নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

লঙ্কাউই হোপিং আইল্যান্ড

২১ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৪৬


লঙ্কাউই উত্তর-পশ্চিম মালয়েশিয়ার উপকূল থেকে ৩০ কিমি. দূরে আন্দামান সাগরে ৯৯টি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ। ভাটার সময় আরও পাঁচটি দ্বীপ জেগে ওঠে। দ্বীপগুলো মালয়েশিয়ার কেদাহ প্রদেশের অন্তর্গত। এদের মধ্যে সুবৃহৎ দ্বীপটিই লংকাউইয়ে দ্বীপ নামে পরিচিত। ইংরেজী শব্দটা (Langkawi), বাংলা উচ্চারণ লঙ্কাউই বা লংকাবি বা লংকাওয়ে যাই হোক না কেন এটি একটি অসাধারণ দর্শনীয় স্থান। Langkawi মানে হলো লালচে-বাদামী ঈগলের দ্বীপ যাদের পেটের দিকটা সাদা। ঈগল মালয়েশিয়ার জাতীয় প্রতীক। লঙ্কাউই দ্বীপপুঞ্জের বারাসা আইল্যান্ডে ঈগলের অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে। মূল দ্বীপটার আয়তন প্রায় ২৫ বর্গকিলোমিটার। দ্বীপের দুই-তৃতীয়াংশই বন-আচ্ছাদিত, পাহাড়-পর্বত ও প্রাকৃতিক গাছপালাবেষ্টিত। হোপিং আইল্যান্ড বলতে আসলে কি বুঝানো হয়েছে আমি ঠিক জানিনা, তবে এখানে অনেকগুলো দ্বীপ আছে স্পীড বোটে চড়ে সেগুলো দেখাকেই হোপিং আইল্যান্ড বলা হয়েছে এটা বেশ বুঝতে পারি। আসুন আমরা স্পীড বোটে চড়ে বসি........


(২) টুরিষ্ট বাস থেকে নামতেই গাছের ফাঁক দিয়ে এমন সুন্দর দৃশ্য আমাদের নজরে পড়ল।


(৩) একটু এগিয়ে যেতেই এই জেটিটা নজরে পড়ল।


(৪) জেটির দুইপাশে এমন সারিবদ্ধ অনেক বোট দাঁড়িয়ে।


(৫) শুরু হলো আমাদের হোপিং আইল্যান্ড।


(৬) স্পীড বোটে চড়ার সময় লাইফ জ্যাকেট পড়া বাধ্যতামূলক। প্রথম সিটের ডান পাশের জন আমাদের মালয়েশিয়ান গাইড সাবরী, তার পাশে ফাঁকা সিট খানা আমার।


(৭/৮) জলের মাঝখানে এমন টুকরো টুকরো অনেক দ্বীপ রয়েছে, যা দেখতে সত্যিই অনেক চমৎকার।



(৯) এখানকার স্পীড বোটগুলোর গতি সত্যিই মনে কাপন ধরায়, হঠাৎ বাসের মতো ব্রেক করে বোট থামিয়ে আমাদের গাইড সাবরী বললো বামে তাকান, এটা হলো "প্রেগন্যান্ট লেডি আইল্যান্ড"। তারপর উনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন, ডান পাশে প্রেগন্যান্ট মহিলার মাথা, সে শুয়ে আছে। দেখলাম সত্যিই তাই।


(১০/১১) তারপর এমন পাহাড়গুলোর ফাঁকে ফাঁকে আমাদের আরো অনেক দূর নিয়ে চললো, মনে হচ্ছিল যেন স্বর্গের পথে চলছি।



