নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

শুটকী নদীর ধারে........

০৯ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:২৯



হবিগঞ্জের বানিয়াচং নাকি পৃথিবীর সবচেয়ে বড় গ্রাম । তবে এই তথ্যটা সঠিক কিনা আমি নিশ্চিত নই । তো একদিন রওয়ানা হলাম বিশ্বের সবচেয়ে বড় গ্রাম দেখতে । অপরূপ সুন্দর এই গ্রামটিতে কমলারানীর সাগর দীঘি, রাজবাড়ি, বিথঙ্গল আখড়া, দাড়া-গুটি এমনসব দর্শনীয় স্থান নিয়ে আমি আজ লিখছি না । আমার দৃষ্টি বিশেষভাবে আকৃষ্ট হয়েছে একটি নদীর নামের প্রতি । নদীর নাম শুটকী, ইহা কুশিয়ারা নদীর একটা শাখা নদী ও বটে ।



ঢাকা থেকে বানিয়াচং এর দিকে যেতে শুটকী নদীর ব্রীজের উপর দাড়িয়ে ডানে ক্যামেরা তাক করলে শুকনো মৌসুমে এমন ছবি উঠবে, নদীর পাড় ধরে মানুষ চলাচলে অনেকগুলো পথের সৃষ্টি হয়েছে ।





ঢাকা থেকে বানিয়াচং এর দিকে যেতে শুটকী নদীর ব্রীজের উপর দাড়িয়ে বামে ক্যামেরা তাক করলে শুকনো মৌসুমে এমন ছবি উঠবে, মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মতো দেখতে, ওখানে শ্রান্ত হাঁসেরা বিশ্রাম নেয় ।





শুকনো মৌসুমে তৃষ্ণার্ত গরুদের পিপাশা মেটানোর অন্যতম পানির আধার এই শুটকী নদী ।





ওরা শাক তুলছে নদীর পাড় থেকে ।





এই এলাকার মাছের চাহিদা পুরণেও এই নদী বড় ভূমিকা রাখে, জেলেরা নৌকা থেকে মাছ নামাচ্ছে ।







মাছগুলো দেখতে কিন্তু বেশ :D





শুটকী নদীর ক্ষুদে জেলে ।





শুটকী পাড়ের রাখালের দল ।





শুটকীর পাড়ের আরো কিছু লোক, গরুর গোবর নিয়েই যাদের কারবার ।



মন্তব্য ২৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৬

হেডস্যার বলেছেন: ভাই ছবিগুলা চরম'স :)

০৯ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:০৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে +++++++++++ ;)

২| ০৯ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:০৫

সোনালী ডানার চিল বলেছেন: সুন্দর......

০৯ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:০৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ।

৩| ০৯ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:১১

এম এন রহমান বলেছেন: আপনার পোস্টের জন্য ধন্যবাদ। দক্ষিন এশিয়ার সবচেয়ে বড় গ্রাম দেখলাম সেই সাথে শুটকি নদী।
ভালো থাকবেন।

০৯ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:১৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, আপনিও ভালো থাকুন সব সময় ।

৪| ০৯ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৬

রাতুল_শাহ বলেছেন: ছবির মাছ দেখে তো এই মাছ খাওয়ার নেশা উঠে গেল ভাই।

০৯ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫১

সাদা মনের মানুষ বলেছেন: আমাদেরও খুব ইচ্ছে হয়েছিল, জ্যান্ত মাছ চকচকে লাফাচ্ছে, দেখতে খুবই ভালো লাগে ।

৫| ০৯ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:০৭

সাজিদ ঢাকা বলেছেন: ফটু গুলান ভালা হইসে , , , ,

ভাই , বানিয়াচং যেতে হলে কি , শায়েস্তাগঞ্জ নামতে হবে , , , যাওয়ার রাস্তা একটু বইলেন ।

০৯ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, নিচে রাহিক ভাইয়ের মন্তব্যে যাওয়ার রাস্তা খুব ভালোভাবে বলা আছে ।

৬| ০৯ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১২

তানিয়া হাসান খান বলেছেন: অপূর্ব সব ক’টি ছবি।শুটকি নদী!........নামটা জানাই ছিল না। আপনাকে অনেক ধন্যবাদ।

১০ ই আগস্ট, ২০১২ রাত ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন: বানিয়াচং যাওয়ার আগে এই নাম আমি ও কখনো শুনিনি....

৭| ০৯ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:১৩

রাহিক বলেছেন: বানিয়াচং আমার মামাবাড়ি । এই শুটকী নদীর মাছ অনেক খেয়েছি । শৈশবের একটা উল্ল্যেখযোগ্য সময় এখানে কেটেছে ।

ঢাকা থেকে সরাসরি হবিগনজের বাস আছে । সেখানে নেমে রিক্সা নিয়ে বানিয়াচং বাসস্ট্যান্ড । এরপর অটোরিক্সা অথবা বাসে করে বানিয়াচং ।

আর একটা তথ্য বানিয়াচং আসলেই বিশ্বের সবচেয়ে বড় গ্রাম ।

১০ ই আগস্ট, ২০১২ রাত ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ।

৮| ০৯ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২৮

গ্রামের মানুষ বলেছেন:
আহা নদীর মাছ!!

