নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি দিগন্তের ওপারে যাবো বলে ছুটতে থাকি। কিন্তু যতো ছুটে যাই, দিগন্ত আরো বিস্তৃত হতে থাকে। আমি ধাঁধাঁয় পড়ে যাই...

সাবরিনা নেওয়াজ

https://www.facebook.com/profile.php?id=100004622567277

সাবরিনা নেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

পুরনো পাতার ভাঁজে...

০২ রা আগস্ট, ২০১৫ রাত ৮:৩৩

প্রায় আট বছর আগের ছেঁড়া ডায়েরীখানি খুলে বসেছি। সবুজ মলাটের পেটমোটা ডায়েরীটায় পাঁচমিশালী ধরনের লেখা। অনেক বায়না করার পর ভাইয়া ডায়েরীটা দিয়েছিল। তখন আমি চতুর্থ শ্রেণীতে। দীর্ঘ পাঁচ বছর লিখেছি একই ডায়েরীতে। লেখাগুলো অত সুস্পষ্ট সাবলীল নয়। শৈশব, কৈশোরের বেশ কিছু অনুভূতি, মুহূর্ত, আত্মকথন, টুকরো কবিতা, বেশ কিছু ছড়া লেখা রয়েছে এতে।

পাতায় পাতায় পুরনো সময়ের গন্ধ। নানান কালিতে রকমারি কায়দায় লেখা; হাতের লেখা উন্নতির চেষ্টাও চোখে পড়ার মতন। ডায়েরীর শেষের দিকটায় পাতার ভাঁজে তিনটে শুকনো গোলাপও রয়েছে। কেউ দিয়ছিল নাকি আমিই রেখেছিলাম মনে পড়ছে না।
একদম প্রথম কবিতাটি দাদুকে নিয়ে লেখা। শৈশবটা দাদুর কাছে গ্রামে কেটেছে বলে দাদুর প্রতি টানটা একটু বেশিই ছিল হয়তো। গ্রাম ছেড়ে এসে শহুরে জীবনের সাথে অভ্যস্ত হওয়ার নিদারুন কষ্টের কথাও লেখা রয়েছে। প্রত্যেকটি পাতায়, প্রতিটি কথায় কতই না সারল্যমাখা আবেগ-আনন্দ, অভিমান ছিল।
কাঁচা হাতে একটা শিশু উপন্যাসের মত লেখারও চেষ্টা করেছি। নাম ‘নিতাই টোকাই’। সেটাও শেষ অবধি শেষ করা হয়নি। পুরো ডায়েরী জুড়েই আমার কৈশোরের স্বপ্নপুরুষ ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে নানান কল্পনা জল্পনা।

কাউকে না বলা কিছু কথা, নাম উহ্য রেখে কারো প্রতি লুকিয়ে রাখা গোপন অনুভূতি, একটু একটু করে বেড়ে ওঠার আস্বাদ, ভালো লাগার কিছু মুহূর্ত, প্রথম চুলে বিনুনী করতে শেখার আনন্দ, বন্ধুদের সাথে ঝগড়া, ক’টা প্রিয় গান, কত সংকল্প, কত পণ, পরীক্ষাকে নির্বিচারে গালাগাল; কোনোটিই বাদ নেই।
তবে সবই টুকরো টুকরো, বিচ্ছিন্ন, অগোছালো, অস্পষ্ট আকারের লেখা যেন কোনো প্রসঙ্গ ছাড়াই হঠাৎ শুরু হল, আবার হুট করেই ইতি টেনে দিলাম; যা আমি ছাড়া অন্য যে কারোর পক্ষেই বোঝা অসম্ভব। শুধুমাত্র আমার কাছেই এর প্রতিটি অক্ষরই চেনা, অতি আপন। পড়ামাত্রই সেই একেকটি সময়ের স্পষ্ট সরল দৃশ্যপট চোখের সামনে ঝকঝক করে ভেসে ওঠে।

এখনকার ধ্যান-ধারনা, চিন্তা-ভাবনা, আবেগ-অনুভূতির সাথে তখন ছিল বিস্তর ফারাক। মাঝে মাঝে মিলিয়ে দেখি চারপাশের সংকীর্ণ পরিসর কিভাবে প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে, সরলতা জটিলতায় পরিণত হচ্ছে। এরই নাম হয়তো বড় হওয়া, ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৫ রাত ৮:৪৫

মাশকুর চৌধুরী বলেছেন: ভালো লাগলো.. সাবলীল ভাষায় উপস্থাপন... ভালো লাগলো নিজেকেও একটু স্মৃতির সম্মেলনে হাজির করতে পেরে।

০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৮:২০

সাবরিনা নেওয়াজ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.