নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

কাশ্মীরের হযরত বাল মসজিদ

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৯


হযরত বাল মসজিদ কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের বিখ্যাত মসজিদ। এই মসজিদের মহানবী হযরত মোহাম্মদ (স.)-এর মাথার চুল কিংবা দাড়ি কাচের বোতলে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। সে জন্যই এই মসজিদের নাম হযরত বাল মসজিদ। আলি রাঃ এর যুদ্ধের পোশাকও এখানে রাখা আছে। নাগিন লেক থেকেই বৃষ্টি মাথায় নিয়া বের হয়েছিলাম শেষ দিনের মতো কাশ্মীরকে দেখবো বলে, কিন্তু শেষ হযরত বাল মসজিদের ওখানে যেতে যেতে বৃষ্টির তীব্রতা বেড়ে যাওয়ায় অনেকে গাড়ি থেকেই নামেনি। আমরা কয়েকজন নেমে যতটা দেখেছিলাম তাতে মন ভরেনি। তবু সেই অতৃপ্তি নিয়ে দেখা মসজিদকে নিয়েই আমার আজকের ছবি ব্লগ।


(২) হাউজ বোটে রাত কাটিয়ে নাগিন লেক থেকে যখন শিকারায় চড়ি তখনি বৃষ্টির ফোটা পড়া শুরু হয়েছিল।


(৩/৪) হযরত বাল মসজিদের কাছে চলে আসার পর যেন বৃষ্টি গতি বাড়তেই থাকল।



(৫/৬) বৃষ্টি উপেক্ষা করে দৌড়ে ঢুকে গেলাম মসজিদের ভেতরে। ভেতরের গেটে দেখলাম পুলিশ প্রহরা।



(৭) ভেতরের এই সাইনবোর্ডের লেখাটা পড়তে পারলাম না।


(৮) এটা মসজিদের পুর্ব পাশ থেকে তোলা ছবি।


(৯) এই ছবিটা তুলেছি পশ্চিম পাশ থেকে।


(১০/১১) ভেতরে নামাজ পড়ার যায়গাগুলো।



(১২) প্রধান গম্বুজের নিচের অংশে মনে হয় কোন সংস্কার কাজ চলছে।


(১৩) উত্তর অংশের এই বিশাল চালার নিচে সম্ভবত বিশেষ কোন অনুষ্ঠানে জনসমাগম হয়।


(১৪/১৫) শ্রীনগরের বাসগুলোর আলাদা একটা চমৎকারিত্ব আছে।



(১৬) হযরত বাল মসজিদের সামনে কাশ্মীরি ফকিরগুলো খুব করে ধরে, এখানে দেখা যাচ্ছে একদল ফকির পয়সা ভাগাভাগি করছে।


(১৭) শ্রীনগরের ‘জাবারওয়ান’ পর্বত যা ‘সুলায়মান হিল’ এবং ‘শাঙ্কারায়া হিল’ নামেও পরিচিত, এর চূড়ায় রয়েছে শঙ্কর আচার্য মন্দির, হিন্দুদের একটি তীর্থস্থান। শ্রীনগরের সমতল ভূমি হতে প্রায় ১,০০০ ফিট উপরে অবস্থিত এই শিব মন্দির দর্শনে হিন্দু পুন্যার্থীদের সাথে অসংখ্য পর্যটক এরও সমাগম ঘটে। মন্দির এবং এর চত্বরটা সত্যিই অতি চমৎকার। এই চূড়া হতে শ্রীনগর শহরের ভিউটা অসাম। ধারনা করা হয় খৃষ্টপূর্ব ২০০ সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং বর্তমান স্থাপনাটি ৯০০ খৃষ্টাব্দের।। ইতিহাস হতে জানা যায়, এটি ছিল মুলত বৌদ্ধ তীর্থ, পড়ে নবম শতকে শিখদের দ্বারা নবম শতকে এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়। এই পাহাড় এবং মন্দির নিয়ে ইতিহাসবিদদের মধ্যে রয়েছে মতানৈক্য এবং বিতর্ক। কিন্তু ওখানে কোন ইলেক্টনিক ডিভাইস নিয়ে উঠা নিষিদ্ধ, যার কারণে দূর থেকেই এর একটা ছবি তুলেছিলাম।


