নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাদাড়ে.....৬৪

০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:০৯


প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।

ইচ্ছে গুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।


(২) পাকুড় ফল খাচ্ছে ছোট বসন্ত বাউরি পাখি। এটি পলাশের জিনারদী থেকে তোলা ছবি।


(৩) বিরল পাখি হরিয়াল, এটাও জিনারদী থেকেই তোলা।


(৪) জেলে, সেন্টমার্টিন থেকে তোলা ছবি।


(৫) পিঠাওয়ালী।


(৬) এটা নিঝুম দ্বীপ থেকে তোলা ছবি।


(৭) ঘাসের ডগায় শিশির বিন্দু। ওয়ারী বটেশ্বর থেকে তোলা ছবি।


(৮) কাঠবিড়ালীর ছবিটাও বটেশ্বর থেকেই তোলা।


(৯) জেলেদের নৌকা, টেকনাফ থেকে তোলা ছবি।


(১০) রাস্তার পাশে সাড়ি সাড়ি কার পার্ক করা আছে, ছবিটা মালয়েশিয়ার কে এল টাওয়ারের উপর থেকে তোলা।


(১০১) কু ঝিক ঝিক, আড়িয়ালখাঁ পাড়ি দিয়ে ঢাকার দিকে যাচ্ছে একটা ট্রেন। ছবিটা নরসিংদীর রায়পুরা থেকে তোলা।


(১২) পালতোলা নৌকা, কিশোরগঞ্জের হাওড় থেকে তোলা ছবি।


(১৩) মিনার, এটা নুনের টেকের পীরের দরবার মসজিদের মিনার।


(১৪) ঘরে ফেরা, নরসিংদীর বালুসাইর গ্রাম থেকে তোলা ছবি।


(১৫) কাপ্তাই লেক।


(১৬/১৭) কাদা খোচা এবং ফিঙে, দুটো ছবিই চট্টগ্রামের কাট্টলী সীবীচ থেকে তোলা।



(১৮) এই ছবিটা ভোলার মনপুরা থেকে তোলা।


(১৯) সুনামগঞ্জের টেকের ঘাটের হাওড় এলাকা, পাশে ভারতের মেঘালয়ের পাহাড় শ্রেণী।


(২০) করমচা ফুল, ব্রাহ্মণবাড়িয়ার বাহাদুরপুর গ্রাম থেকে তোলা ছবি।

মন্তব্য ৭২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:২২

চাঁদগাজী বলেছেন:


"প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । "

-কপি-পেষ্ট?

ভোলার মনপুরায় স্কুল, কলেজ চোখে পড়েছিলো? মানুষের আয়ের উৎস কি?

০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: এই সিরিজের প্রতিটা পোষ্টই আমার কপি পেষ্ট, শুধু ছবিগুলো নতুন। মনপুরার ভেতরে ঢোকা হয়নি, লঞ্চে থেকে শুধু চোখের দেকা দেখেছিলাম।

২| ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪২

আকিব হাসান জাভেদ বলেছেন: প্রকৃতির সাথে আপনার ভীষন ভাব আছে বুঝতে পারলাম। কেমেরা বন্দি প্রতিটি ছবিই মন কেড়ে নিল। মনে হচ্ছে এখনি ছুটে চলি অনিন্দ্য প্রকৃতির সুন্দর্যের উপভোগে।

০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ জাভেদ ভাই, প্রকৃতির টানে সব সময়ই আমার ছুটে যেতে ইচ্ছে করে, কিন্তু সময় সীমিত।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:০৬

