নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়াহিদ সাইম www.facebook.com/wahidsaaim1

ওয়াহিদ সাইম

আভ্যন্তরীণ আদিম পশুত্বের নিয়ন্ত্রনে সদা সচেষ্ট মানুষ আমিও আর সবার মত।

ওয়াহিদ সাইম › বিস্তারিত পোস্টঃ

দেশকে ফিরিয়ে নেয়া হলো এরশাদের আমলে বা তার চেয়েও খারাপ একটা পজিশনে ; ভয়ংকর গভীর এক খাদের কিনারে।

২৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৪

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচিত সরকার ব্যবস্থায় বাংলাদেশ ভালোই চলছিলো।সেনাবাহিনীকে পংগু করে দেশকে ভারতের প্রায় করদ রাজ্যে পরিনত করার মাধ্যমে লোলুপ ভারতীয় শাসক গোস্ঠীর সীমাহীন সমর্থন নিয়ে তত্ত্বাবধায়ক উঠিয়ে দিয়ে শেখ হাসিনা এখন স্বৈরাচারী।যা চাচ্ছেন তাই হচ্ছে।যেন তাঁর ইচ্ছে অনিচ্ছা-ই এখন আইন,রাষ্ট্রীয় সংবিধান।বিজিপি,পুলিশ,কোর্ট,দুদক,নির্বাচন কমিশন সব জায়গায় তার পাপেট বসিয়ে রেখেছেন।অশহায় দেশবাসী।অসহায় নিরস্ত্র শান্তিপ্রিয় দেশবাসী। ৯০ এর আন্দোলনের মাধ্যমে প্রাপ্ত ডেমোক্রেসীকে সমাধিত করে সেখ হাসিনা ও তার লোকেরা দেশটাকে কোথায় নিয়ে গেল !!! লক্ষ লক্ষ লোকের রক্তার্জিত স্বাধীনতা আর গনতন্ত্র ধুলিস্যাত হয়ে গেলো।এই স্বাধীন বাংলাী জাতির রাজনৈতিক সব অর্জনই বৃথা হয়ে গেল। দেশকে ফিরিয়ে নেয়া হলো এরশাদের আমলে বা তার চেয়েও খারাপ একটা পজিশনে ; ভয়ংকর গভীর এক খাদের কিনারে।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৬

সাবু ছেেল বলেছেন: মুজাহিদের আপিল শুনানি শুরু
সালাউদ্দিন কাদেরের আপিল শুনানি কার্যতালিকায়।


তোমাদের হার্ট বিট বেড়ে যাওরই কথা!!

৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:১২

ওয়াহিদ সাইম বলেছেন: (১) একটা কথা অনেককেই বলতে শুনি সেটা হলো,আমি বলি কি আমার দোতারা বলে কি।
(২) আর আমাদের হার্ট বিট বাড়বে কেন ? আমরা কি রাজাকার না-কি আমাদের মেয়েকে রাজাকারের ছেলের কাছে দিয়েছি তোমাদের নেত্রীর মতো।
(৩) ফাঁসি যত পারে দিতে বলো তোমাগো নেত্রীকে,কিন্তু এই সব নির্বাচন নির্বাচন ভন্ডামী কতদিনই আর তিনি করতে পারবেন ? সব কিছুরই শেষ আছে।
(৪) সুষঠু নির্বাচন দিয়ে দেখুক স্বয়ং তোমাদের নেত্রীই গোপাল গন্জ থেকেও পাশ করতে পারে কিনা।

৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৫

ওয়াহিদ সাইম বলেছেন: প্রসংগ যখন এনেছো তখন আমি ঐ প্রসংগে আরেকটু বলি -- যে গোলাম আযমকে নিয়ে এতো হৈ চৈ।সেই রাজাকার শিরোমনি গোলাম আযমেরই ফাঁসি না হওয়াতে, একটা চরম বোকা হাদারামও বুঝতে পারে এই সব ভন্ডামী ছাড়া আর কিছু নয়।শুধু কিছু চরম বিবেক-বুদ্ধি প্রতিবন্ধী অথবা স্বর্থান্বেষী আওয়ামী নেতা-কর্মীই বুঝেও না বুঝার ভান করে থাকে পাছে আবার কিনা নেত্রীর রোষানলে পড়ে এককালীান হালুয়া-রুটির ভাগানোর সুযোগ হাতছাড়া হয়ে যায়।

২| ২৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৬

এ সামাদ বলেছেন: ভাইরে বলতে বলতে গলা ব্যথা হয়ে যাবে কাজ হবেনা।

৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৬

ওয়াহিদ সাইম বলেছেন: জানি ভাই কাজ হবে না।তবু সত্য না বলে থাকতে পারি না।সত্য সুন্দর,সত্য সব কিছুরই উর্ধ্বে এই পৃথিবীতে।

৩| ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৫

সাবু ছেেল বলেছেন: সুষঠু নির্বাচন দিয়ে দেখুক স্বয়ং তোমাদের নেত্রীই গোপাল গন্জ থেকেও পাশ করতে পারে কিনা।

জোক অব দ্যা ইয়ার।যুক্তি তুমি দিতেই পারো,তবে এমন কিছু বোল না যা হাসির খোরাক হবে।ব্লগে আমার মতই তুমি অনেক পুরানো।সেজন্যই তোমার সাথে আমার লেখা বিনিময় হচ্ছে।অন্য কোন নবীন ব্লগার থাকলে এতটা বাকচিত করতাম না।

তুমিও নিশ্চয়ই আমার ক্ষেত্রে একই কথা বলবে।

ভালো থেকো।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৩৯

মেশকাত মাহমুদ বলেছেন: লেখকের সাথে সহমত। আর সাবুর মত দালালরা আজীবনই থাকবে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.