(১৮) শাঙ্কারায়া হিলের পায়ের কাছেই কাশ্মীরের শ্রেষ্ঠ সুন্দর স্থান ডাল লেক। ডাল লেকের পাড় দিয়া আমরা চলে গিয়েছিলাম মোগল গার্ডেনগুলো দেখার জন্য।


(১৯/২০) দিন শেষ করেছিলাম এমন চমৎকার মোগল গার্ডেন গুলো দেখে।

মন্তব্য ১০৭ টি রেটিং +১৩/-০

মন্তব্য (১০৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩১

আমির ইশতিয়াক বলেছেন: প্রথম হইছি কি দিবেন দেন।

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩২

সাদা মনের মানুষ বলেছেন:

২| ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩২

আমির ইশতিয়াক বলেছেন: কাশ্মীরের হযরত বাল মসজিদ শিরোনাম দেখেইতো আশ্চার্য হয়ে গেলাম।

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: কেন ভাই? নামটা কি আগে কখনো শোনেন নাই?

৩| ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৫

আমির ইশতিয়াক বলেছেন: এই মসজিদের মহানবী হযরত মোহাম্মদ (স.)-এর মাথার চুল কিংবা দাড়ি কাচের বোতলে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। সে জন্যই এই মসজিদের নাম হযরত বাল মসজিদ। মাথার চুল ও দাড়ি কাচের বোতলে রাখা হয়েছে কিন্তু মসজিদের নাম রাখা হয়েছে হযরত বাল মসজিদ! নামটা কেমন জানি হয়ে গেল না। তথ্য যাচাই করে লিখছেনতো?

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: হিন্দি বা উর্দুতে চুলকে বাল বলা হয়, নিশ্চয়ই আপনার বিষয়টা জানা থাকার কথা।

৪| ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৬

বিজন রয় বলেছেন: কিন্তু প্রথম প্লাসটি আমার।

ঘুরে এলাম হজরত বাল মসজিদ।
কিন্তু টাকা খরচ হলো না এই যা।

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: তাই প্রথম ধন্যবাদটা আপনাকেই দিলাম :D

৫| ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪০

আমির ইশতিয়াক বলেছেন: কেন ভাই? নামটা কি আগে কখনো শোনেন নাই?
এই প্রথম নামটা শুনলাম। কত কিছু অজানা ভাই।

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, পৃথিবীর কতোটাই বা আমরা জানি

৬| ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪৪

আমির ইশতিয়াক বলেছেন: হিন্দি বা উর্দুতে চুলকে বাল বলা হয়, নিশ্চয়ই আপনার বিষয়টা জানা থাকার কথা। জানি। হিন্দি বা উর্দুতে হলে কোন সমস্যা নেই কিন্তু বাংলায় হলে সমস্যা। ধন্যবাদ

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

সাদা মনের মানুষ বলেছেন: কিন্তু আমি তো আর নাম পরিবর্তন করতে পারি না

৭| ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫১

নাগরিক কবি বলেছেন: যাবার খুব ইচ্ছে আছে। আপনার বিবরনে ইচ্ছে আরো ত্বরান্বিত হলো।

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

সাদা মনের মানুষ বলেছেন: ওখানে গেলে ভালো কবিতা লিখতে পারবেন নিশ্চিৎ :)

৮| ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মতই ছবি গুলি সুন্দর । আর আপনার ছবি ব্লগের মাধ্যমে আমরা পাঠকরাও কিছুটা ঘুরে আসি মনে মনে। শুভ কামনা রইল কামাল ভাই।

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই, আপনারা সাথে থাকেন বলেই আমি অনুপ্রেরণা পাই।

৯| ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৭

বিজন রয় বলেছেন: চা দেন।

প্রামানিক ভাই ব্লগে আসেন না, এখন থেকে আপনিই চা খাওয়াবেন।

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

সাদা মনের মানুষ বলেছেন: নিচে প্রামানিক ভাইরে দেখা যাইতাছে, ওনারে কন :D

১০| ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ভাল লাগা পোস্টে খুব সুন্দর

