নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি দিগন্তের ওপারে যাবো বলে ছুটতে থাকি। কিন্তু যতো ছুটে যাই, দিগন্ত আরো বিস্তৃত হতে থাকে। আমি ধাঁধাঁয় পড়ে যাই...

সাবরিনা নেওয়াজ

https://www.facebook.com/profile.php?id=100004622567277

সাবরিনা নেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

ফিরে ফিরে যাই

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২২

এগিয়ে যাওয়া নেই কোনো।
আমি ফিরে ফিরে,
ফিরে যেতে থাকি কেবল।
তেঁতুলের চিড়ল পাতার দেশে।
যেখানে টক টক রোদের আলো
আলগোছে খেলা করে হেসে।
সারবেঁধে নৌকোরা জিরায়,
শ্বেতমেয়ে চুপে স্নান সেরে
আঁচলেতে জটা চুল নিংড়ায়।
আমি কেবল ফিরে ফিরে,
ফিরে যেতে থাকি সেখানে।
হারান মাঝি কুচ কালো গায়,
গুনগুন স্বরচিত গান গেয়ে
বুনো ফুলের তেল মাখায়।
উনানের ধারে ছোট্ট বীরু
একমুঠ্ ধুলো মুখে পুরে
গৃহিণীর দিকে ডরে-ভয়ে চায়।
শান্ত পালংপাতার সেই দেশে,
নদী-নারী-জালের নির্মোহ আড়ে,
নিশাচর পাখির নির্ঘুম শঙ্কায়,
আমি ফিরে ফিরে যাই।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫৫

সাকিব ইফতেখার বলেছেন: কবিতা?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০২

সাবরিনা নেওয়াজ বলেছেন: কি জানি। আপনার কি ধারণা?

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৩৯

দেলোয়ার মিলন বলেছেন: অনেক সুন্দর হয়েছে

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৩

সাবরিনা নেওয়াজ বলেছেন: ধন্যবাদ।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৭

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: এভাবেই স্মৃতিরা পিছু টেনে যায় আজীবন। সুন্দর কবিতা। শুভকামনা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২১

সাবরিনা নেওয়াজ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ৮:২০

খায়রুল আহসান বলেছেন: আপনি যা যা বর্ণনা করে গেলেন, সে সবের মাঝে ফিরে যেতে কোনই আপত্তি নেই। খুব ভাল হয় এমন কোথাও ফিরে যেতে পারলে।
শ্বেতমেয়ে চুপে স্নান সেরে
আঁচলেতে জটা চুল নিংড়ায়
-- খুব সুন্দর একটা দৃশ্য এঁকে গেলেন!
কবিতায় ভাল লাগা + + (প্রথম) রেখে গেলাম...

০২ রা জুলাই, ২০১৭ রাত ১:০৯

সাবরিনা নেওয়াজ বলেছেন: অনেক দিন পর ব্লগে এসে প্রথমেই আপনার চমৎকার মন্তব্যটি দেখলাম। অনেক ধন্যবাদ।

৫| ৩১ শে মে, ২০১৭ দুপুর ১:৪০

শাহারিয়ার ইমন বলেছেন: আমি ফিরে ফিরে যেতে চাই বারবার +++

০২ রা জুলাই, ২০১৭ রাত ১:১০

সাবরিনা নেওয়াজ বলেছেন: আমিও যে চাই.
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.