মলাসইলমুইনা বলেছেন: খুবই সুন্দর লাগলো আপনার এই লেখা | অনেক স্মৃতির কথাও মনে হলো | চিটাগাং, কাপ্তাই লেক আমার ছোট বেলার স্মৃতি জড়ানো | আরিয়ালখাঁড় উপর দিয়ে ট্রেনে কত গিয়েছি ! সুনাম গঞ্জের টেকের ঘাটের হাওড় এলাকায় আমি গিয়েছিলাম এসএসসির পর |ওখানে কাটানো সাত দিন দেশে আমার অন্যতম সুন্দর স্মৃতি |কুয়াশা ঢাকা মেঘালয়ের পাহাড় সকালের ঝিলিমিলি রোদে খুব ভালো লেগেছিলো আমার | কিন্তু এই লেখার শিরোনামটা "বনে বাদাড়ে" না দিয়ে "প্রকৃতির মাঝারে" দিলে মনে হয় আরো বেশি ভালো লাগতো |খুব সুন্দর ফটো আর পোস্ট |

০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনার নামটা নিয়ে আমার একটা খটকা আছে, আপনি ভাই না বোন ঠিক বুঝে উঠতে পারছি না। আপনার "প্রকৃতির মাঝারে" নামটাও কিন্তু মন্দ নয়, শুভেচ্ছা জানবেন।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১১

মাকার মাহিতা বলেছেন: দারুন হয়েছে...

০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন মাহিতা

৫| ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৪

মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মতই সুন্দর ছবি ব্লগ।
কাঠবিড়ালির ছবিটা অনেক ভাল লেগেছে।আচ্ছা ভাইয়া কাঠবিড়ালি কি পোষ মানে?
পোষ্টে প্লাস।+++

০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫০

সাদা মনের মানুষ বলেছেন: কাঠবিড়ালি পোষ মানে কিনা আমার জানা নাই, তবে সম্ভাবনা কম। ধন্যবাদ মোস্তফা ভাই, ভালো থাকুন, সব সময়।

৬| ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার যতসব ছবি।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ

০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫০

সাদা মনের মানুষ বলেছেন: আপনিও সব সময় ভালো থাকুন ভাই।

৭| ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫২

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,




১৯ নং - সুনামগঞ্জের টেকের ঘাটের হাওড় এলাকার ছবিটি সবচেয়ে বেশী ভালো লেগেছে । শান্ত- সমাহিত ............

০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ জী এস ভাই, আমার তোলা দুয়েকটি ছবি আপনাদের ভালো লাগলে আমি ব্যপক উৎসাহিত হই।

৮| ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সবগুলি ছবিই চমৎকার! ১৮ নং ছবিটা ছেলেদের অজান্তে দাপাদাপি অবস্থায় উঠালে আরো প্রানবন্ত হত।

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ঠিক বলেছেন। কেমন আছেন লিটন ভাই?

৯| ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫১

ধ্রুবক আলো বলেছেন: আমি একজন প্রকৃতি প্রেমিক মানুষ। আপনার এই ছবি গুলো দেখে ইচ্ছে করতেছে একটা ক্যামেরা নিয়ে আমি নিজেও বের হয়ে পরি।

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১০

সাদা মনের মানুষ বলেছেন: বের হয়ে যান, মন্দ কি কিছুটা স্মৃতি ধরে রাখতে পারলে।

১০| ০৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮

শহিদুল ইসলাম মৃধা বলেছেন: খুব ভাল লাগল।

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মৃধা ভাই, শুভেচ্ছা জানবেন।

১১| ০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮

নিয়াজ সুমন বলেছেন: প্রকৃতিতে মানুষ খোঁজে পায় অনাবিল আনন্দ ও প্রশান্তি !
মন জুড়ানো ছবি!!