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, শুভেচ্ছা জানবেন।

১১| ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫৮

জাহিদ হাসান বলেছেন: এক দেশের গালি, আরেক দেশের বুলি! =p~ =p~

ভাগ্যিস এই মসজিদটা বাংলাদেশে নাই :-B :-B

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, তবে বাংলাদেশে থাকলে কিন্তু ভারতিয় ভাষায় এই নাম হতো না। যেমন বাংলাদেশে আছে "কদম রসুল দরগা"

১২| ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০০

জাহিদ হাসান বলেছেন: পাকিস্তানে একটা বাড়ি বানামু । নাম দিমু- বালের প্রসাদ!
লোকে বলিবে এনার একটা বিরাট বড় খাসা বাল আছে B:-/ :D

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: বাড়ি বানায়া আমাদের দাওয়াত দিয়েন, তয় পাকিস্তানে যাইতে পারমুনা, যার পাসপোর্টে একবার পাকিস্তানী ভিসা লাগে সে অন্যান্য দেশে খুব কড়া চেকিংয়ে পড়ে।

১৩| ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:১৪

ধ্রুবক আলো বলেছেন: ভাই, কবে ঘুরে আসলেন??

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: বছর তো হয়ে গেল

১৪| ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৪

প্রামানিক বলেছেন: আমির ভাই মাদ্রাসায় পইড়া প্যাচ লাগাইল ক্যান বুঝতাছি না। তয় ছবি দেইখা কাশ্মির ঘোরা হলো।

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: আমির ভাই কইতাছে প্যাচ ছুটাইছে, আপনি কইতাছেন প্যাচ লাগাইছে। বিষয়টা তো বেশ প্যাচাপ্যাচিতে পড়ে গেল দেখছি :-B

১৫| ০৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৫

নতুন নকিব বলেছেন:



আবার কবে গেলেন?

আপনি পারেন।

অাল্লাহ আপনার নেক হায়াত বৃদ্ধি করুন।

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: ওই একবারই গেছিলাম, বছর খানেক আগে। আপনাকে আন্তরিক ধন্যবাদ।

১৬| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

ঢাকার লোক বলেছেন: রাসূলুল্লাহ (স) এর চুল দাড়ি যদি রাখলে বা দেখলে সওয়াব হতো তো সাহাবারা তা সংগ্রহ করে তাদের বাসায় রাখতেন এবং মক্কা মদিনায়, যেখানে তিনি জীবনে বহুবার চুল কাটিয়েছেন, সেখানে পাওয়া যেত, তা দেখতে কাশ্মীরে যেতে হতো না! এগুলোর সত্যতা সম্পর্কে সবার সতর্ক থাকা দরকার !!

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

সাদা মনের মানুষ বলেছেন: আমি আপনার সাথে পুরোপুরি একমত। তবে কাশ্মীর যেহেতু গিয়েছি দেখে আসতে সমস্যা কি?

১৭| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাই। বিস্তারিত পড়ে ভীষণ খুশি, ঐতিহাসিক মসজিদ সম্পর্কে জানা হলো, দেখা হলো। বৃষ্টির মধ্যেও খুব সুন্দর হয়েছে ছবিগুলো।

শুভকামনা রইল ভাই।

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই, আমার সব পোষ্টে আপনার সরব উপস্থিতিতে অনুপ্রাণিত হই। কিন্তু আমি সব সময় আপনার পোষ্টে সময় মতো উপস্থিত থাকতে পারিনা বলে দুঃখিত।

১৮| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

আমির ইশতিয়াক বলেছেন: প্রামানিক বলেছেন: আমির ভাই মাদ্রাসায় পইড়া প্যাচ লাগাইল ক্যান বুঝতাছি না। তয় ছবি দেইখা কাশ্মির ঘোরা হলো।
প্যাচ লাগাইনি প্রামানিক ভাই। হঠাৎ এই নামটা দেখে খটকা লাগলো। তাই আমি আর কামাল ভাই কথা বলে প্যাচ ছোটাইছি।

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

সাদা মনের মানুষ বলেছেন: লুকটা কম বুঝে, ওনারে খেমা কইরা দেন :-B

১৯| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

রাজীব নুর বলেছেন: বাহ। সুন্দর। ধন্যবাদ।

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ধন্যবাদ।

২০| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

গেম চেঞ্জার বলেছেন: এই মসজিদের নাম শুনেছিলাম। "এক দেশের গালি অন্য দেশের বুলি"

আর কিছু কইলাম না! #:-S

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: না কইয়েন্না, কেউ হুইন্নালাইলে মাইন্ড খাইবো :D

২১| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

গেম চেঞ্জার বলেছেন: আছেন কিরুম?

