নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাদাড়ে.....৬৫

০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭


প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম। বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।

ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।


(২) ছেড়াদিয়া দ্বীপ। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে যা ছিড়ে গিয়াছে।


(৩) পথের ধারের নাম না জানা ফল। শিবপুরের জাল্লারা বাজার থেকে তোলা ছবি।


(৪) আদিবাসি গ্রাম নয়াচরন পাড়া। বান্দরবানের গ হীন পাহাড় থেকে তোলা ছবি।


(৫) কাকরলকে বাজারে পাঠানোর উপযোগী করে তোলা হচ্ছে। শিবপুরের চড়মাধবদী গ্রাম থেকে তোলা ছবি।


(৬) একটা অন্য রকম ভাট শালিক। এই ছবিটা তুলেছি কুষ্টিয়া শহর থেকে।


(৭) মাটির বাড়ি, এই ছবিটা তুলেছি মনোহরদির গোতাশিয়া গ্রাম থেকে।


(৮) পাখির নাম 'কমন সুইফট'। এরা সাধারণত সব সময়ই আকাশে উড়ে বেড়ায়। নিজের বাসা ছাড়া অন্য কোথাও নামে না। পুরান ঢাকার হাসিনা মঞ্জিলে ওদের বাসা থেকে তোলা ছবি। একটা অবাক করা তথ্য হল "কমন সুইফটরা একটানা দশমাস আকাশে উড়তে পারে কোনো বিরতি ছাড়া"।


(৯) নৌকা ভরা শাপলা, বালু নদী থেকে তোলা ছবি।


(১০) দুইপাশে সবুজ পাহাড়, মাঝখান দিয়া চলে গেছে রাস্তা, খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথ এটা।


(১১) ছোট পানা ফুল। নরসিংদীর পলাশ থেকে তোলা ছবি।


(১২) একটা ছোট্ট নাম না জানা নদী, তার পাড়ে বীজতলা, অন্য পাশে গ্রাম। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে তোলা ছবি।


(১৩) পুনাখা জং ভুটান থেকে তোলা ছবি, পাশে ফুটে রয়েছে নীল পারদ ফুল।


(১৪) বালাপুর জমিদার বাড়ি। নরসিংদীর মাধবদী থেকে তোলা ছবি।


(১৫) কাঞ্চন ফুল। মনোহরদীর রামপুর গ্রাম থেকে তোলা।


(১৬) কদম রসুল দরগা মসজিদ। নারায়গঞ্জের বন্দর থেকে তোলা ছবি।


(১৭) তালগাছ একপায়ে দাঁড়িয়ে, শিকপুরের নৌকাঘাটা গ্রাম থেকে তোলা ছবি।


(১৮) বান্দর, মনোহরদীর রামপুর গ্রাম থেকে তোলা ছবি। এই এলাকায় প্রচুর বানর রয়েছে।


(১৯) প্রাচীন পুরাকীর্তি কোটবাড়ির শালবন বৌদ্ধ বিহার। কুমিল্লা থেকে তোলা ছবি।


(২০) সব শেষে বালুনদীতে আমিও বন্ধু তুহিন।

মন্তব্য ৮২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগে ভাই আপনার বনে বাদাড়ে ঘুরাফেরা, আমরা নতুন নতুন বিভিন্ন এলাকার সাথে পরিচিত হতে পারি, আপনার ছবিগুলো আমাকে মুগ্ধ করে বারবার। আজও মুগ্ধ হয়ে ফিরলাম।

আপনার সুস্থতা কামনায় সবসময়

০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই, আপনার জন্যও শুভ কামনা সব সময়।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: রাবরের মতোই দুর্লভ ছবিতে সমৃদ্ধ :)

কমন সুইফট পাখির বিষয়ে এই প্রথম জানলাম! আসলেই কি? ১০ মাস উড়তে পারে???
খুবি অবাক লাগছে জেনে

পোস্টা +++++++++

০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: কমন সুইফট পাখির বিষয়ে নেট থেকে পাওয়া তথ্য । তথ্য ভুল হলে আমার কোন দোষ নাই ভাই। শুভেচ্ছা জানবেন।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: তথ্য ভুল হলে আমার কোন দোষ নাই ভাই।

হা হা হা হা

আপনিতো সাদা মনের মানুষ! আপনার কুন দোষ নাইক্য ;)
=p~ =p~ =p~

ভালো থাকবেন।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: তবে লিঙ্কটা সঠিক ভাবে কাজ না করায় দুঃখিত ভাই।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭

নায়না নাসরিন বলেছেন: ভাইয়া আপনার তোলা ছবিগুলি একেবারে ফ্রেমে বাধাঁনো মনে হয় । ++++++++

০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩১

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন আপু, ছবির উপর আমি ফ্রেম বসিয়ে দিয়েছি :)

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৯

শাহিন-৯৯ বলেছেন:
















কিছুই কমু না
ঐদিন কমু যে দিন মোরে
পিক উঠান হিগাইবেন।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, আহেন হিকাই :D

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১২

নীলপরি বলেছেন: প্রত্যেকটা ছবি ও তথ্য খুব ভালো লাগলো ।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ পরী, ভালো থাকুন, সব সময়।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: গ্রামাঞ্চলের ছবি দেখে মনটা খুশিতে ভরে গেল।
লেখককে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

সাদা মনের মানুষ বলেছেন: আপনার গ্রামিন কবিতাগুলোর আমিও খুবই ভক্ত দাদা।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ২ নং ছবি। সেন্ট মার্টিন থেকে এই দ্বীপটা ছিঁড়ে গেল কেন? কেউ কী জোরে টান দিছে?

