নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়াহিদ সাইম www.facebook.com/wahidsaaim1

ওয়াহিদ সাইম

আভ্যন্তরীণ আদিম পশুত্বের নিয়ন্ত্রনে সদা সচেষ্ট মানুষ আমিও আর সবার মত।

ওয়াহিদ সাইম › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রীর ক্ষমতার উৎস

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

নির্দলীয় নিরপেক্ষ সরকারে অধীনে জাতীয় সংসদ নির্বাচন দেশের দলমত নির্বিশেষে সব মানুষের ইচ্ছা হলেও বর্তমান আওয়ামী লীগ সরকারের সেই ইচ্ছার লেশ মাত্র নেই ; বিরোধী রাজনৈতিক দলের দেশব্যাপি ব্যাপক অবরোধ-দাঙ্গা-হাঙ্গামা সত্বেও। ইতিমধ্যেই সরকারী দল আওয়ামি লীগ ও মহাজোট (?) ১৫১ আসনে নির্বাচন ছাড়াই বিজয়ী হয়ে সংখাগরিষ্ঠতা পেয়ে গেছে বিরোধীদল বিহীন এই একতরফা প্রহসনের নির্বাচনে।প্রধান বিরোধী দল বিএনপি কিংবা ১৮ দলীয় জোটের এমনকি কোন শান্তিপুর্ন মিছিলেও পুলিশ গুলি করে মিছিলকে শুধু ছত্রভঙ্গই করে দিচ্ছে না, ফেলে দিচ্ছে লাশের পর লাশ।জানের চেয়ে চাকুরী বাঁচাতে গিয়ে পুলিশ নিজেও হচ্ছে হতাহত। সরকারের এই মনোভাব কোনভাবেই গনতান্ত্রিক নয় বরং স্বৈরাচারী;ক্ষেত্রবিশেষে এটা বর্তমান আওয়ামী সরকারের অংশীদার এবং এই মুহুর্তে আটক সাবেক স্বৈরাচার প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরাশাদকেও ছাড়িয়ে গেছে দূর-বহুদূর।



প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা মনে হচ্ছে বিগত সামরিক শাসমদের চেয়েও অনেক বেশী।কি এই ক্ষমতার উৎস ? পুলিশ-র‌্যাব-বিজিবি না জনগন ? নাকি অন্যকিছু ?সরকার বিরোধী অনেক রাজনৈতিক / অরাজনৈতিক বিশ্লেষক মনে করেন ভারত। গনতান্ত্রিক ভাবে নির্বাচিত গণপ্রজাতান্ত্রক বাংলাদেশ সরকারের শাসকগোষ্ঠীর শক্তির উৎস যদি বাংলাদেশের জনগণ না হয়ে বাহিরের কোন শক্তি হয়, তাহলে তো বলতে হয় গনতন্ত্র ইতিমধ্যে মৃত এবং সমাধিত।



ভারতের সাথে অতীত ও বর্তমান আওয়ামী লিগ সরকারের সাথে যে উদার বন্ধুত্বের সম্পর্ক এবং ভারত এই সরকারকে ক্ষমতায় রাখতে যেভাবে তৎপর তাতে যদি দেশের এই বিশৃংখলায় ভারত নিজেদের নিরাপত্তার খোঁড়া অযুহাতে বাংলাদেশের অভ্যন্তরে সৈন্যও পাঠায় তাতে অবাক হওয়ার কিছু থাকবেনা।আর একবার যদি এদেশের অভ্যন্তরে ভারতীয় সৈন্য ঢুকতে পারে তবে তারা ৭১ এ মিত্রবাহিনী প্রত্যাহারের মত ভুল দ্বিতীয়বার করবেনা। আর সেই সাথে শেষ হবে স্বাধীন বাংলাদেশের গৌরবময় উপাখ্যান এবং শুরু হবে ভারতবর্ষের অবিভক্ত বাংলার নতুন ইতিহাস।হাজার মাইল দুরের বিজাতীয় পাকিস্তানের খপ্পর থেকে একদা বাঁচতে পারলেও ভারতের পেটের মধ্যে থাকা বাংলাদেশকে মুক্ত করার জন্য আবার কোন বঙ্গবন্ধু কিংবা মেজর জিয়ার জন্ম এই নরম মাটিতে হবেনা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭

মোঃ আনারুল ইসলাম বলেছেন: খালেদা-হাসিনা এবার ক্ষান্ত দেন আর কত নরবলি দরকার? তাহলে আপনাদের উদ্দর পূর্ণ হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.