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৫

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আমিও তাই বলি, ধন্যবাদ সুমন ভাই।

১২| ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সকালে মডেমের ডাটা ছিল না। তাই আপনার পোস্টে ভ্রমন করতে পারিনি। ভুল ত্রুটি মার্জনীয়।

০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

সাদা মনের মানুষ বলেছেন: মডেম দিয়া ভ্রমণ করেন কেম্নে, জাতি জান্তে চায় :)

১৩| ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৪) জেলে, সেন্টমার্টিন থেকে তোলা ছবি।


জেলেদের দেখলেই আমার মাছ খেতে ইচ্ছা করে। তবে সেন্ট মার্টিনের জেলে তো, ওদের ধরা সামুদ্রিক মাছ খেতে ভালো লাগবে না। একমাত্র রূপচাঁদা ছাড়া সমুদ্রের অন্য কোন মাছ খেতে আমার ভালো লাগে না। নদীর আইড়, বোয়াল, পাঙ্গাশ...... আহা!

০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে সামুদ্রিক মাছ রান্না করে আমাকে দাওয়াত দিয়েন :-B

১৪| ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৫) পিঠাওয়ালী।


সব সময় পিঠাওয়ালীর ছবি দেখতে পাই, পিঠাওয়ালার ছবি দেখি না। আপনি নিজে একবার পিঠাওয়ালা সেজে ছবি তুলে পোস্ট দিন না সাদা ভাই। আমরা দেখি।

০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

সাদা মনের মানুষ বলেছেন:
এই দেখেন পিঠাওয়ালা পিঠা বানাচ্ছে আর আমি বসে খাচ্ছি, জাহাঙ্গির নগরের চৌরঙ্গির মোর থেকে তোলা ছবি।

১৫| ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৫) কাপ্তাই লেক।


আহা! দশের মধ্যে বিশ দেওয়ার মতো ছবি।

০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

সাদা মনের মানুষ বলেছেন: আমি তো ভাবছিলাম আপনি আমাকে ত্রিশ দেবেন =p~

১৬| ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৬) এটা নিঝুম দ্বীপ থেকে তোলা ছবি।


মনের মানুষরে নিয়া নিঝুম দ্বীপে ঘর বাঁধতে চাই। দেখা হবে কত দিনে / আমার মনের মানুষের সনে।

০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

সাদা মনের মানুষ বলেছেন: বুড়ো মানুষরাও এমন রোমান্টিক হয় আগে জানা ছিল না ;)

১৭| ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮

ওমেরা বলেছেন: দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুইপা ফেলিয়া । বাংলাদেশ এত সুন্দর আপনার ছবির কল্যানে দেখা হল . অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।

০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, শুভেচ্ছা জানবেন।

১৮| ০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

সুমন কর বলেছেন: আপনি বাংলার প্রতি ইঞ্চি মাটির সুবাস অবশ্যই পেয়ে যাবেন.....

সুন্দর পোস্ট।

০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

সাদা মনের মানুষ বলেছেন: পাওয়ার চেষ্টা তো সদা সর্বদা থাকেই ভাই, সেই সাথে আপনাদের এমন উৎসাহ আমাকে সাহস যোগায় সব সময়।

১৯| ০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

মলাসইলমুইনা বলেছেন: সাদা মনের মানুষ : আমি দুচোখ থাকা একজন মানুষ | আপনার এতো সুন্দর ফটো ব্লগগুলো দেখতে চোখ থাকলেইতো হলো তাই না ? আর আপনার শিরোনাম ঠিকই আছে | আমার মনে হলো -এতো বনে বাদাড়ে নয়, এই গাছের ডালে বসা বসন্ত বাউরি পাখি, করমচা ফুল, হাওর,নদী,নৌকা এ'সব সুন্দরের ঠিকানাটাতো আমাদের গ্রাম| নিত্যদিনের পথের পাশেই তো এই সুন্দরের ছবি তুলেছেন আপনি - বনে বাদাড়েতো নয় ! তাই প্রকৃতির মাঝারে শিরোনামের কথা বলা | ওটা জরুরি কিছু নয় |আবারো সুন্দর ফটো ব্লগের জন্য ধন্যবাদ নেবেন|

০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ। তবে সিরিজটা যেহেতু একটা নাম দিয়ে দীর্ঘ দিন যাবৎ চালিয়ে নিচ্ছি তাই আপাতত নামটা পরিবর্তন করার ইচ্ছে নাই।