(১২) একসময় আমরা জিওফরেস্ট পার্ক দ্বীপে, সামনে দেখা যাচ্ছে এর জেটি। দ্বীপের ভেতরে একটা চমৎকার মিঠা পানির লেক আছে। সেখানে কৃত্রিম ও অকৃত্রিম ভাবে একটা চমতকার পুল বানানো হয়েছে। চারপাশে উঁচু পাহাড়ের মাঝখানে একটা প্রাকৃতিক সুইমিং পুল, পুরোপুরি ভিন্ন এক জগত। সেটা নিয়ে অন্য কোন সময় পোষ্ট দিবো।


(১৩/১৪) এক সময় আমরা চলে এলাম ঈগল নেষ্ট বা ঈগল ফিডিং দ্বীপে। মূলত লঙ্কাউই মানেই হলো "ঈগল পাখির দ্বীপ"। ঈগল পাখিগুলোকে বিশেষ উপায়ে দ্বীপপুঞ্জের একটি দ্বীপে এনে রাখা হয়েছে। প্রতিদিন বেলা করে ঈগলের জন্যে ঐ দ্বীপটির আশপাশের সাগরে তাজা মাছ খাবার হিসেবে দেয়া হয়, যা ঈগলগুলো শিকার করে খেতে পারে।। ফলে ঈগলগুলোকে শিকারের অভাবে এ দ্বীপ ছেড়ে দুরে কোথাও যেতে হয়না। তাছাড়া স্পীড বোট দিয়ে পর্যটকদের ঘুরতে নিয়ে চলে ওরাও মুরগীর চামড়া মাছ এসব দেয়, যার কারণে ওরা বনের ভেতর থেকে ঝাকে ঝাকে ছুটে আসে বাহিরে।



(১৫) স্পীড বোটগুলো মাঝে মাজে এমন প্রতিযোগিতা করে চলে যে, মনে ভয় ধরিয়ে দেয়।


(১৬) দ্বীপের মাঝে দেখা যাচ্ছে একটা বাতিঘর।


(১৭/১৮) হোপিং আইল্যান্ডে আমার সব থেকে ভালো লেগেছে বেরাস বাসাহ আইল্যান্ডকে। এখানে জেটিতে নামার সময় স্বচ্ছ জলের তলায় এমন হাজার হাজার মাছ দেখে সত্যিই আমি চমৎকৃত।



(১৯/২০) বেরাস বাসাহ আইল্যান্ড, মুগ্ধ আমি এর রূপে।

মন্তব্য ৯০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৫৫

সারাফাত রাজ বলেছেন: একটাই শব্দ অনেকবার বলা যায়।
বাহ বাহ এবং বাহ
:)

২১ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ সকাল।

২| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ৮:০৪

নায়না নাসরিন বলেছেন: উফ কি সুন্দর দেশ! ভাইয়া কবে যে যাবো :(

২১ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: আমাদের দেশও অনেক সুন্দর, এটাও দেকার অনেক বাকী আছে আমাদের, ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।

৩| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ৮:১৬

তৌহিদ ইসলাম রোবন বলেছেন: অসাধারণ! বিয়ে করে হানিমুনে যাবো ^_^

২১ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: কম খারাপ হইবো না :-B

৪| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ৯:১৩

মোস্তফা সোহেল বলেছেন: আহা কি সুন্দর। এমন সুন্দর স্থান দেখলেই মন চাই দেখতে।কিন্তু সাধ্য যে নেই। কি আর করা আপনার মাধ্যমে এই ছবি দেখে যে টুকু দেখছি তাতেই মনে শান্তনা দেই।
আজকাল ব্যাস্ত মনে হয় একটু বেশি ভাইয়া?

২১ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, সত্যি বলেছেন, ইদানিং অনেক ব্যস্ততা বেড়েছে।

৫| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫১

কামরুন নাহার বীথি বলেছেন:
অসাধারণ!!! কামাল ভাই, আপনার এই ট্রিপ সার্থক!!
মালয়েশিয়া গিয়েছি, কিন্তু লঙ্কাউই দেখা হয় নাই!!! :(
মালয়েশিয়া গেলেই সবার ভূত চাপে শপিং করার!!
একটা দিন শপিং এই কেটেছে। সময়ের অভাবে আর লঙ্কাউই দেখা হয় নাই! :(

আপনার চোখে দেখে নিলাম!!
খুব ভাল লাগলো!!
অজস্র শুভেচ্ছা আপনাকে!!