ছবিগুলো চমৎকার ও চমৎকার!!

১০ ই আগস্ট, ২০১২ রাত ৮:১৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ গ্রামের মানুষ, আমি গ্রাম ভালোবাসি, আর ভালোবাসি গ্রামের সহজ সরল মানুষ গুলোকে ।

৯| ০৯ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪৮

মোমবাত্তি বলেছেন: নিজ এলাকার কদর অন্য এলাকার মানুষের কাছ থেকে পেলে মন জুড়িয়ে যায় !! আহা রে রত্না বাজার, আহা রে ব্রিজ !! ব্রিজের উপর থেকে প্রখর রোদে নদীর পানির ঝিকিমিকি কত বছর হয়েছে দেখিনা!!

১০ ই আগস্ট, ২০১২ রাত ৮:৩৯

সাদা মনের মানুষ বলেছেন:
চলন্ত ফাড়িতে থেকে তোলা ছবি, তাই ঝাপসা ।

১০ ই আগস্ট, ২০১২ রাত ৮:৪১

সাদা মনের মানুষ বলেছেন: ফাড়ির যায়গায় গাড়ি হবে :D

১০| ০৯ ই আগস্ট, ২০১২ রাত ১০:৩২

সত্য কথা বলি ! বলেছেন: -----------=-----------= +++++++++

১০ ই আগস্ট, ২০১২ রাত ৮:২৫

সাদা মনের মানুষ বলেছেন: :D

১১| ১০ ই আগস্ট, ২০১২ ভোর ৪:১৫

মুনসী১৬১২ বলেছেন: দেখেছি মনে হয়

১০ ই আগস্ট, ২০১২ রাত ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন: হওয়াটা অস্বাভাবিক নয় :-B

১২| ১০ ই আগস্ট, ২০১২ রাত ৮:০৮

রাতুল_শাহ বলেছেন: ভাই আজকে নদী গিয়া মাছ কিনা আনছি। আমচুর দিয়া রান্না হয়েছে। তারাবীর পর কোপ দিমু।

১০ ই আগস্ট, ২০১২ রাত ৮:২১

সাদা মনের মানুষ বলেছেন: ওহ্ শুনেই জিবে জল চলে আসছে, চইলা আসমু নাকি ভাই ।

১৩| ১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৪৫

আহসান২০২০ বলেছেন: টেংরা পুটি দেখে তো মন ভরে গেল। কত্তদিন দেখি না এমন মাছ। ছোটবেলায় দেখতাম কাকারা, চাচাতো ভাইয়েরা ধানক্ষেত সেচে মাছ ধরত আর আমাকে গাছের ছায়ায় বসিয়ে দিত পানির কলসির সাথে নিয়ে। যত ধরা পড়া মাছ নিয়ে আসত আমার পাশের রাখা ঝাপিতে। চরম টেষ্টি মাছ।

১২ ই আগস্ট, ২০১২ রাত ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে আপনি নিজে ধরতেন না ? নিজে ধরার মজাই আলাদা, ধন্যবাদ ।

১৪| ১৮ ই আগস্ট, ২০১২ সকাল ১১:১৩

মামুন রশিদ বলেছেন: ভাই খুব ভাল লাগলো আপনার চোখে আমার গ্রাম কে দেখে । শুটকি নদী কুশিয়ারার শাখা । পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচং সম্পর্কে কিছু তথ্য এই লিংকে আছে ।
বানিয়াচং, পৃথিবীর বৃহত্তম গ্রাম ।
আপনাকে অশেষ ধন্যবাদ আমার গ্রাম নিয়ে এত সুন্দর একটা পোস্ট দেয়ার জন্য । ছবি গুলি অসম্ভব সুন্দর আর প্রানবন্ত হয়েছে ।

বানিয়াচং গ্রামের ঠিক মাঝখানে এই বিশাল সাগর দিঘী, এর পশ্চিম পাড়ে আমার বাড়ি । আবার আসার জন্য নিমন্ত্রন রইলো ।

১৫| ২২ শে আগস্ট, ২০১২ সকাল ৯:২৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, আমার ভুল সংশোধন করে দেওয়ার জন্য ।

আর আপনার বাড়ির পাশের সাগর দিঘী নিয়ে আমার একটা পোষ্ট আছে, এখানে ক্লিক করে দেখতে পারেন, কিছু ভুল থাকলে সেটা ও সংশোধন করা হয়ে যাবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.