২০| ০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

মলাসইলমুইনা বলেছেন: সিরিজটার নাম পরিবর্তন করার কোনো দরকারই নেই | আমিও কিন্তু তা বলিনি |"বনে বাদাড়ে" -এটা খুবই সুন্দর একটা শিরোনাম | ধন্যবাদ |

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০০

সাদা মনের মানুষ বলেছেন:

২১| ০৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

নিশাত১২৩ বলেছেন: অদ্ভুত সুন্দর মাদকতাময় ছবিগুলো বিশেষ করে এক আর দুই। আপনার ব্লগ বাড়ীকে ভালোলাগা জানিয়ে গেলাম।

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নিশাত, আপনাকে আন্তরিক শুভেচ্ছা

২২| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই দেখেন পিঠাওয়ালা পিঠা বানাচ্ছে আর আমি বসে খাচ্ছি, জাহাঙ্গির নগরের চৌরঙ্গির মোর থেকে তোলা ছবি।


দু'জনেই পুংলিঙ্গ। আহা বেশ বেশ বেশ!

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: একটু আগে তো আপনিই পিঠাওয়ালা দেখতে চেয়েছিলেন এখন আবার বেশ বেশ কর্তাছেন ক্যান? X(

২৩| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বুড়ো মানুষরাও এমন রোমান্টিক হয় আগে জানা ছিল না


আপনি তো এখনো বুড়া হন নাই। জানবেন ক্যামনে?

০৬ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: আমি ভালো থাকতে চাই বুড়া হতে চাই না :D

২৪| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লাগলো এবারের ছবি গুলোও, আজকের ছবিগুলো বেশি সবুজ মনে হল, মুগ্ধ হলাম প্রকৃতি রূপে।


বাংলার প্রকৃতি-রূপ যেন ষোড়শীর যৌবন থেকেও মনোমুগ্ধকর

শুভকামনা রইল আপনার জন্য
সুস্থ সুন্দর হোক আপনার প্রতিক্ষণ

০৬ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনার জীবনটাও সব সময় আনন্দে ভরে উঠুক।

২৫| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৩

জাহিদ অনিক বলেছেন:


আহ! দারুণ !


কাঠবিড়ালীর ছবিটা বেশ বেশ চমৎকার। ভারী সুন্দর, মায়া লাগে দেখলে।

০৬ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: কাঠ বেড়ালী মানুষদের ফলটল খেয়ে বেশ ক্ষতি করে, কিন্তু আমি কেন জানিনা ওদের সব সময় ভালোবাসি। ওদের কার্যক্রম দেখতে আমার খুবই ভালোলাগে। ধন্যবাদ অনিক ভাই, ভালো থাকুন, সব সময়।

২৬| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:৫৪

ফেরদৌসা রুহী বলেছেন: সুন্দর সব ছবি।

পিঠা দেখে খেতে ইচ্ছে করছে।

০৬ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৫০

সাদা মনের মানুষ বলেছেন: আমারও তাই করে, ছবিতে কোন খাবার দেখলেই খেতে ইচ্ছে করে, কেমন আছেন আপু?

২৭| ০৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৬

খালিদ আহসান বলেছেন: আপনার ছবিগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। ভাল থাকবেন ভাইয়া।

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনিও সব সময় ভালো থাকুন, খালিদ ভাই

২৮| ০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪১

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: বসন্তবৌরী আর ঘাসের ডগায় শিশিরবিন্দু। এই সৌন্দর্য্য দেখার পরে মৃত্যুতেও আক্ষেপ নেই আর।

০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১১

সাদা মনের মানুষ বলেছেন: বলেন কি রাজকন্যা, আমাদের গ্রামগুলোতে নেমে পড়ুন, আর চোখ খোলা রাখুন, পেয়ে যাবেন এমন শত সৌন্দর্য্য........ধন্যবাদ।

২৯| ০৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

নীলসাধু বলেছেন: আহা। ছবিগুলো দেখে প্রাণ জুড়িয়ে গেল।

ভালোবাসা জানবেন কামাল ভাই!