২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৬

সাদা মনের মানুষ বলেছেন: মালয়েশিয়া শপিংটা সত্যিই মজার, ওখানে গেলে টাকায় কুলিয়ে উঠা আমার মতো সাধারণ মানুষদের জন্য সত্যিই কঠিন, কেমন আছেন আপু?

৬| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দ্বীপের দুই-তৃতীয়াংশই বন-আচ্ছাদিত, পাহাড়-পর্বত ও প্রাকৃতিক গাছপালাবেষ্টিত।


এইরকম দ্বীপে সারাজীবন থেকে যেতে মন চায়।

২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৪

সাদা মনের মানুষ বলেছেন: আমার দেখতে ভালো লাগে, বাড়ি ছাইড়া সারা জীবন ওখানে থাকার চিন্তাটা আমি করতে পারবো না :)

৭| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৬) স্পীড বোটে চড়ার সময় লাইফ জ্যাকেট পড়া বাধ্যতামূলক। প্রথম সিটের ডান পাশের জন আমাদের মালয়েশিয়ান গাইড সাবরী, তার পাশে ফাঁকা সিট খানা আমার।



লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক কেন? স্পীড বোট কী প্রায়ই ডুবে যায়?

২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৭

সাদা মনের মানুষ বলেছেন: ডুবে কিনা জানিনা, লাইফ জ্যাকেট পড়া ছাড়া ড্রাইভার কোন ভাবেই বোট ছাড়ছিল না।

৮| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: "প্রেগন্যান্ট লেডি আইল্যান্ড"


দ্বীপটি এর নামের সার্থকতা বহন করছে।

২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৮

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, সতয়িই মনে হয় যেন একজন অন্তসত্বা মহিলা শুয়ে আছে।

৯| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৯/২০) বেরাস বাসাহ আইল্যান্ড, মুগ্ধ আমি এর রূপে।


আমিও মুগ্ধ। আমার বেগমের রূপ দেখেও এত মুগ্ধ হইনি কোনদিন।

২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ভাবী জানে নি? :-B

১০| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভাবী জানে নি?


হাঁ, সে তো জানে তার স্বামী তার রূপ ছাড়া অন্য সব মেয়েদের রূপে মুগ্ধ।

২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: আমি আর মন্তব্য করতে পারমুনা, যাই ভাগি............

১১| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৬

আমির ইশতিয়াক বলেছেন: মালয়েশিয়ায় আপনাকে স্বাগতম। কেমন কাটালেন মালয়েশিয়া সফর?

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: খুব ভালো কেটেছে আমির ভাই, আপনি কেমন আছেন?

১২| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪১

ধ্রুবক আলো বলেছেন: কি মনোরম ছবি সমূহ +++
ভালো লাগলো খুব

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন ভাই।

১৩| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪১

ফারিয়া আলম বলেছেন: বাহ্ ...অদ্ভুত সুন্দর জায়গা। যেন স্বর্গের কতগুলো টুকরো ...দেখে মন ভাল হয়ে গেল। চমৎকার সব ছবিগুলো আর বর্ননার জন্য অনেক ধন্যবাদ। যাব একদিন ইনশ্আল্লাহ।

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে থাকলে উপায় হয়, আপনি নিশ্চয়ই যাবেন, শুভ কামনা।

১৪| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: হয়তো কখনো যাওয়া হবে না!!! হয়তো বা হবে!!!


তবে যে সুন্দরের নিমন্ত্রণ আপনি এই ছবি ব্লগে রেখে গেলেন সে সত্যিই অপরূপ, মায়াবীনী, মনহারিণী!!!!!


