নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়াহিদ সাইম www.facebook.com/wahidsaaim1

ওয়াহিদ সাইম

আভ্যন্তরীণ আদিম পশুত্বের নিয়ন্ত্রনে সদা সচেষ্ট মানুষ আমিও আর সবার মত।

ওয়াহিদ সাইম › বিস্তারিত পোস্টঃ

নিঃস্ফল আর্তনাদ

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৭

এখন আমার যদি মৃত্যুদন্ড হয় কোন অনাকাংখিত কারনে এবং যদি সুযোগ দেয়া হয় শেষ ইচ্ছা পূরনের, তবে আমি কিছুই চাইবো না আর

শুধু চাইবো একবার বুকে জড়িয়ে ধরতে তাঁর কবর।

প্লিজ কোন বৃক্ষ তুমি উঠে দাঁড়িয়োনা

পৃথিবী একটু থমকে দাঁড়াও

ভাঙতে এসোনা এখানে ভূমি;

এখানে থেমে আছে আমার হদয় স্পন্দন

নির্জনতায় আমার প্রিয় মানুষ।

আমার বুকের অশ্রু আগুন অন্য কোন ভাবে

মনে হয়না আমি নিভাতে পারবো।।

অপুরনীয় ক্ষতি হয়ে গেলো

ফেরত দেওয়া হলোনা ভালোবাসা

আমার

শেষ হয়ে গেছে সেই সুযোগ।

পারলাম না ঋন শোধ করতে

পারলাম ভালোবাসার প্রতিদান দিতে

কেন মানুষ বুঝতে পারেনা করনীয় সময়ে

প্রেমের প্রতিদান কি আর

স্মৃতিসৌধ দিয়ে হয় মরনের পরে

সমৃদ্ধ সময়ের ভাগ আমি দিতে পারলাম না

স্বপ্নের আকাশ থেকে সব ডানা ঝরে গেছে

বুঝলাম সমৃদ্ধ জীবন আবার ভুলুন্ঠিত।।

জীব-মৃত যন্ত্রনায় কাতর

এই আমি

অর্থহীন এই আমার সময়

এই আমার সুদীর্ঘ সুদূর জীবন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.