নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়াহিদ সাইম www.facebook.com/wahidsaaim1

ওয়াহিদ সাইম

আভ্যন্তরীণ আদিম পশুত্বের নিয়ন্ত্রনে সদা সচেষ্ট মানুষ আমিও আর সবার মত।

ওয়াহিদ সাইম › বিস্তারিত পোস্টঃ

কবির কলম

১২ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৫৩

আমারও মনে হয় কবিতা লেখা আসলেই অনেক সহজ প্রবন্ধ-উপন্যাস লেখার চেয়ে। যা মনে আসলো, অনুভব করলাম লিখে ফেললাম সৌন্দর্য্য গাঁথা মালায়। তেমন তথ্য- উপাত্ত্ব ঘাঁটা-ঘাঁটির ঝামেলা নেই, মহাজ্ঞানী বিদ্যাসাগর হবার বাধ্যকতা নেই।যতটুকু জানি-বুঝি তা শব্দে শব্দে বাক্যে বাক্যে লিখে দিলেই হলো।কোন মেসেজ- ফিলোসফি কিংবা কোন ফ্যাক্ট, হিস্টোরিক-সাইন্টিফিক ফ্যাক্ট প্রতিফলনের আবশ্যকতা কি আছে। কোন আগামাথা থাকুক না থাকুক, কেউ কিছু বুঝুক না বুঝুক তাতে কি। আমি নিজের জন্য লিখি।
মনে ভাব বিশেষের উদয়ে কিছু একটা লিখে ফেললাম শব্দের তুলিতে আঁকি-ঝুকি। শব্দের শৈল্পিক উপস্থাপনে আমার স্বাধীন বিবৃতি।
আর শিল্প ও সৌন্দর্য্যের মতো কবিতাকেও সংগায়িত করা যায় না বলে কাব্য রচনার স্বাধীনতা মাঝে মধ্যে পৌঁছে স্বেচ্চাচারিতায়। তাই কবিতা লিখতে পারা আনন্দের, সুখের। কারো ভালো লাগুক না লাগুক, কবিতা হোক না হোক না হোক। তবু আমি কবিতা লিখি, নিজের জন্য লিখি; লিখবো আজীবন।কবির কলম স্বাধীন চিরদিন।

(সমালোচনা,ভুল-ত্রুটি পরিমর্জনে স্বাগতম)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


কবি ও কবিতা সম্পর্কে আপনার ধারণা ভুল।

১৪ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:০৬

ওয়াহিদ সাইম বলেছেন: শুধু কবি ও কবিতা সম্পর্কে নয়,পৃথিবীর সব কিছু সম্পর্কেই আমার ধারনা ভুল মনে হয় আজকাল। কিন্তু এখানে আমার ধারণা যে ভুল সেটা একটু ব্যাখ্যা করে সংশোধন করে দিলে কৃতজ্ঞ থাকতাম।আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

২| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪৫

রিফাত হোসেন বলেছেন: চাঁদগাজী বলেছেন:


কবি ও কবিতা সম্পর্কে আপনার ধারণা ভুল।


উনি খুব স্বল্প কথায় কঠিক কিছু বলেন.... মজা পেলাম। তবে সব সময় মজার হয় না। কিছু কিছু আবার ফাকঁ গলিয়ে চলে যায়, যার অর্থ খোঁজা দায় হয়ে যায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.