নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়াহিদ সাইম www.facebook.com/wahidsaaim1

ওয়াহিদ সাইম

আভ্যন্তরীণ আদিম পশুত্বের নিয়ন্ত্রনে সদা সচেষ্ট মানুষ আমিও আর সবার মত।

ওয়াহিদ সাইম › বিস্তারিত পোস্টঃ

Extremism অবশ্যই বর্জনীয়

১২ ই জুন, ২০১৫ রাত ১১:৪৮

Extremism অবশ্যই বর্জনীয়।এটা সব কিছুতেই থাকতে পারে। ধর্মে,অধর্মে,নাস্তিকতায়,সামাজিকতায়,রাজনীতিতে,অর্থনীতিতে, দৈনন্দিন জীবনে,সব কিছুতেই।এ্যক্সট্রিমিস্ট ধার্মিক,এ্যক্সট্রিমিস্ট নাস্তিক,এ্যক্সট্রিমিস্ট রাজনীতিবিদ,এ্যক্সট্রিমিস্ট মানুষ ইত্যাদি। নিজ বিশ্বাসে এদের অগাধ আস্থা হিমালয়ের মত অটল।অন্যমত এদের অসহ্য।ভিন্ন মত বা ভিন্ন মতের মানুষের প্রতি এরা সদা খড়গ হাতে উদ্যত। কখনো কখনো এরা একে অপরকে নিচিহ্ন করে দিতে চায়।
মুখে শুনা বা কখনো ছাপানো কাগজ-বুকলেটে পড়া টুকরো-খন্ডিত তথ্য ভিত্তিক এই বিশ্বাস এতই প্রকট যে তার দূর্ভেদ্য প্রচীর ভেদ করে নিরপেক্ষ যাচাই-বাচাই এর সাহস অথবা ইচ্ছা বা সময় কোনটাই তাদের নেই।এই অসম্পূর্ণ তথ্যের উপর অন্ধ বিশ্বাসই এদের অতি সহজেই এ্যক্সট্রিমিস্ট তথা যুক্তিহীন অতি উগ্র গোঁড়া ব্যক্তিতে পরিনত করে।
জীব-জড়ের এই জগত কিংবা বিশাল আসীম ইউনিভার্সের ব্যাপারে মানুষের জ্ঞান যেখানে অতি নগন্য সেখানে ত্রিমাত্রিক উপলব্ধির সীমাবদ্ধতা নিয়ে মানুষ কি করে এতো গোঁড়া হয় অবাক লাগে। রাস্ট্রে,সমাজে Theistic বা Atheistic সব ধরনের উগ্র গোঁড়ামিরই নিরাময় দরকার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.