নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়াহিদ সাইম www.facebook.com/wahidsaaim1

ওয়াহিদ সাইম

আভ্যন্তরীণ আদিম পশুত্বের নিয়ন্ত্রনে সদা সচেষ্ট মানুষ আমিও আর সবার মত।

ওয়াহিদ সাইম › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্ন !!!

০৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন (আসলে প্রশ্ন করেছেন), 'একটি মেয়েকে জনসম্মুখে কোপানো হয়েছে, মানুষ দাঁড়িয়ে তা দেখেছে। কেউ ভিডিও করছে, মোবাইল ফোনে ছবি তুলছে, কেউ মেয়েটাকে বাঁচাতে এগিয়ে আসেনি। কেন এই মানবিক মূল্যবোধগুলো হারিয়ে গেল, কেন ওই মেয়েটিকে বাঁচাতে এগিয়ে গেল না।"
কিন্তু আমার প্রশ্ন, ঐ ছেলেটা একটি মেয়েকে জনসম্মুখে কুপিয়ে মারার এতো সাহস কোথায় পেল আপনিই বলুন মাননীয়া প্রধানমন্ত্রী।
আর আপনি কিভাবে ক্ষমতায় আছেন সেটাও বুঝিয়ে বলুন।
তাহলে হয়তো দু'টোরই উত্তর পাওয়া যাবে।
কারন আপনার অসাধারন উপায়ে ক্ষমতা আঁকড়ে থাকাটা, সাধারন মানুষের ভয় এবং ঐ বখাটে ছাত্রলীগ নেতার সাহস হয়তো সম্পর্কিত।

[নিউজ সূত্র : Click This Link

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:৩০

অঞ্জন ঝনঝন বলেছেন: একজন মানুষ ব্যক্তিগতভাবে বিগড়ে যেতে পারে। তখন তাকে শাস্তি ইত্যাদি দিয়ে সংশোধন করার চেষ্টা করা যাবে। কিন্তু একদল মানুষের এমন আচরণ সমাজের ক্ষতই নির্দেশ করে এর সনাধান করতে হলে অনেক গভীরে যেতে হবে।

০৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:৩৭

ওয়াহিদ সাইম বলেছেন: ঠিক বলেছেন।সহমত।

২| ০৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:৫৭

এম এ কাশেম বলেছেন: ভাই , রাস্ট্র যন্ত্র যখন নষ্টদের কবলে পড়ে
সাধারণ মানুষ তখন প্রতিবাদের সাহস হারিয়ে ফেলে।

নষ্টদের দখলে সব আজ।
মানুষ অসহায়।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৪০

চাঁদগাজী বলেছেন:


উনার ভাবনা শক্তি সীমিত, সেজন্য প্রশ্ন করেছেন। ছাত্রলীগকে প্রথমে বিলুপ্ত করে, ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করা হোক।

১৪ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:৩১

ওয়াহিদ সাইম বলেছেন: আমার মনে হয় উনার ভাবনা সীমিত নয়, বরং দুষিত।রাজনীতির বিষবাষ্পে দুষিত।শুধু ছাত্রলীগ নয় সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা উচিৎ এই মূহুর্তে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫০

সাকিন সিকদার (জেন) বলেছেন: জোর যার, মুলক তার! বদরুল সম্ভবত এরকমই কিছু একটা মনে করেছিলো, তাই হয়তো এই জঘন্য কাজটা করতে সে এতোটুকু দ্বীধাবোধ করে নি।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৪

নিরাপদ দেশ চাই বলেছেন: সাহায্য করতে গিয়ে কে যাবে অযথা কোপ খাইতে? তাও আবার ছাত্রলীগের ? আমাদের ছাজীবনে ইন্টারনেট ছিল না। তখনও মানুষ এই ধরনের ঘটনা দেখলে দৌড়ে পালাত। এখনতো তাও ইন্টারনেটের কল্যানে সব ঘটনা জনসম্মুখে চলে আসছে এবং অপরাধীও দ্রুত চিহ্নিত হচ্ছে।

প্রধানমন্ত্রী হিসেবে আপনার প্রশ্ন হওয়া উচিৎ একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রের হাতে কেন চাপাতি? তার মূল্যবোধের এত অধঃপতনের কারন কি?

৬| ০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪২

কামের কথা কন!! বলেছেন: চাঁদগাজী বলেছেন:
উনার ভাবনা শক্তি সীমিত, সেজন্য প্রশ্ন করেছেন। ছাত্রলীগকে প্রথমে বিলুপ্ত করে, ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করা হোক
একমত

৭| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:৩০

রক্তিম দিগন্ত বলেছেন:
ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে আমি নেই। দেশের ভবিষ্যৎ রাজনীতিবীদরা এই ছাত্র রাজনীতি থেকেই আসবে। রাজনীতিরও দরকার আছে। এটা না থাকলে রাষ্ট্রেরই টিকে থাকা সমস্যা হবে। বিদেশী শত্রুকেও তো ম্যানেজ করা লাগে।
তবে একটা সুষ্ঠু ধারা দরকার। অসুস্থ ধারার পরিবর্তন দরকার।

প্রধানমন্ত্রীর সাথে আমাদের সাধারণ জনগনের বিশাল কমিউনিকেশন গ্যাপ আছে। আমাদের অনেক বার্তাই প্রধানমন্ত্রী পর্যন্ত যায় না। মাঝে থাকা স্পেসটাতেই সমস্যা।

প্রধানমন্ত্রী প্রশ্নটা করেছে এই গ্যাপের বাইরে কী হয় সেটা না জেনেই। উনার প্রশ্নকে আমি দোষ দিতে পারব না।

আর, আপনার প্রশ্নের জবাব - বিকৃত মানসিকতা। রাজনীতি শুধু তার এই বিকৃত মনকেই বিকশিত করেছে। তার বিকৃত মনের কাজ কর্মের বৈধতার জন্য রাজনীতিকে ব্যবহার করে। তাদের মত বিকৃত মন বেশি থাকায় রাজনীতিও বিকৃত হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.