০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: টায়ার্ড হইয়া গেছেন নাকি ভাই? শানেনুযুল পাইতাছিনা ক্যান? আমি ভালো আছি, আপনি কেমন?

২২| ০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!
ধন্যবাদ শেয়ার করার জন্য !

০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ আপু।

২৩| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৭) ভেতরের এই সাইনবোর্ডের লেখাটা পড়তে পারলাম না।


চশমা নিয়া যান নাই?

০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনার চশমাটা আমার নিয়া যাওয়া উচিৎ ছিল #:-S

২৪| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৪/১৫) শ্রীনগরের বাসগুলোর আলাদা একটা চমৎকারিত্ব আছে।

হিন্দি ছবি 'বজরঙ্গি ভাইজান'-এ পাকিস্তানের রাস্তায় এরকম বাস চলতে দেখেছি। পাকিস্তানের কথিত 'আজাদ কাশ্মীর' এলাকায় এই বাস চলে। সম্ভবত পুরো কাশ্মীর উপত্যকাতেই এইরকম বাসের চল আছে।

০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩১

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আপনি আবার ছবিও দেখেন। তবে বজরঙ্গি ভাইজান ছবির কিছু শুটিং হয়েছিল যে আ্যারো ভ্যালিতে ওখানে গিয়েছি। অসম্ভব সুন্দর যায়গা।

২৫| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৮) শাঙ্কারায়া হিলের পায়ের কাছেই কাশ্মীরের শ্রেষ্ঠ সুন্দর স্থান ডাল লেক। ডাল লেকের পাড় দিয়া আমরা চলে গিয়েছিলাম মোগল গার্ডেনগুলো দেখার জন্য।

ডাল লেক নামকরণের উৎস কী?

০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: ওখানে ভাল ডাল পাওয়া যায়, ফেন্সিডিল না কিন্তু :D

২৬| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৯

গেম চেঞ্জার বলেছেন: নাহঃ শানে নুযুল আর হবে না। তবে আমারে তো পাইবেনই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ভালাছি!!!!!!!!!

:)

০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: ওকে সমস্যা নাই, আপনারে পাইলেই হলো :)

২৭| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হুমম, আপনি আবার ছবিও দেখেন।


ক্যান, বুইড়া মাইনষের কী শখ নাই? বাংলাদেশের বেদের মেয়ে জোসনা আমার প্রিয় ছবি।

০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: কইতে পারিনা বুইড়াদের সখ আছে কিনা, এখনো বুইড়া হইনি তো :D

২৮| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪০

সুমন কর বলেছেন: ঘুরে আসলাম, আপনার ছবিগুলোর মাধ্যমে। ধন্যবাদ।

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা দাদা

২৯| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১৭

অগ্নি সারথি বলেছেন: বাল মসজিদ দেখানোর জন্য ধন্যবাদ ভাই। সত্যই শ্রীনগরের বাসগুলোর আলাদা চমৎকারিত্ব রইছে। খিক!

০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

সাদা মনের মানুষ বলেছেন:

৩০| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ সামমা ভাই :)

ইয়ে বালকো লেকার বহুত কুচ হো রাহা হ্যায় ইধার ;)
হয়রতকি বালকো লেকার ভি কিউ কোই উপর কা-বাত সোচনেছে পেহলেই অন্ধর চলা যাতা হ্যায়! :P
কিউ কিউ কিউ!!!!
আদমি লোগ বহুত খারাপ আছে ;) হা হা হা হা

হয়রত বাল মসজিদ নিয়ে আগেও পড়েছিলাম। আপনার কোন আগের পোষ্টই কি? বা অন্য কারো!