প্লাস!:)

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রহমান ভাই, আপনাদের ভালো লাগছে বললে আমি উৎসাহ বোধ করি।

১৫| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪৫

জুন বলেছেন: যেমন লংকাভী আপনার ক্যামেরায় তার রূপ যেন আরো বেড়ে গিয়েছে সাদা মনের মানুষ ।
সত্যি অসাধারন ফটোগ্রাফী ।
+

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: এই প্রথম মনে হলো আপু আপনি ওখানে যাননি, আমি প্রথম হয়েছি, নাকি হইনি :-B

কারণ সব জায়গা সম্পর্কেই আপনি অগ্রীম তথ্য দেন, এখানটায় দিলেন নাতো তাই :)

১৬| ২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৭

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,




নৈস্বর্গিক এক দ্বীপপুঞ্জের অপরূপা মুখখানি দেখালেন ।
সাগর জলে স্নান করিয়ে দিলেন মুগ্ধতায় ।

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: এতো দেখছি কাব্য করে মন্তব্য, শুভেচ্ছা অবিরত বড় ভাই।

১৭| ২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক সমুদ্র হিংসিত ইমো ;)

আহ কি দেখালেন ভায়া......

মুগ্ধতা আনিলিমিটেড..........................

++++++++++++++++++++

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪০

সাদা মনের মানুষ বলেছেন: সমুদ্র হিংসিত ইমো..........বেশ ভাইটামিন পাইলাম। আপনার মন্তব্যে ডাবল প্লাস :D

১৮| ২১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৮

আবু মুছা আল আজাদ বলেছেন: সাদা ভাই কি বলব সব সময়ই আপনি অসাধারণ কিছু নিয়েই আসেন।

এবারও ...........................

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আজাদ ভাই, আপনাদের এমন মন্তব্য সব সময় আমাকে অনুপ্রেরণা যোগায়।

১৯| ২১ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৩

পুলহ বলেছেন: পানির রঙ, আকাশের রঙ, রৌদ্রের রঙ সব মিলে মিশে একাকার হয়ে গেছে। এতো সুন্দর পানি !
খুবই ভালো লাগলো ভাই।
প্রেগনেন্ট লেডি আইল্যান্ড দেখে আমার মনে পড়ছিলো বান্দরবানের জাহাজ পাহাড়, হাতি পাহাড়, টেবল পাহাড়- এগুলোর কথা।
সত্যিই দারুণ এ পোস্টের ছবিগুলো !
শুভকামনা জানবেন !

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনি তো দেখছি বান্দরবান চষে বেড়িয়েছেন, আমার এখনো সবটাই বাক। ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।

২০| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৭

অতঃপর হৃদয় বলেছেন: অপ্স!!!!!!!!! অসাধারণ। যদি যেতে পারতাম তাহলে ভাল লাগত। হৃদয় ছুঁয়ে গেল।

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: অতঃপর আপনার হৃদয় ছুঁয়ে গেল.......অনুপ্রাণিত হলাম আমি।

২১| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৯

সঞ্জয় নিপু বলেছেন: অনেক সুন্দর লাগলো আপনার ভ্রমণ টা, ছবি গুলো ও সুন্দর।

ধন্যবাদ আপনাকে।

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ দাদা, ভালো থাকুন, সব সময়।

২২| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন:
বাহ বাহ বাহ

ভাল লাগায় ভরপুর পোস্ট

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: এতো ফুল কোথায় রাখবো আপু? শুভেচ্ছা জানবেন।

২৩| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

গর্ভবতী ভদ্রমহিলার দ্বীপটি দেখাবার জন্য ধন্যবাদ....

তাছাড়া ফাঁকা সিটে সাদা মনের মানুষকেও দেখার চেষ্টা করলাম!........

