নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়াহিদ সাইম www.facebook.com/wahidsaaim1

ওয়াহিদ সাইম

আভ্যন্তরীণ আদিম পশুত্বের নিয়ন্ত্রনে সদা সচেষ্ট মানুষ আমিও আর সবার মত।

ওয়াহিদ সাইম › বিস্তারিত পোস্টঃ

লজ্জিত বাংলাদেশ,নির্লজ রাজনীতি

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৩

লজ্জিত বাংলাদেশ,নির্লজ রাজনীতি। বাংলাদেশের রাজনীতিকদের কথা-বার্তা শুনেই , আচের আচরন দেখে বুঝা যায় আমাদের দেশের রাজনীতিতে গুনগত পরিবর্তন স্বাভাবিক ভাবে এতো সহজে আসবে না। ভেবেই লজ্জা হয় যে, জনগণের নির্বাচিত ক্ষমতাবান রাজনীতিকদের বদলে বিদেশী কুটনীতিকদের এই দেশ ও জনগনের অধিকারের ব্যাপারে সোচ্চার হতে হয়।রাষ্ট্রীয় দূর্নীতিবাজ ধরার জন্য সরকারকে তালিকা দিতে হয় । এর পরের ঘটনা সমুহ তো ছিলো আরো লজ্জার।

বাংলাদেশ সাইজের ২০ টা রাজ্য বা প্রদেশ নিয়ে গঠিত ভারতের অর্ধেক পরিমান ফরেইন রিজার্ভ (৩০০০:১৬০০ বিলিয়ান ডলার) নিয়েও এই দেশ সেভাবে এগিয়ে যেতে পারছেনা।কোটি কোটি কৃষক-শ্রমিক-প্রবাসীর রক্তঝরা রিজার্ভে বলীয়ান বাংলাদেশের অর্থনীতি ক্ষমতাবান রজনীতিকদের লুটপাটে ক্ষতবিক্ষত।কতশত বছর লাগবে এই দেশের মানুষের স্বপ্নের কানংখিত একটা দেশ পেতে।

কবির ভাষায়, "রাত পোহাবার আর কত দেরি পান্জেরী।"

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.