Some hairs from the beard of the Prophet Muhammad

০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

সাদা মনের মানুষ বলেছেন: এটা নিয়ে আগে আমার আর কোন পোষ্ট নাই, ধন্যবাদ ভাই।

৩১| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৮

মামুন ইসলাম বলেছেন: চমতকার পোস্ট । ভালো লাগল ।

০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন মামুন ভাই।

৩২| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৪

মোঃ কাওছার ইসলাম বলেছেন: খুব সুন্দর পোষ্ট।

১১ ই মার্চ, ২০১৭ সকাল ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কাওছার ভাই, ভালো থাকুন, সব সময়।

৩৩| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪২

জাহি০০ বলেছেন: view this link

৩৪| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৩

জাহি০০ বলেছেন: খুব সুন্দর পোষ্ট।


০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ

৩৫| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫৪

জি এম মুজাহীদুল ইসলাম বলেছেন: মসযিদের নামটা অযানা ছিলো আজ যানলাম ভালো লাগলো কত কিছুই না আমাদের অজানা ।

০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২০

সাদা মনের মানুষ বলেছেন: আমাদের অজানার কোন শেষ নেই, ধন্যবাদ।

৩৬| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৪

হাতুড়ে লেখক বলেছেন: আমার মন কি বলছে, সেটা জানলে জাতি পাপ দেবে।

০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২১

সাদা মনের মানুষ বলেছেন: আমি আছি আপনারই দলে।

৩৭| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর পোষ্ট।

কাশমিরের অারো ছবির অপেক্ষাই রইলাম।

০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: অবশ্যই পাবেন ভাই, ধন্যবাদ।

৩৮| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৯

রাশিদা রাজাপুর বলেছেন: বরাবরের মতই ছবি গুলি সুন্দর

০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু।

৩৯| ০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৬) হযরত বাল মসজিদের সামনে কাশ্মীরি ফকিরগুলো খুব করে ধরে, এখানে দেখা যাচ্ছে একদল ফকির পয়সা ভাগাভাগি করছে।


আয় ইনকামের সহজ পথ। ব্যবসা কিন্তু মন্দ না কামাল ভাই।

০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

সাদা মনের মানুষ বলেছেন: মজসিদের ভেতরেও আয় ইনকাম ভালোই হচ্ছে দেখে এলাম। ওখানে একজন খাদেম টাইপ লোক আছে, আমাদেরকে অনেক কিছু বুঝাইল, তারপর কোন কোন তারিখে ঐ চুলটা দেখানো হয় তাও বলল। একদিন পরে আসলে আমরা দেখতে পারতাম বলে নিজেদের যতটা না আফসোস হলো ওনি তার চেয়ে বেশী আফসোস করলেন। ফেরার যময় এক প্রকার জোর করেই কিছুটা হাদিয়া আদায় করে নিলেন।

৪০| ১০ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৪

অপরিচিত মানব শুণ্য বলেছেন: আপনার পোস্ট হয়ে আমি ও ঘুরে এলাম সেখান থেকে....! অসাধারণ ছবিগুলো।

১০ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, উৎসাহিত হলাম

৪১| ১০ ই মার্চ, ২০১৭ রাত ৯:১১

হাসান কালবৈশাখী বলেছেন:
এই হয়রত বাল মসজিদ নিয়ে ৯০ দশকের দিকে একটি বড়সড় হাংগামা হয়েছিল।
পড়েছিলাম।

১১ ই মার্চ, ২০১৭ সকাল ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: কখন হয়েছিল মনে নাই, তবে হয়েছিল যে সেটা জানি।

৪২| ১০ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৬

আখেনাটেন বলেছেন: কাছাকাছি গিয়েও আর যাওয়া হয় নি সেখানে। ভালো লাগল ছবিগুলো দেখে।

১১ ই মার্চ, ২০১৭ সকাল ৮:০০

সাদা মনের মানুষ বলেছেন: হয়তো আবার কোন দিন যাওয়া হবে, ধন্যবাদ।

৪৩| ১১ ই মার্চ, ২০১৭ রাত ১:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: পোষ্টের ছবি ও বিবরণ খুব সুন্দর হয়েছে দেখে ভাল লাগল ও অনেক কিছু জানা গেল ।
মহানবী হযরত মোহাম্মদ ( সাল্লালাহু আলাইহেস সাল্লামের) পরিত্র চুল কাঁচের বোতলে এবং হযরত আলীর ( রা.) এর কিছু ঐতিহাসিক নির্দর্শন হযরতবাল মসজিদে সহিসালামতে সংরক্ষিত থাকার কথা শুনে খুশি হলাম ।

