নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি দিগন্তের ওপারে যাবো বলে ছুটতে থাকি। কিন্তু যতো ছুটে যাই, দিগন্ত আরো বিস্তৃত হতে থাকে। আমি ধাঁধাঁয় পড়ে যাই...

সাবরিনা নেওয়াজ

https://www.facebook.com/profile.php?id=100004622567277

সাবরিনা নেওয়াজ › বিস্তারিত পোস্টঃ

নিখোঁজ

০২ রা জুলাই, ২০১৭ রাত ১:১৮

রক্তে তোমার এ কেমন নোংরা নেশা!
বিকেলে তোমার খোঁজে বেরুবো।
রোজ সপ্তাহেই চিঠি দিয়েছি
তোমার মেসের ঠিকানায়
ভেবেছি মান ভাঙেনি এখনো,
তাই সশরীরে খোঁজ নিলাম গতকাল।
না একটি চিঠিও পৌঁছে নি।
ফের ঠিকানা বদলেছো তুমি
আমিও নিয়ম করে ডায়াল করে যাচ্ছি
একের পর এক পরিচিত সব জায়গায়
কেউ জানেনা তোমার খোঁজ।
এখন শেষ ভরসা ললিতা।
হয়তো ওর ওখানেই উঠেছো
ওখানেও যদি না পাই,
ভারী কষ্ট পোহাতে হবে জানো?
রেলস্টেশন, হাসপাতাল, থানা
সব একাকার করতে হবে।
ভালো হয়- আর হদিশ নাই বা মিলুক।
এবার আর সইতে পারবো না
যদি আবারো খুঁজে পেতে হয় তোমায়
অর্ধনগ্ন উন্মাতাল অবস্থায়
ললিতাদের জংলা খুপরির মেঝেয়।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:



এমন অপদার্থদের কেলিয়ে ভূত বানাতে ইচ্ছে করে! কুলাঙ্গার এরা! আর অভাগীদের জন্য খুব কষ্ট লাগে! কবিতার সারগর্ভ খুব বেদনাময়!

২| ০২ রা জুলাই, ২০১৭ সকাল ১১:১০

মনিরুজ্জামান স্বপন বলেছেন: কোথায় জানি একটুখানি লাগল কবিতাটা পড়ে। ভাল লিখেছেন- শুভ কামনা জানবেন।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

আহমেদ জী এস বলেছেন: সাবরিনা নেওয়াজ ,



অর্ধনগ্ন উন্মাতাল কেউ নিখোঁজ থাকাই ভালো ।
ভ্রমরের ডানা র সাথে ডানা ঝাপটে বাকীটুকু বলি - কবিতাটি সুন্দর হয়েছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.