নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি দিগন্তের ওপারে যাবো বলে ছুটতে থাকি। কিন্তু যতো ছুটে যাই, দিগন্ত আরো বিস্তৃত হতে থাকে। আমি ধাঁধাঁয় পড়ে যাই...

সাবরিনা নেওয়াজ

https://www.facebook.com/profile.php?id=100004622567277

সাবরিনা নেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

কেরানীপুত্র নেতাই

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

দেখি নি সেই দিন আমি?
ষষ্ঠ শ্রেণী পড়ুয়া তীক্ষ্ণ চোখের
ওই টুকুন রোগা ছেলে নেতাই!
কেরানীর ছেলে বলে মাস্টারমশাই
সে কি বেদম করলো পিটাই।
আপরাধ ছিল এই,ধনীর দুলালের সাথে
খেলার মাঠে বেঁধেছে লড়াই।
দোষ-গুণ বিচারেছি নিজে দাড়িয়ে
তবু কেরানিপুত্র পেলে না রেহাই!
সামান্য বেতনের দপ্তরি আমি,
মূল্য আছে কি-ই বা আমার কথার!
শেষতক ঘটলো কি জানা আছে?
ছোট্ট নেতাই ঘাড় বাঁকিয়ে
বেতখানি ধরলে বাগিয়ে, বললে-
"বিনে কারণে মেরে দ্যাকো দিকি আর বার
নালিশ দোবো না কারুর কাছে,
ওই বড়নোকের পুত্তুরের আমিই করবো বিচার!"
শুনে মাস্টারমশাই হঠাতই গেলেন হকচকিয়ে।
কি জানি কি ভেবে কপালে বিচিত্র রেখা এঁকে
বেত ফেলে চলে গেলেন হনহনিয়ে।
তারপরে জল গড়ালে বহুদূর।
নেতাইকে নাকি স্কুল ছাড়তে হবে,
শাসিয়ে গেছেন বাদরপিতা লাট বাহাদুর।
আমাদের ছোট্ট নেতাই-
কোথা হতে সঞ্চারেছে এতো শক্তি-দৃঢ়তা,
ক্ষুদ্র প্রাণে নেই সামান্যটুকুন জড়তা।
দুর্নিবার সাহস নিয়ে বলে দেয়-
"আমার বাপে যুদ্ধ কইরেছে আমাক্ পড়াতে,
দিকি কোন বাহাদুরে ঠ্যাকায়!"
শুনে ভরসা পাই, বাহবা দিই মনে মনে।
রে তবে!
ছোটলোকের ব্যাটা এবার মানুষ বনে যাবে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

খায়রুল আহসান বলেছেন: ছোটলোকের ব্যাটা এবার মানুষ বনে যাবে -- সময়ের বিবর্তনে ছোটলোকের ব্যাটারাই বড় হয় এক সময়।
অন্যায় আর অবিচারের প্রতিবাদ যার যার অবস্থান থেকে করা উচিত, তাহলে সমাজে অবিচারের মাত্রা কমে আসবে।
কবিতা ভাল লেগেছে। কবিতায় + +

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৩

নেক্সাস বলেছেন: বিষয়বস্তু বিচারে খুব সুন্দর কবিতা। কিন্তু বলেই সেখানে বলার কিছু মুন্সিয়ানা থাকা প্রয়োজন।অনেক সময় সোজা কথা সোজা করে বলা যায় না বলে কবিতার আশ্রয় নিতে হয়।কবিতার আশ্রয় নিতে গিয়ে কথা হয়ে ওঠে নান্দনিক শব্দ, উপমা, দর্শন ও দৃশ্যকল্প নির্ভর। মনে রাখবেন আধুনিক সময়ে কবিতায় শব্দের খেলা প্রধান অলংকার। কবিতা একটা মুগ্ধ ভ্রমণ। শব্দের প্রেমে হেলে পড়লে বিষয়বস্তুর গভীরতা ভাটা পড়ে। ভ্রমণে ক্লান্তি আসে।


অনেক অনেক ভাল লিখুন। লিখে সময় কে জয় করুন। শুভ কামনা।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৮

জনৈক অচম ভুত বলেছেন: নেতাইয়ের মতো মুখের ওপর প্রতিবাদ করতে সবাই পারে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.