নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বাকলাই পাড়া, পাহাড়ে এক শান্তির জনপদ (ফটোব্লগ)।

২৫ শে মে, ২০১৫ সকাল ৯:৩১


বাকলাই পাড়া নামের মাহাত্ব্য কি আমি জানিনা। তবে এর অর্থ যদি আমি বলি সুন্দর, শান্ত, নির্জন একটা শান্তির জনপদ তাহলে মনে হয় একটুও বেশী বলা হবে না। বগালেক, কেওকারাডং হয়ে তাজিংডং যাওয়ার পথে এই সুন্দর পাহাড়ি গ্রাম বাকলাই পাড়া। এই রুটে চলা ট্রেকারদের অনেক পছন্দের একটি ক্যাম্পিং জোন এই বাকলাই। এখানাকার নিরাপত্তা সুবিধা হিসেবে আছে আর্মি ক্যাম্প, যা বারতি নিরাপত্তা প্রদান করে অভিযাত্রিদের। তবে বান্দরবানের পাহাড়ি গ্রামগুলো তথা গ্রামের মানুষগুলোকে কখনো আমার হুমকি স্বরূপ মনে হয়নি, বরঞ্চ ওদেরকে আমি সব সময় অতিথী পরায়ন হিসাবেই পেয়েছি। ২০১৩ সালে বাংলাদেশের সর্বোচ্চ চুড়া সাকা হাফং যাওয়ার সময় ভ্রমণ বাংলাদেশের সদস্য হিসাবে এই চমৎকার গ্রামটিতে একটি রাত থাকার সৌভাগ্য হয়েছিলো, আর ঘটনাক্রমে সেদিন আকাশে ছিলো পূর্ণিমার চাঁদ।


(২) পাসিং পাড়া। কেওকারাডং থেকে নেমে বাংলাদেশের সর্বোচ্চ এই গ্রাম পাড়ি দিয়েই যেতে হয় বাকলাই পাড়ার দিকে।


(৩) পাহাড়ের কোলে দাড়িয়ে থাকা ছোট্ট এই গ্রামের নাম গ্রামের নাম জাদিপাই পাড়া। পাসিং পাড়া থেকে নেমে বাকলাইয়ের দিকে যাওয়ার সময় এই পাড়া থাকে হাতের ডানে।


(৪) সুংসাং পারা। এই গ্রামটা আরো অনেক নিচে এবং একটা বড় গ্রাম, এটা পড়বে হাতের বামে।


(৫) এটা সুংসাং পাড়া আর্মি ক্যাম্প, এক অসাধারণ সুন্দর জায়গা।


(৬/৭) অনেক চড়াই উৎরাই পাড়ি দিয়ে আমাদের যেতে হয়েছিলো বাকলাই পাড়ার দিকে।



(৮) এক সময় আমাদের পানি শেষ হয়ে গেলে পাহাড়ের এমন কার্ণিস বেয়ে পড়া পানি সংগ্রহ করে খেতে হয়।


(৯) সেই ট্যুরে আমাদের দলনেতা ছিলেন তাহসিন ভাই (তাহসিন মামা)। তিনিই এক সময় ক্লান্ত হয়ে বসে পড়লেন, আর আমাদের অবস্থাটা নাইবা বললাম।


(১০) মাটিতে ফুটে থাকা এমন সুন্দর ফুলগুলো আমাদেরকে বাকলাই পাড়া যাওয়ার পথে পথে স্বাগত জানাচ্ছিল।


(১১) ভয়ঙ্কর এমন সুন্দর দেখে মাঝে মাঝে চমকেও উঠছিলাম।


(১২) বাকলাই পাড়ার উপকন্ঠে এসে এমন গয়ালগুলো দেখে ভড়কে গিয়েছিলাম, পরে দেখলাম না ওরা অত্যন্ত নিরিহ প্রাণী।


(১৩) বাকলাই পাড়া থেকে নিচের দিকে দাড়িয়ে থাকা পাহাড়গুলোতে এমনভাবেই মেঘগুলো আটকে ছিলো।


(১৪) বাকলাই পাড়া ঢোকার মুখে ছোট্ট এই ঝর্ণার নাম চুম্পি ঝর্ণা, এখানে শীতল জলে নামার পর সারাদিনের ভ্রমন ক্লান্তি নিমেষেই ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়।


(১৫) ওই তো বাকলাই পাড়া। আমাদের একটি রাতের বাসস্থান।


(১৬) বাকলাই পারায় একটা অন্য রকম গাছ।


(১৭) বাকলাই পাড়ার শিশুরা।


(১৮) পুর্ণিমার চাঁদতো সব জায়গায়ই একই রকম, বাকলাই পাড়ারটা একটু অন্য রকম কি ?


(১৯) সকাল হতেই পাহাড়ি জনপদের এই মানুষগুলো কাজে ঝাপিয়ে পড়ে।


(২০) চমৎকার এই গ্রামটিতে আরো একটা দিন থেকে যেতে পারলে মন্দ হতোনা, কিন্তু সময় স্বল্পতায়......