পোষ্ট দাতা এ বিষযটিতে ভাল জানেন এটাই স্বাভাবিক । তবে ঐতিহাসিক নিদর্শন এই পবিত্র চুলের হযরতবাল মসজিদে আসার পিছনে যে একটি দারুন ইতিহাস আছে তা সকলের সাথে এই পোষ্টের মন্তব্যের ঘরে একটু শেয়ার করার বাসনা হতে দুটো কথা বলা । জানিনা এই মুল্যবান পোষ্টের মন্তব্যের ঘরে এ কথা বলা প্রাসঙ্গীগ হবে কিনা কিংবা পোষ্ট লিখক অখুশী হবেন কিনা তাই ভুল ভ্রান্তি কিছু হলে প্রথমেই ক্ষমা চেয়ে নিলাম । ইতিহাস হতে জানা যায় মহানবী মোহাম্মদি বংশের অনুসারী সৈয়দ আবদুল্লাহ ১৬৩৫ সনে মদিনা হতে এসে হায়দারাবাদের নিকট বিজাপুরে নিবাস করেন এবং তিনি মদিনা ছেড়ে আসার সময় এই পবিত্র চুল তাঁর সাথে নিয়ে আসেন ( Kashmir Indians Yield at Shrine . New York Times. August 7, 1994 )।

সৈয়দ আবদুল্লার মৃত্যুর পর তাঁর পুত্র সৈয়দ হামিদ এর উত্তরাধিকারী হন । মোঘল শাসনামলের প্রাথমিকদিকে হায়দারাবাদে সৈয়দ হামিদের পারিবারিক জমিদারী বিপন্ন হলে সৈয়দ হামিদ এই পবিত্র চুল রক্ষাবেক্ষনে অসহায় বোধ করেন । ফলে তিনি তা এক ধনাঢ্য কাশ্মীরি ব্যবসায়ী খাজা নুর উদ্দীন এশাহি এর কাছে বিক্রয় করে দেন ।

যাহোক মোগল বাদশা আওরঙগজেব যখন এটা জানতে পারেন তখন এই পবিত্র চুল কে খাজা নুর উদ্দীনের কাছ হতে জব্দ করে নিয়ে আসেন ও তা আজমীরে হযরত খাজা মাইনুদ্দীন চীশতির ( র;) এর কাছে যথাযথ মর্যাদায় সংরক্ষনের জন্য প্রদান করেন। এই মুল্যবান চুলকে হস্তগত করে রাখার জন্য তিনি খাজা নুর উদ্দীনকে দিল্লীর কয়েদখানায় বন্দী করে রাখেন ।

পরবর্তীতে বাদশাহ আওরঙগ জেবের ভুল ভাঙ্গে এবং তিনি তা খাজা নুর উদ্দীনের কাছে ফেরত দিয়ে তাকে কাশ্মীরে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেন, কিন্তু ততক্ষনে অনেক দেরী হয়ে গেছে কারণ এই সময়ের মধ্যেই কারাগারে খাজা নুর উদ্দীন মৃত্যু বরণ করেন । যাহোক, ১৭০০ সনে খাজা নুর উদ্দীনের দেহাবশেষের সাথে এই পবিত্র চুলকেও বাদশা আওরঙগজেব কাশ্মীরে প্রেরণ করেন । সেখানে খাজা নুর উদ্দীনের কন্য ইনায়েত বেগম এই পবিত্র চুলের উত্তরাধীকারী হন এ্বং তিনি সেখানে একটি মসজিদ নির্মান করে এই পবিত্র চূলকে একটি বোতলে করে তার ভিতরে সংরক্ষন করেন । (Hari Narain Verma; Amrit Verma (1998). Decisive battles of India through the ages, Volume II. p. 124.)। এই মসজিদটি বিভিন্ন নামে ইতিহাসে পরিচিতি পায় যথা হযরতবাল, আশার-ই শরীফ , মদিনাত-উস- সানি বা সহজ কথায় দরগা শরীফ হিসাবে ।

