ছা রইল ।

০৯ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৩

দি রিফর্মার বলেছেন: আমার সব গুলো লেখা একবারে পড়েছেন জানতে পেরে এবং এত সুন্দর মন্তব্য পেয়ে নিজেকে ধণ্য মনে করছি। আজকাল গঠনমূলক মন্তব্যের বড় অভাব। আপনার মত পাঠক পেয়ে আমার কষ্ট সার্থক হয়েছে।

আপনার অনুরোধ রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। আপনার শুভ কামনা আমার পাথেয় হয়ে থাকবে।
আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।

৭| ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১২

সুমন কর বলেছেন: তথ্যবহুল পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৯ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৭

দি রিফর্মার বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৮| ০৯ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ। +

০৯ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৭

দি রিফর্মার বলেছেন: পরের পোষ্ট +++ করে লেখার চেষ্টা করব। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ০৯ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১০

razibcse বলেছেন: তথ্য বহুল পোস্টের জন্য ধন্যবাদ । পরবর্তী লেখার অপেক্ষায় রইলাম ।

১১ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪১

দি রিফর্মার বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। অপেক্ষার দিন হ্রাস করার চেষ্টা করব।

১০| ০৯ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

অশ্রুকারিগর বলেছেন: ভালো লাগলো তথ্যগুলো জানতে পেরে। অবাক হলাম কিছু ব্যাপারে। শেয়ারের জন্য ধন্যবাদ। পোস্টে প্লাস।

১১ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৬

দি রিফর্মার বলেছেন: আপনাদের ভাল লাগলে আমার কষ্ট সার্থক। মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রযুক্তির সাথে থাকার চেষ্টা করুন ও প্রযুক্তি সম্পর্কে জানার আগ্রহটাকে বাচিয়ে রাখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.