পানির তলে এত মাছ কেবল আমাদের দাদার দাদারা দেখেছেন বলে দাবি করতে পারেন।
সেক্ষেত্রে আপনি সৌভাগ্যবান :)

২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: পানির তলে এত মাছ কেবল আমাদের দাদার দাদারা দেখেছেন বলে দাবি করতে পারেন। ,,,,,,,,,,,,,সেক্ষেত্রে আমি আপনার দাদার পর্যায়ে চলে গেলাম :D

কেমন আছেন মইনুল ভাই?

২৪| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ছবি তোলার দক্ষতায় আপনি সত্যই দাদা....

কেমন আছি? ভালো। :)
আপনার ভ্রমণ পরিকল্পনা কী জাতিরে মাঝেমাঝে জানানো যায় না?

২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০০

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, বয়স হইতাছে, এখন তো দাদা হতেই হবে, ভালো আছেন জেনে ভালো লাগলো।

২৫| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৯

হাসান রাজু বলেছেন: আপনি যেমন পেয়েছেন "প্রেগন্যান্ট লেডি আইল্যান্ড"। আমি তেমনি পেয়েছি "ভার্জিন পর্বত" । মানে যে পর্বত শৃঙ্গ এখনো জয় করা হয়নি, সেটি ভার্জিন পর্বত । হা হা ..... মজার নামকরন ।
আর বরাবরের মতই চমৎকার একটা পোস্ট ।
ভাই, বিকেল হয়ে গেছে । এককাপ চা পেতেই পারি ????

২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০২

সাদা মনের মানুষ বলেছেন:
ভার্জিন পর্বতটা কোথায় রাজু ভাই? নেন চা খান :D

২৬| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১১

বিমান দর্শন বলেছেন: এ যেন আমার সৃতিকে জাগিয়ে তুলে মনে হয় এই তো সেদিন গেলাম কিন্তু কয়েক বছর হল সোনামনি ও বিবি কে নিয়ে ঘুরে এসেছিলাম । কি আশ্চর্য লেখক আর আমার ছবি তুলার মধ্যে দারুন মিল । আমি ও পোস্ট করব । তবে এখন ও দেখে নিতে পারেন আপনারা আমার ইউটিউব চ্যানেল এ গিয়ে , লিঙ্ক পাবেন প্রফাইল এ । ধন্যবাদ ।

২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আমিও ভিডিও করার সুযোগ পাইনি। সময় করে আপনার ভিডিওগুলো দেখে নেবো।

২৭| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৫

আরাফআহনাফ বলেছেন: লান্কাভি গিয়েছিলাম কিন্তু সময়ের অভাবে অনেক কিছুই ঘুরে দেখা হয়নি, আপনার চোখে দেখে নিলাম।
আবার যেতে হবে .....ছবিগুলো টানছে ভীষন। কামাল ভাই, আপনার সবগুলো ছবিই অসাধারন হয়েছে। ++++

ভালো থাকবেন - শুভ কামনা রইলো।

২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

সাদা মনের মানুষ বলেছেন: আমারও অনেক কিছুই দেখার বাকী, দুই দিনে আর কতটাই দেখা যায়? লঙ্কাউইতে দুই দিন আর কুয়ালালামপুরে তিন দিন ছিলাম, ধন্যবাদ ভাই।

২৮| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৬

আমি ইহতিব বলেছেন: লঙ্কাউই গিয়েছিলাম ২০১৩ এর শেষের দিকে। আফসোস আপনার মত এত সুন্দর সুন্দর জায়গায় যাওয়া হয়নি। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিলো ওখানকার Underwater World । পোস্টও দিয়েছিলাম মনে হয়। আপনার পোস্ট দেখে আবার যাওয়ার ইচ্ছে হচ্ছে। জানিনা আবার যেতে পারবো কিনা।

২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

সাদা মনের মানুষ বলেছেন: Underwater Worldটা কিন্তু আমার দেখা হয়নি, স্বল্প সময়ে কতটা আর দেখা সম্ভব হয়? শুভেচ্ছা জানবেন আপু।

২৯| ২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !!

২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন দাদা

৩০| ২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মইনুল ভাই মুখের বদলে মুখোশ ব্যবহার করছেন। ব্যাপার কী?