০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সধু ভাই, আপনাকে ব্লগে পেলে ভালোলাগে।

৩০| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০২

বিলিয়ার রহমান বলেছেন: বিলম্বিত হাজিরা মেয়াবাই!!!!!:)


++

০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮

সাদা মনের মানুষ বলেছেন: সমস্যা নেই আপনাদের পদধুলিতে আমি ধন্য হই, সব সময়

৩১| ০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬

হাসান রাজু বলেছেন: একেবারে প্রথম যে বুনোফুলটার ছবি দিয়েছেন সেটা বাসার পাশের একটা পরিত্যাক্ত পুকুরের পাড় ভরে ফুটে থাকত । মায়েরা বলতেন ঐ ফুল কাছে গিয়ে না দেখতে তাতে চোখ উঠবে (রোগ)।
আফসোস তখন খেয়াল করিনি এটা এত সুন্দর একটা ফুল । (ফুলটার নাম কি? আমি জানি জংলি ফুল নামে। হা হা হা ... )

০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৫

সাদা মনের মানুষ বলেছেন: এই ফুলের নাম তিলোত্তমা বা হুরহুরে, ধন্যবাদ রাজু ভাই।

৩২| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:১৬

প্রামানিক বলেছেন: সবার শেষে আইছি। আপাতত চা দেন।
তবে ছবি দেইখা গ্রামে যাইতে মন চাইতেছে।

০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৫

সাদা মনের মানুষ বলেছেন: সবার শেষে আইলে ঠিকই চা পাইতেন, আপনার পরে আরো লোকজন আছে, তাই এই চা ওনারাই পাবে :D

৩৩| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:১৭

প্রামানিক বলেছেন: চা না থাকলে আপাতত পিঠা দেন।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০৯

সাদা মনের মানুষ বলেছেন: শীতটা ভালো করে নামুক, বাড়ির পাশের ফুটপাতে তখন পিঠাওয়ালী বসবে

৩৪| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫

সামিয়া বলেছেন: দারুন সব ছবি।। অসাধারণ।।+++++++++
আপনি শুধু পাখির ছবি, শুধু ফুলের ছবি এভাবে আলাদা করে দুই একটা পোস্ট দেয়া যায় না??
ডিফারেন্ট হত কিন্তু।।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন: অবশ্যই দেওয়া যায় আপু, সামনের কোন পোষ্টে এমনটি পাবেন আশা রাখি, ধন্যবাদ।

৩৫| ০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্টিকি পোস্টের ৯৭ নম্বর মন্তব্যের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

১৩ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩০

সাদা মনের মানুষ বলেছেন: দেখলাম, আছি আপনাদের সাথে।

৩৬| ১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৮

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আজ ১০ ই নভেম্বর, শুক্রবার
সাহিত্য আড্ডার আড্ডা বার!
চলে আসুন 'বিশ্বসাহিত্য কেন্দ্র'র ক্যাফেটেরিয়ায়।
লিফটের সর্বোচ্চ ৮ চেপে জাস্ট উপরে খোলা আকাশের নিচে সবুজ সমারোহে চা পর্বে দেখা হয়ে যাক আড্ডাবাজদের।
বিকেল সাড়ে তিনটা থেকে চারটায় দেখা হচ্ছে তবে!
যোগাযোগঃ
মোহাম্মদ সাইফুল ইসলামঃ ০১৮১৯-৫১৮৯৩৪
এটিএম মোস্তফা কামালঃ ০১৫৫৮৩০৮৮৪৮
আশরাফুল ইসলাম দুর্জয়ঃ ০১৭২৪-৬১৪২৫৬

১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:১০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, সময় করা সম্ভব হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.