মুল্যবান এই ঐতিহাসিক পবিত্র চুল ২৬ শে ডিসেম্বর ১৬৬৩ সনে সেখান হতে লোপাট বা হারিয়ে যায় । সারা কাশ্মীর জুড়ে তুমুল আন্দোলন শুরু হয়ে যায় (Moslems Riot Over Theft of Sacred Relic", Chicago Tribune, December 29, 1963, p1)। কাশ্মীরের জনগনের কাছে এই চুল Moi-e-Muqaddas বা নবীজির পবিত্র চুল নামে খুবই সম্নানীত ছিল । এখানে একটি কথা বলে রাখা দরকার চুলকে আরবীতে বলে شعرة সায়রা বা চুল । আর উর্দুতে চুলকে বলে বাল । তবে বাল এর কাশ্মীরী অর্থ হল "Majestic Place বা সন্মানীত স্থান । এই হিসাবে হযরত বালের আক্ষরিক অর্থ হলো সন্মানীত স্থান ।
তাই মসজিদের নামটির সাথে চুলকে গুলিয়ে ফেললে ভুল হয়ে যেতে পারে । মসজিদটি যেহেতু কাশ্মীরে অবস্থিত তাই একে কাশ্মীরী আভিধানিক অর্থেই সকলে বুঝে নিলে ভাল, তাহলে কোন দেশের বুলির সাথে কোন দেশের গালির মিল হওয়ার সম্ভাবনা থাকবেনা ।

যাহোক, এই পবিত্র চুল নিরোদ্দেশ হওয়ার ৪ দিনের মাথায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরু জাতির উদ্দেশ্যে এক ভাষন দিয়ে একে উদ্ধারে নেমে পড়ার পরে মাত্র ৪ দিনের মাথায় ১৯৬৪ সনের ৪ ঠা জানুয়ারী এই পবিত্র চুল পুণরুদ্ধার করে হযরতবাল মসজিদে সংরক্ষন করা হয় (Neelam Francesca; Rashmi Srivastava (2008). Secularism in the postcolonial Indian novel: national and cosmopolitan narratives in English. Volume 17 . p. 70. ) । অদ্যাবধি সেই চুল সেখানে আছে যা সাদা মনের ভাই এর লিখায় উঠে এসেছে । এটা যেন না হয় চুরী তাই সেখানে এখন পুলিশ পাহাড়া আছে ।

অনেক ধন্যবাদ এই মসজিদের সুন্দর সুন্দর ছবি দেখানোর জন্য ।

অনেক শুভেচ্ছা রইল ।

১১ ই মার্চ, ২০১৭ সকাল ৭:২৮

সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই, অজানা বেশ কিছু তথ্য আমার পোষ্টে সনহযোজন করার জন্য। (কানে কানে একটা কথা বলি, আমি সব সময়ই পোষ্ট দিয়ে অপেক্ষা করি আপনি এই পোষ্টের ব্যাপারে আরো ভালো কিছু তথ্য আমাদের জানাবেন)।

৪৪| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৯

অরুনি মায়া অনু বলেছেন: মসজিদের নামটা বড় অদ্ভুত। ইতিহাসটা জানলাম আজ। ধন্যবাদ আপনাকে।

১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: ইতিহাসটা ভালো জানতে পারবেন ডঃ এম আলী ভাইয়ের মন্তব্যে, ধন্যবাদ।

৪৫| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: গিয়েছিলাম এখানে।
পৌছতে সন্ধ্যা হয়ে যাওয়াতে কোন ছবিই তুলতে পারি নি।
চুলদেখার ভাগ্যও হয়নি।

১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: চুল দেখার ভাগ্য আমারও হয়নি, ধন্যবাদ ভাই।

৪৬| ১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

প্রণব দেবনাথ বলেছেন: সুন্দর ,আপনার ছবিগুলো বেশ ভালো । দাদা আপনি খুব ঘোরেন মনে হয় ।

১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২২

সাদা মনের মানুষ বলেছেন: ঘোরাটা আমার রোগ, না ঘুরলে মাঝে মাঝে চরম ভাবে হাপিয়ে উঠি, শুভেচ্ছা জানবেন দাদা।

৪৭| ১৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মালয়েশিয়া থেকে ফিরেছেন, নাকি মোবাইলের বোতাম টিপতে টিপতে আঙ্গুল ব্যথা করে ফেলছেন?

