নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি দিগন্তের ওপারে যাবো বলে ছুটতে থাকি। কিন্তু যতো ছুটে যাই, দিগন্ত আরো বিস্তৃত হতে থাকে। আমি ধাঁধাঁয় পড়ে যাই...

সাবরিনা নেওয়াজ

https://www.facebook.com/profile.php?id=100004622567277

সাবরিনা নেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

তিমিরপ্রিয়া

১৯ শে মে, ২০১৬ রাত ১২:৩৩

নীল বেদনা-
সেকি! আমায় চিনতে পারছো না?
নাকি আজও দেবে ধোকা?

হে প্রশান্তি-
তোমার মুঠোয় আমার হাত!
একি দৃষ্টিভ্রম নাকি ছলনা?

আহা আলোক-
দূরে সরো! দৃষ্টিসীমারও দূরে!
চোখ ধাঁধিয়ো না আর
তুমি অলীক, মিথ্যে তুমি।
বিশ্বাসরূপে হেনেছিলে নিষ্পাপে।
দিয়েছিলে চৈত্রের মরীচিকা ডাক!

ওগো, ওগো চিরবন্ধু অন্ধকার-
তোমার প্রান্তরহীন কালো চাদরে
এ প্রস্তর-দেহখানি নাও জড়ায়ে।
মাতৃগর্ভের প্রণয় তোমার আমার।
প্রচলিত প্রবাদ দিয়েছে তোমাকে
কেবলই দৃষ্টিহীনতার অপবাদ।
আর আমি-
আমি কি পেয়েছি?
সময় আমারও চোখে বেঁধেছে
কালো পট্টি, দিয়েছে অন্ধের খেতাব।
তাই হে কালো, প্রিয় আমার-
পথহারা আমি, চিরসত্য আঁধারে
তিমিরপ্রিয়া হয়েছি এই রোজ গভীরে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৬ রাত ১:০০

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: নীল বেদনা
আমি তোমায় চিনি . . চিনতে পেরেছি।
আমার কাছ ঘেষোনা, পাশ ফিরোনা
দুরেই থাক তুমি

২৭ শে মে, ২০১৬ দুপুর ২:০৩

সাবরিনা নেওয়াজ বলেছেন: দূরেই থাকো তুমি।
ধন্যবাদ।

২| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৫

কাজী নজরুলের ছাত্র বলেছেন: তিমিরপ্রিয়চিনতে পেরেছি।
ভাল লাগলো।

২৭ শে মে, ২০১৬ দুপুর ২:০৩

সাবরিনা নেওয়াজ বলেছেন: ধন্যবাদ। শুভকামনা।

৩| ১৯ শে মে, ২০১৬ রাত ৯:১২

লীন প্রহেলিকা বলেছেন: দূর দূর করে তাড়িয়ে দেয়া অন্ধকারের প্রতি আপনার আবেদন প্রশংসনীয়। অলীক আলো নয় বরং অমোঘ অন্ধকার চাই এই উপলব্ধিটুকু জন্মাতে এই অদমের বেগ পেতে হয়নি। ভাল লাগল। আপনি পারেন!

২৭ শে মে, ২০১৬ দুপুর ২:০৫

সাবরিনা নেওয়াজ বলেছেন: আপনি বোদ্ধা কবি। আপনি আমার অনুভূতি বুঝেছেন জেনে তৃপ্তি পেলাম।
ধন্যবাদ সুপ্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.