নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়াহিদ সাইম www.facebook.com/wahidsaaim1

ওয়াহিদ সাইম

আভ্যন্তরীণ আদিম পশুত্বের নিয়ন্ত্রনে সদা সচেষ্ট মানুষ আমিও আর সবার মত।

ওয়াহিদ সাইম › বিস্তারিত পোস্টঃ

বাহ বাহ ! সাবাস বাংলাদ্যশ ! কি উন্নতি !

১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৪৬



নতুন করে পুলিশ আইনের খসড়া



*পুলিশ বাহিনীর সদস্যরা তাঁদের নিয়মিত কাজের পাশাপাশি খণ্ডকালীন চাকরি করতে পারবেন।

*পুলিশ কোনো অপরাধ করলে সরকারের অনুমতি ছাড়া মামলা করা যাবে না।

* আবার অপরাধের পর ছয় মাস পেরিয়ে গেলেই তা নিয়ে আর কোনো অভিযোগই করা যাবে না।

* পুলিশ বাহিনীর জন্য থাকবে দুটি পৃথক তহবিল। যে কেউ সেই তহবিলে অনুদান দিতে পারবেন।

Click This Link

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৫৬

নীল জানালা বলেছেন: পাগলের প্রলাপ বৈলা মনে হৈতাসে...

২| ১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৫৭

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: আমরা সবাই চোদনা

৩| ১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৫:০৯

মুকুল সালাহউদ্দীন বলেছেন: আমি রাজনীতির দৃষ্টিতে বিবেচনা করতেছিনা, একটি সত্তি কথা বলতেছে।

পুলিশ ছাড়া আমাদের দেশ চলবেনা, শুধু আমাদের দেশ কেন বিশ্বের কোন দেশ তার নিজ দেশের আইন শৃঙ্কলা রক্ষার জন্য পুলিশ কে ব্যাবহার করে, তায় বিশ্বের কোনই দেই পুলিশ ছাড়া চলা সম্ভব নয়।

পুলিশ এখন আওয়মীলীগে বন্ধু , আর বি,এন,পি জামাতের শত্রু।
এই চিত্র পাল্টাতে খুব বেশী দিন লাগবেনা,
বি,এন,পি জামাত বলবে পুলিশ আমাদের বন্ধু, আর আওয়ামীলীগ বলবে পুলিশ তাদের শত্রু।

এখন উত্তর দেন কে খারাপ? পুলিশ নাকি আমরা?



পুলিশকে আপনি বা আমরা যতই খারপ বলি, এই পুলিশ কিন্ত আমাদের বন্ধু, এই পুলিশরা তো আমাদের ভাই, সন্তান, বাবা, মা, বোন, এরা তো আকাশ হতে উড়ে আসেনি।



পুলিশ খারাপ নয় আমরা খারাপ, পুলিশ কে ঘুষ দেয় কে? আমরা ।


তাহলে ঘুষ খাওয়া পুলিশ খারাপ, কিন্তু ঘুষ দেওয়া আমরা ভাল।


আমি যখন স্নাতক পাশ করার পুলিশে যেতে পারতাম, আপনি পুলিশ যেতে পারতেন, আমার ভাই পুলিশে যেতে পারত,
কই আমরা শিক্ষিত মানুষরা পুলিশে যাচ্ছিনা, তা হলে কি ভাবে আমাদের পুলিশ বাহীনি একটি উ্চ্চ শিক্ষীত বাহীনি হিসাবে গঠিত হবে?


পুলিশ কে কেউ মেয়ে বিয়ে দিতে চায়না। পুলিশ কেন সমাজের নীচু পেশা হয়ে থাকবে?