(২১) বাকলাই ছেড়ে এক সময় আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তি গন্তব্যের উদ্দশ্যে। পিছনে রেখে গেলাম এক রাতের সুখ স্মৃতি। আবার কখনো বাকলাই পাড়ায় যাওয়া হবে কিনা জানিনা, তবে এক রাতের সেই স্মৃতি ক্ষণে ক্ষণে মনকে পুলকিত করবে এটা বলা যায় নিঃসন্দেহে।

মন্তব্য ২৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৫ বিকাল ৪:৩৬

পাজল্‌ড ডক বলেছেন: চমৎকার লাগলো আদিবাসি পাড়া গুলো,পাহাড়ের মাঝে মেঘ,মনে হচ্ছে একেেকটা দ্বীপ :)

২৬ শে মে, ২০১৫ সকাল ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন ভাই, শুভেচ্ছা জানবেন

২| ২৫ শে মে, ২০১৫ বিকাল ৫:০৭

সুমন কর বলেছেন: চমৎকার পোস্টে ভালো লাগা।

২৭ শে মে, ২০১৫ সকাল ৯:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা সুমন ভাই

৩| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

বেসিক আলী বলেছেন: সচিত্র ভ্রমণব্লগ!! অসাধারণ । অনেক অনেক ভালোলাগা রইলো ।

২৭ শে মে, ২০১৫ সকাল ৯:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়

৪| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

জামাল হোসেন (সেলিম) বলেছেন: সবগুলো ছবিই চমৎকার! তবে কেহ যদি প্রশ্ন করেন সবচেয়ে ভালো লেগেছে কোনটি? আমি বলবো নাম্বার আনলাকী ১৩। কেমন অদ্ভুতুরে একটা ভাব! চাইনিজ চিত্রকলার কথাও যেন মনে করিয়ে দেয় কিছুটা। সেদিন সোহেল রানা আকাশ থেকে এমন দৃশ্য দেখেই তো মনে হয় গেয়েছিল-
মেঘের কোলে পৃথিবী ঘুরে
সুদুরে যাবো হারিয়ে..।

২৭ শে মে, ২০১৫ সকাল ৯:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: মেঘের কোলে পৃথিবী ঘুরে
সুদুরে যাবো হারিয়ে..।

.......ধন্যবাদ ভাই, শুভেচ্ছা জানবেন

৫| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

মুদ্‌দাকির বলেছেন: সুন্দর

২৭ শে মে, ২০১৫ সকাল ৯:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা

৬| ২৫ শে মে, ২০১৫ রাত ১০:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার ফটো ব্লগ। +++

দেখি ভবিষ্যতে ফিটনেস লেভেলটা উন্নত করতে পারলে তিন্দু, বাকলাই পাড়া আর নাফাখুম যাওয়ার ইচ্ছা আছে। এক রাত তিন্দুতে, একরাত বাকলাই পাড়ায়। বর্ষা একটু কমে গেলে অক্টোবরের দিকে আলীকদমের নতুন রাস্তা দিয়ে বেড়িয়ে আসার ইচ্ছাও আছে। কত্ত কত্ত ইচ্ছা যে আছে রে ভাই, কিন্তু কয়টা আর পূরণ হয়? :(

অনেক অনেক ভালো থাকুন, শুভকামনা রইল।

২৭ শে মে, ২০১৫ সকাল ৯:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: আমিও তাই বলি, ইচ্ছের তো কোন শেষ নাই, জানিনা কতটা পূরণ হবে, শুভেচ্ছা হাসান ভাই

৭| ২৭ শে মে, ২০১৫ রাত ১২:০৬

হাসান কালবৈশাখী বলেছেন:
সবগুলো ছবিই চমৎকার!
শুভকামনা কামাল ভাই।

২৭ শে মে, ২০১৫ সকাল ৯:৪০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই, শ্রদ্ধা জানবেন

৮| ২৯ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

সুমাইয়া আলো বলেছেন: চমৎকার সব ছবি

০৩ রা জুন, ২০১৫ সকাল ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে গেলাম আলো

৯| ০২ রা জুন, ২০১৫ রাত ১:০৯

কামরুন নাহার বীথি বলেছেন: অস্বাধারণ ছবিগুলো!! শুভেচ্ছার বৃষ্টি বইয়ে দিয়ে গেলাম !!! :)
অস্বাধারণ ছবিগুলো!! শুভেচ্ছার বৃষ্টি বইয়ে দিয়ে গেলাম !!! :)

০৩ রা জুন, ২০১৫ সকাল ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: এই হাসফাস করা গরমে এমন বৃষ্টি কার না ভালো লাগে বলুন?

১০| ০৩ রা জুন, ২০১৫ সকাল ৮:০৯

ভয়ংকর বিশু বলেছেন: রাতের খাবারের বিবরন দিলে আরও ভালো হতো।

১১ ই জুন, ২০১৫ সকাল ৮:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: রাতের খাবার তো ামরা নিজেরাই বান্না করে খেলাম, দেশী মুরগীর মাংস আর খিচুরী

১১| ০৩ রা জুন, ২০১৫ বিকাল ৪:১২

প্রামানিক বলেছেন: আপনার চোখ দিয়া অনেক কিছু দেখা হলো। ধন্যবাদ

১১ ই জুন, ২০১৫ সকাল ৮:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনার চোখ দিয়াও অনেক দেকেছি আরো দেখতে চাই

১২| ১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

উর্বি বলেছেন: ভালো লাগল

১৩| ১৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:২৭

শাশ্বত স্বপন বলেছেন: Click This Link

http://www.somewhereinblog.net/blog/sswapan/3001412
বাকলাই পাড়ায় অাপনারা যে ঘরে ছিলেন, আমরাও সেই ঘরেই ছিলাম। আপনাদের ভ্রমন বাংলাদেশে কিভাবে যোগ দিব?

১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: এই পেজে লাইক দিন, আর ভ্রমণ বাংলাদেশের ইভেন্টগুলোর দিকে নজর রাখুন, কোন ইভেন্টে যেতে হলে আমাদের এই পেজের মাধ্যমেই সব যোগাযোগ হবে।

১৪| ১৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:৩০

শাশ্বত স্বপন বলেছেন: Click This Link

১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনার পোষ্ট আমি দেখেছি ভাই

১৫| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১০

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: খুৃব সুন্দর ছবি গুলো ।

১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভ্রমণ বাংলাদেশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.