১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৪

সাদা মনের মানুষ বলেছেন: দেশে আইয়া পরছি, কাল থেকে আপনার সাথে যাতাযাতি শুরু করমু =p~

৪৮| ১৮ ই মার্চ, ২০১৭ সকাল ৮:৫০

অপ্‌সরা বলেছেন: কি যে সুন্দর ভাইয়া!

প্রান জুড়িয়ে গেলো!

১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, কেমন আছেন আপনি?

৪৯| ২০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩০

সালমা অক্তার বলেছেন: খুবই সুন্দর পোষ্ট

২১ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু।

৫০| ২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:২১

জুন বলেছেন: কি সুন্দর ঝক ঝকে তকে নয়ন জুড়ানো প্রশান্তিময় এক মসজিদ দেখে মন ভরে গেলো । মসজিদ সম্পর্কে আগেই জানতাম । তবে আপনার ছবিগুলো দেখে মুগ্ধ আর তুলেছেনও দারুন মুন্সীয়ানায় সাদা মনের মানুষ ।

২১ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: তবে ভ্রমণে আপনার মতো মুন্সি এখনো হতে পারিনি আপু, ধন্যবাদ।

৫১| ২০ শে মার্চ, ২০১৭ রাত ১১:০২

সারাফাত রাজ বলেছেন: দুঃখিত ভাই এতোদিন পর মন্তব্য করার জন্য।
আপনার তোলা অসাধারণ ছবিগুলো দেখছি আর স্মৃতিকাতরতায় ভুগছি।

মসজিদের ভিতরে নাকি ছবি তোলা নিষেধ। আমি ব্যাপারটি জানতাম না। কয়েকটি তোলার পর রক্ষী এসে নিষেধ করেছিলো।

কাশ্মীরের বাসে চড়ার মজা আছে।

ভাই, ২ নম্বর আর শেষের ছবিটা সবচাইতে ভালো লাগছে।
ভালো থাকবেন ভাই। আপনি মনে হচ্ছে নূতন কোথাও বেড়াতে গেছেন।

২১ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, মালয়েশিয়া বেড়াতে গিয়েছিলাম, চলে এসেছি, কেমন আছেন আপনি?

৫২| ২০ শে মার্চ, ২০১৭ রাত ১১:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেমন আছেন ভাই ?

আপনার ব্লগবাড়ি ঘুরে গেলাম। ৪৩ নং মন্তব্য পড়ে কৃতজ্ঞতা জানিয়ে গেলাম আপনাদের দুজনকেই। আপনার পোষ্টের কারনেই ডঃ এম এ আলী ভাই সুন্দর একটা ইতিহাস বলে গেছেন। আমরাও জানতে পারলাম।

শুভেচ্ছা রইল ভাই।

২১ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৫২

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক তাই, ডঃ এম আলীর মন্তব্যগুলো আমার পোষ্টের থেকেও অনেক বেশী মূল্যবান হয় সব সময়ই।

৫৩| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৭

শেখ মাসুদুর রহমান বলেছেন: আপনার লেখা প্রায় পড়া হয়। কিন্তু কোনো দিন মন্তব্য করা হয় নাই আজ করলাম। আপনি অনেক ভাল লেখেন। সারাফাত ভাই এর লেখা পড়ে সিমলা যাওয়ার ইচ্ছা হয়েছে এখন আপনার লেখা পড়ে কাশ্মীর।

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: হাঃ হাঃ হাঃ, বুঝতে পেরেছি আপনি ভ্রমণ প্রিয় লোক। আপনার জন্য শুভ কামনা।

৫৪| ০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৯

বর্ষন হোমস বলেছেন: বাংলায় নামটা বিশ্রী দেখাচ্ছে

০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৬

সাদা মনের মানুষ বলেছেন: কি আর করা, নামটা তো আমি বিকৃতি করতে পারিনা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.