নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি দিগন্তের ওপারে যাবো বলে ছুটতে থাকি। কিন্তু যতো ছুটে যাই, দিগন্ত আরো বিস্তৃত হতে থাকে। আমি ধাঁধাঁয় পড়ে যাই...

সাবরিনা নেওয়াজ

https://www.facebook.com/profile.php?id=100004622567277

সাবরিনা নেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

অপরাজিতা: পরাজিত নয় যে মানবী

১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৯

অপরাজিতা/Clitoria ternatea
ছোট্ট উদ্ভিদটার লতা এখন পুরো জানালা ছেয়ে যাচ্ছে। বাতাস এলে পাতাগুলো ঝিরঝির করে নড়তে থাকে। ছোট ছোট সবুজ পাতার মধ্যে ফিমেল জেনিটালের উপরের অংশের মত দেখতে সাদা ফুলগুলো লাজুক ভঙ্গিতে কেঁপে ওঠে যেন পাতার মধ্যে লুকিয়ে যেতে চায়। বড় ভালো লাগে।

'ক্লিটোরিয়া' জেনেরাটি নারী অঙ্গ 'ক্লিটোরিস' থেকে নেওয়া হয়েছে। নারী ও প্রকৃতির এক অদ্ভুত সুন্দর মেল রচনা করেছেন স্রষ্টা। সাধারণত ফুলের নামে মানুষের নামকরণ করে অনেকে। এই যেমন- চাঁপা, দোলন, ডালিয়া। কিন্তু এই ফুলটির বৈজ্ঞানিক নামের মতই নারী অভিব্যক্তির সাথে সাদৃশ্য রেখে ফুলটির যে প্রচলিত বাংলা নামকরণ রয়েছে, সেটিও অত্যন্ত বলিষ্ঠ এবং চমৎকার অর্থবহ। "অপরাজিতা" (unbeaten), পরাজিত হয় নি যে মানবী; সংগ্রামী, বিজয়া নারী।।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৩

বিজন রয় বলেছেন: ভাল লাগল লেখাটি।
+++

১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৮

সাবরিনা নেওয়াজ বলেছেন: ধন্যবাদ।

২| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৭

রুদ্র জাহেদ বলেছেন: খুব ভালো লাগল লেখাটি

১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৮

সাবরিনা নেওয়াজ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩৮

সোজোন বাদিয়া বলেছেন: ফুলটিকে নামসহ বিশেষভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৫

সাবরিনা নেওয়াজ বলেছেন: ধন্যবাদ আপনাকেও। ভালো থাকুন।

৪| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৭

মুদ্‌দাকির বলেছেন: ছোট পোষ্ট কিন্তু আগ্রহ নিয়েই পড়লাম!!! সুন্দরকরে লিখেছেন।

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:১০

সাবরিনা নেওয়াজ বলেছেন: আগ্রহ নিয়ে পড়েছেন শুনে ভালো লাগলো। ধন্যবাদ।
ভালো থাকুন।

৫| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো লিখেছেন। অন্যরকম।

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৮

সাবরিনা নেওয়াজ বলেছেন: ধন্যবাদ পাশে থাকবার জন্য।

৬| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৪

আরজু পনি বলেছেন:
আপনার এই পোস্টটাই মূলত নজর কেড়েছে...বাকী পোস্টগুলিতে চোখ বুলালাম...
এবং মনে হলো আপনি অবশ্যই অনুসরন করার মতো লিখেন।
তাই অনুসারিততে নিয়ে নিলাম যেনো আপনার লেখা পড়তে মিস করে না ফেলি ।

অনেক শুভেচ্ছা রইল, সাবরিনা।

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩১

সাবরিনা নেওয়াজ বলেছেন: অনেক ভালোবাসা রইল। পাশে থাকা চাই কিন্তু।

ধন্যবাদ আপনাকে।

৭| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৭

উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো

১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৪

সাবরিনা নেওয়াজ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.