২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

সাদা মনের মানুষ বলেছেন: গুরুত্বপূর্ণ কথা, জাতির বিষয়টা ভেবে দেখা উচিৎ :)

৩১| ২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

হাসান রাজু বলেছেন: হা হা ......। ভুটানে দুচোলা পাস থেকে হিমালয়ের এভারেস্ট না, কিন্তু আরও হিমালয়েরই আরও কয়টা উচু শৃঙ্গ দেখা যায়। একজন গাইডকে দেখলাম একজন বিদেশী পর্যটককে বলছেন এর কয়েকটা শৃঙ্গ এখন ও ভার্জিন । সেখান থেকেই আমার এই ভার্জিন পর্বত সম্পর্কে জানা ।
চায়ের জন্য ধন্যবাদ । ভালো থাকবেন ।

২১ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪০

সাদা মনের মানুষ বলেছেন: দুচোলা পাস গিয়েছি, কিন্তু সাথে কোন গাইড ছিলোনা বলেই হয়তো সব তথ্যগুলো জানা হয়নি, ধন্যবাদ রাজু ভাই।

৩২| ২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

পুলক ঢালী বলেছেন: সুন্দর ছবি পোষ্ট। সেফটি ফার্ষ্ট তাই লাইফ জ্যাকেট পরা বাধ্যতা মূলক । বরাবরের মতই ছবিগুলি খুব সুন্দর হয়েছে।

২১ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই।

৩৩| ২১ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছবি বর্ননায় লঙ্কাউই নিয়ে চমৎকার পোস্ট।

২১ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ লিটন ভাই, শুভেচ্ছা নিবেন।

৩৪| ২১ শে মার্চ, ২০১৭ রাত ১০:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুউব মন ভরে উপভোগ করলাম আপনার ভ্রমণ বৃত্তান্ত, ছবিগুলোও চমৎকার তুলেছেন। সব মিলিয়ে লাইক আর প্রিয়তে।

শুভকামনা আপনার জন্য।

২২ শে মার্চ, ২০১৭ সকাল ৯:১৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই, আপনার জন্যও রইলঅনেক অনেক শুভ কামনা।

৩৫| ২২ শে মার্চ, ২০১৭ রাত ২:০৩

পবন সরকার বলেছেন: খুবই সুন্দর, চোখ জুড়িয়ে গেল।

২২ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ পবন দাদা, ভালো থাকুন, সব সময়।

৩৬| ২২ শে মার্চ, ২০১৭ রাত ২:০৮

শামচুল হক বলেছেন: খুব ভালো লাগল।

২২ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হক ভাই

৩৭| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ৭:০৫

ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর ছবি ব্লগ । প্রেগনেন্ট লেডী আইল্যান্ড আসলেই লঙ্কাউর সবচেয়ে রোমান্টিক স্পট । গাইড সাবরীর ব্যাখার সাথে আরো একটু যুক্ত করতে চাই । ভুল যদি কিছু হয় দয়া করে বিরক্ত না হয়ে মুছে দিলে খুশি হব ।

