নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়াহিদ সাইম www.facebook.com/wahidsaaim1

ওয়াহিদ সাইম

আভ্যন্তরীণ আদিম পশুত্বের নিয়ন্ত্রনে সদা সচেষ্ট মানুষ আমিও আর সবার মত।

ওয়াহিদ সাইম › বিস্তারিত পোস্টঃ

মানব তোমাকে অভিবাদন

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৮

বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। আর এই বিশেষ জ্ঞান বা বিজ্ঞানের জন্যই আমরা মানব জাতি কালক্রমে প্রাকৃতিক বন্যতা ঝেড়ে ফেলে সভ্য মানুষ। অন্য সব জীব জন্তুর মতো বনে জংগলে ঘুরে বেড়িয়ে পোকামাকড়, লতা-পাতা,কাঁচা মাংশ খেয়ে জীবন-যাপনের আদিম পদ্ধতি ছেড়ে ধীরে ধীরে আজকের সমাজ-রাষ্ট্র পদ্ধতির আপেক্ষিক সভ্য আধুনিক যুগে পদার্পন সহ সবকিছুই এই বিজ্ঞানের অবদান। বিজ্ঞানই আমাদের জীবন। বিজ্ঞানবিহীন আমরা, অস্তিত্বহীন। জ্ঞান-বুদ্ধির উৎকর্ষ ও বিবর্তন ব্যতিত মানুষ এতদুর আসতে পারতো কিনা সন্দেহ। হয়তো মানুষকে পড়ে থাকতে হতো বিলুপ্ত ডাইনোসরের মতো ফসিল হয়ে প্রাগৈতিহাসিক পৃথিবীর শিলাস্তরে।তাই মানব তোমাকে অভিবাদন। বেঁচে থাকো জীবন চক্রে ,আর এগিয়ে যাও জ্ঞান-বিজ্ঞানের সোপান বেয়ে। সব রহস্যের ব্যবচ্ছেদ হবে, জাগতিক সত্যের উদ্বঘাটন একদিন হবে নিঃশ্চয়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


অনেক দেশের সরকারগুলো ষড়যন্ত্র করে মানুষকে শিক্ষা থেকে বন্চিত করে চলেছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫১

ওয়াহিদ সাইম বলেছেন: একমত। আমার কাছে বরং মনে হয় তাদের অযৌক্তিক বিশ্বাস মিশ্রিত গোঁজামিলের শিক্ষা চাপিয়ে দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে যাচ্ছে। মন্তর‌্যের জন্য ধন্যবাদ।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১১

নাগরিক কবি বলেছেন: অভিনন্দনের পাশাপাশি কিছু আইক্কা ওয়ালা বাশ ও দেওয়া দরকার। ভালটাই লিখলেন। খারাপ টা কি দোষ করলো।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০২

ওয়াহিদ সাইম বলেছেন: অন্যসব পশুর মতো মানুষের ভালো-খারাপের দুটি বিপরীত অ্যাটিচ্যুড থাকবেই আমৃত্যু। খারাপ ঝোকটা নিয়ন্ত্রনের মাত্রার উপর মনুষত্যের মাত্রা নির্ভর করে সম্ভবত। তবে আমার এই ক্ষুদ্র লেখার টপিক বা ইস্যু ছিলো ভিন্ন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.