আসুন পুলিশের বিরুদ্ধে সমালোচনা না করে কি ভাবে পুলিশ বাহিনীকে উন্নত করা যায় তা নিয়ে চিন্তা করুন।





৪| ১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৫:২৯

নীল জানালা বলেছেন: @মুকুল সালাহউদ্দীন,, জনতার একার পক্ষে পুলিশ বাহিনীর মান উন্নয়ন করা কঠিন কম্ম জনাব। পুলিশরে কেউ সাধে ঘুষ দেয়না। মানুষ পিটায়া পুলিশ আর না পিটানোর প্রতিশ্রুতি দিয়া ঘুষ দাবী করে বৈলাই মানুষ ঘুষ দেয়। আর বাংলাদেশের পুলিশের সাথে দুনিয়ার বাদবাকী দেশের পুলিশের তুলনা না করাই ভাল (পাকি আর ভারতি ছারা)। আমাদের দেশের পুলিশের মতন এমন ব্রুটাল পুলিশ উপমহাদেশের বাইরে আর কোথাও আছে বৈলা মনে হয়না। পুলিশ জনতার বন্ধু- কথাটা নিছক একটা উক্তি। এইটা হৈল পুলিশকে যেমন হতে হত। বাস্তবে পুলিশ অন্য জিনিষ। ক্ষমতাসীন দল পুলিশের এই ব্রুটালিটি বন্ধ করা দূরে থাক, বরং এইটাকে ওরা বিরোধী দলের দমন নিপীড়নে ব্যাবহার করে। আর বাংলাদেশের মানুষের দূরদৃষ্টি এতো কম যে আমরা কেউ যখন ক্ষমতায় থাকি এবং পুলিশ বাহিনির উপর কর্তৃত্বের অনৈতিক ফায়দা লুটি তখন ভুলেও মনে করিনা যে এই নস্ট প্রক্রিয়াটা একদিন আমাদের নিজেদেরও হয়রানির কারন হয়ে দাঁড়তে পারে। যেকোন ধরনের ছেলেমানুষি আইনের খসরা হাতে নেওয়ার পূর্বে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উচিৎ হবে পুলিশ বাহিনীর কাজের ধরনের উপর হস্থক্ষেপ করা, পুলিশকে ট্রেনিংএর মাধ্যমে আরো দক্ষ এবং মানবিক গুনাবলীর অধিকারী হিসাবে গড়ে তোলা। পুলিশ বাহিনিতে অযথা লোক নিয়োগ দিয়ে নামকা ওয়াস্তে চাকরীর পদ সৃষ্টি করার পরিবর্তে পুলিশের বেতন বৃদ্ধি করে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া উচিৎ যেন পুলিশ ঘুষ নাখেয়েও সৎ জীবন যাপন করতে পারে। তবে এইটা মনে হয় সম্ভব না, কারন শুনসি যে পুলিশের এই ঘুষের একটা বড় অংশ নাকি উপর মহলে ভাগ বাটোয়ারা হয়া যায়।

৫| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:২৭

ঢাকাবাসী বলেছেন: অনেকে বলে বাংলাদেশের পুলিশের মত নিকৃষ্ট, অদক্ষ, অশিক্ষিত, নৈতিকাবিহীন, প্রশিক্ষনহীন, মহা দুর্নীতিবাজ, পাচাটা, অসভ্য চোট্টা পুলিশ সারা দুনিয়াতে নেই।

৬| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৬

রাখালছেলে বলেছেন: ইহা কি জোকশ ছিল নাকি মমিন । বড় মজা পেলাম।

শেষ সময়ে এসে আম্বালীগ পুলিশরে এত পাম মারার কারন কি একটাই যে, ইলেকশনের সময় তাদের পুরা সহযোগীতা। আহারে পাগলা তোরা আর ভাল হলি না ।

৭| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪১

রাখালছেলে বলেছেন: মুকুল সালাহউদ্দীন ভাই আপনে কথনও কি কোন পুলিশের কাছ থেকে সহযোগিতা পেয়েছেন। আমি তো পাই নাই । শালারা এখন বাস, ট্রাক , টেম্পো , সিএনজি সামনে যা পায় তা থেকে টাকা নেয়া শুরু করেছে । আপনি যদি চোখ খুলে দেখতে পারেন তাহলে আর পুলিশ নিয়ে পজিটিভ কথা বলবেন না ।

তাই পুলিশ মরলে সবাই বলে একটা পুলিশ মরল । কেউ মানুষ বলেও না । ওরা মানুষ পর্যায়ে পড়ে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.