প্রেগনেন্ট লেডী আইল্যান্ড এর সাথে জড়িত রয়েছে একটি প্রাচীন প্রেমের উপাক্ষান । পরমা সুন্দরী প্রাচীন মালয়েশীয় রাজকুমারী মাংবাঙ সারি, প্রায়ই লঙ্কাউ বেড়াতে যেতেন । একদিন মাত তেজা নামে একজন সাধারণ মানুষ তার রূপ দেখে তাকে গভীর ভাবে ভালবেসে ফলে ।কিন্ত সে রাজকুমারীকে তা জানাতে ভয় পায় । মেট তেজা রাজকুমারীকে পাওয়ার লক্ষ্যে করনীয় বিষয় সন্পর্কে জানার জন্য একজন জ্ঞানী লোক টক ডিয়াং এর কাছে যায় । টক ডিয়াং তাকে লেক হতে কিছু পানি নিয়ে একটি মিস্টি পানির সুধা তৈরী তাকে দিয়ে বলে এটা রাজকুমারীর মুখে লাগালে রাজকুমারী তার প্রেমে পতিত হবে এবং তাদের একটি সন্তানও হবে । যে্ইই কথা সেই কাজ । রাজ কুমারী মেত তেজার প্রেমে পরে এবং পরিনামে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় । কিছু দিন পর এখানে তাদের একটি সন্তান ভুমিষ্ট হয় ।
কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তাদের সন্তানটির মৃত্যু ঘটে । তারা মৃত সন্তানটিকে লেকের জলে সমাহিত করে ।পরে তারা লেকের পারে অবস্থান করতে থাকে এই আশায় যে সন্তানটি কোন এক সময় ভেসে উঠে তাদের কাছে ফিরে আসবে ।.

সবচেয়ে উল্লেখ যোগ্য দিক হলো এই যে মৃত সন্তানটিকে লেকের জলে সমাহিত করার সময় রাজকুমারী দোয়া করেছিল সন্তান প্রসবকালে কেও যেন যন্ত্রনাভোগ না করে , এবং নবজাতক যেন সহজেই দুনিয়ার মুখ দেখে । জনশ্রুতি ছিল এই লেকের জল পানে নাকি সন্তানহীনা নারী সন্তান সম্ভবা হয়, তবে এর কোন প্রমান পাওয়া যায়নি ( আরিস আহমেদ, ২০১২) ।

সন্তান সম্ভবা দম্পতির কাছে লেকটি খুবই পপুলার হয়ে উঠে , তারা এই লেকে ভ্রমনে গিয়ে তাদের সন্তান নির্বিঘ্নে প্রসবের প্রেরনা পায় । সবচেয়ে আশ্চর্যজনক দিক হলো এই লেকের পরিপার্শ্বিকের পাহাড় শ্রেণীর দৃশ্যগুলির আকৃতি দেখলে মনে হবে যেন
সন্তান প্রসবাসন্ন গর্ভবতী । সত্যিই কেও যদি শিল্পীসুলভ দৃষ্টি দিয়ে পাহাড় শ্রেণীর দিকে তাকায় তাহলে সে দেখতে পাবে পাহাড়গুলির পেট যেন সন্তান প্রসবাসন্ন লেডির মত ফুলে আছে ।

এই গর্ভবতী লেডি লেকের সবচেয়ে সুন্দর দৃশ্য হলো এটা খুব সরু একটি পাথরের শ্রেণীদ্বারা সাগর হতে পৃথক হয়ে আছে ।
এবং এই লেকের পারে নেমে যে কেও সিড়ি বেয়ে পাহারের উপরে উঠে এক সাথে সাগর ও মায়াময় সবুজ ঘেরা অপরূপ দৃশ্যাবলী দেখতে পারে অনায়াসে ।


Source : Aris Ahmad ( 1912 ) , Dayang Bunting , The indefinite Curse page 63 in H N Ridleys (1912), Books on Travel , Royal Botany Archives , Malaysia



২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আলী ভাই, অজানা বেশ কিছু তথ্য জানালেন আমাদেরকে।

৩৮| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ৯:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কৃতজ্ঞতা ডঃ এম এ আলী ভাইয়ের ৩৭ নং মন্তব্যে। সাদা মনের মানুষ ভাইয়ের সুন্দর সুন্দর ছবির সাথে আলী ভাইয়ের দেয়া সুন্দর একটা প্রেম কাহিনী জানা হয়েগেল।
শুভকামনা রইল দুই জনের প্রতিই।

২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১০

সাদা মনের মানুষ বলেছেন: সব সময় সাথে থেকে উৎসাহিত করার জন্য আপনার প্রতিও অনেক অনেক শুভ কামনা নয়ন ভাই।

৩৯| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ডঃ এম এ আলী সাহেব শুধু একজন উচ্চমানের লেখকই নন, তাঁর মন্তব্যগুলো পড়েও অনেক কিছু জানা যায়। এই পোস্টে তাঁর মন্তব্য পড়ে তাঁর জ্ঞানের গভীরতা অনুভব করা যায়। সামু ব্লগে আগে এমন অনেক মানসম্মত ব্লগার ছিলেন। দুঃখের বিষয়, তাঁদেরকে এখন আর লিখতে দেখি না।

২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনিও তো সামু ব্লগের উচ্চমানের লেখক, কিন্তু চোরের ডরে কলা পাতায় ভাত খাচ্ছেন এখন।

৪০| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৫) স্পীড বোটগুলো মাঝে মাজে এমন প্রতিযোগিতা করে চলে যে, মনে ভয় ধরিয়ে দেয়।



আমাদের দেশের মহাসড়ক গুলোতে বাস ট্রাকের ওভারটেকিং প্রতিযোগিতার মতো।

২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

সাদা মনের মানুষ বলেছেন: তবে ভালো এ্যডভেঞ্চার হয়, বাসের মতো এতো ভয় লাগেনা, সমস্যা একটাই দুলুনির কারণে ছবি তোলা কঠিন হয়।

৪১| ২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

প্রাইমারি স্কুল বলেছেন: কবে আসলেন , আমি মালায়শিয়া আপনাকে একটু দেখতাম যে এতো সুন্দর করে কি করে লেখেন!!!!!!!!

২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

সাদা মনের মানুষ বলেছেন: আপনি মালয়েশিয়ার কোথায় থাকেন? অবশ্য এখন জেনেও আর লাভ নাই, আবার কবে যাওয়া হবে কে জানে?

৪২| ২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

জুন বলেছেন: মালয়েশিয়া গিয়েছি লংকাভি যাইনি এটা কি সম্ভব! :-*

২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: হায় আল্লাহ্ এখানেও ধরা? :(

৪৩| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২০

নীলসাধু বলেছেন: যাই যাই করেও লঙ্কাউই যাওয়া হয়নি। তবে ইচ্ছে আছে আকী আল্লাহ ভরসা। আজ আপনার ছবি দেখে সেই ইচ্ছেটা মাথাচাড়া দিলো। খুব সুন্দর ছবি পোষ্ট। এক নজরে পুরো এলাকার কিছু চিত্র তুলে এনেছেন। ভালো লাগা রইল কামাল ভাই।

২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১৩

সাদা মনের মানুষ বলেছেন: ব্লগে মাঝে মাঝে আপনাদেরকে দেখলে ভালোলাগে, অন্যথায় এতো এতো ব্লগারের ভীরেও নিজেকে একলা মনে হয়। কেমন আছেন মাসুদ ভাই?

৪৪| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১৮

নীলসাধু বলেছেন: আলহামদুলিল্লাহ
ভালো আছি।

আশা করছি আপনিও কুশলে আছেন।
আমি ব্লগে আসি।
দেখি পড়ি
আমিওতো যা করি তা এখানেও জানাই।

আপনার অনেক পাঠক বন্ধু শুভাকাংখী। একলা বোধ করার কোণ কারণ দেখিনা। ভাল থাকবেন কামাল ভাই। ঢাকায় এলে আওয়াজ দিয়েন

২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

সাদা মনের মানুষ বলেছেন: ঢাকায় যেতে ভালো লাগেনা, আপনারা কিভাবে সারাটা জীবন কাটিয়ে দিচ্ছেন বুঝিনা......এলে আওয়াজ দিয়েই আসবো ভাই।

৪৫| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩২

নীলসাধু বলেছেন: জ্বি কামাল ভাই এই শহরে কেমন করে আছি সে এক বিস্ময়।

৩১ শে মার্চ, ২০১৭ রাত ৮:১৬

সাদা মনের মানুষ বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.