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

সাদা মনের মানুষ বলেছেন: আপ্নেরা সিনিয়রমানু, আপনারাই বিষয়টা ভালো জানেন =p~

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৩ নং ছবি। এই ফলটার নাম ওয়াইল্ড এ্যাপল। খাওয়ার আগে ফরমালিন দিয়া ধুইয়া নিতে হয়।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

সাদা মনের মানুষ বলেছেন: সত্য নাকি!!

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৭ নং ছবি। ৬৩ বছর আগে ইরাম একটা মাটির ঘরে আমি জন্মাইয়াছিলাম।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: এখন হেইডা কই ?

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৮ নং ছবি। একটানা দশ মাস কোন বিরতি ছাড়াই এই পাখিগুলা উড়তে পারে? কোন কিছু না খাইয়া লিখছেন তো, নাকি..........

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

সাদা মনের মানুষ বলেছেন: দুপুরের খাবার খাইয়া লেখছি ভাই, আপনি যদি আরো কিছু খাওয়াতে চান তাতে আমার কোন আপত্তি নাই B-)

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট !

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন দাদা

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৪ নং ছবি। জমিদার বাড়ির অবস্থা কেরোসিন। যে কোন সময় ইন্তেকাল ফরমাইতে পারে।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, জমিদার বাড়ির ইতিহাসগুলো বেশীর ভাই দুঃখ জনক হলেও এই ইতিহাসগুলো আমাকে খুবই টানে। ওদের ধ্বংসের কথা ভাবলে আমার কষ্ট হয়।

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৫ নং ছবি। নায়ক ইলিয়াস কাঞ্চনের দাদা এই ফুল দেখে নাতির নাম রেখেছিলেন। ঐতিহাসিক তথ্য।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

সাদা মনের মানুষ বলেছেন: এই জন্যই কই, আপ্নার কাছে আমি মুরিদ হমু :-B

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৭ নং ছবি। আচ্ছা, তালগাছের পা সব সময় একটা হয় কেন?

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

সাদা মনের মানুষ বলেছেন: এইডা জানে মেজদা আর প্রামানিক ভাই। আমি কিছুই জানিনা :((

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

মলাসইলমুইনা বলেছেন: ফটোগুলো খুবই সুন্দর | প্রথম ফটোটার দিকে কতক্ষন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলাম ! সবগুলো ফটোই সুন্দর | কিন্তু বালাপুর জমিদার বাড়ির ফটোটা দেখে মন খারাপ হলো | এভাবেই হয়তো দিনগুলো, সময়গুলো বদলে যায় ! একসময়ের জমিদারবাড়ি আজ কি অবস্থা ! "চেঞ্জ, চেঞ্জ,কনস্ট্যান্ট চেঞ্জ ইজ লাইফ" -কথাটা আবার মনে হলো ফটোটা দেখে | ভালো লাগা রইলো পোস্টে |

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: আমি আসলে কোন ফটোগ্রাফার না, মন চায় বলে এখানে সেখানে ঘুরে বেড়াই, আর ক্যামেরা হাতে থাকলে ক্লিকবাজি করি, কিছু ছবি সুন্দর হয়ে যেতে চায় বলেই ওদের ব্লগে পোষ্টাইয়া ফেলো। ধন্যবাদ নাইমুল ভাই, ভালো থাকুন, সব সময়।

১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ২০ নং ছবিতে আপনারে নায়ক ইলিয়াস কাঞ্চনের মতো লাগে।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

সাদা মনের মানুষ বলেছেন: আপনারে নায়ক ইলিয়াস কাঞ্চনের মতো লাগে। ........এই জন্যই খালি আমারে সিনেমার লুকেরা অভিনয় কর্তে কয়। আমি কই হেনা ভাইর অনুমতি ছাড়া আমি যামু না B:-/

১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

প্রামানিক বলেছেন: সারা বাংলাদেশের ছড়ানো ছিটানো ছবি তারোপর চমৎকার মাটির বাড়ি ভালই লাগল। ধন্যবাদ

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: আপনারে দেখি না ক্যান প্রামানিক ভাই?

১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই জন্যই কই, আপ্নার কাছে আমি মুরিদ হমু :-B


আমি নিজেই তো জাহাঙ্গীর পাগলার মুরিদ। আপনি আবার আমার মুরিদ হইতে চান? ঠিক আছে, লুঙ্গি গামছা তবারক আর কিছু টাকা পয়সা নিয়া আইয়া পড়েন।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: সব নিয়া আইতাছি, আপনি খালি আমার একাউন্টে কিছু টাকা পাডায়া দেন =p~

২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: .এই জন্যই খালি আমারে সিনেমার লুকেরা অভিনয় কর্তে কয়। আমি কই হেনা ভাইর অনুমতি ছাড়া আমি যামু না B:-/


রোবট সুফিয়া আফা নায়িকা হইতে রাজী থাকলে আপনারে অনুমতি দিতে পারি।

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: সুফিয়ারে জিগাইছিলাম, হেতে কয় হেনা ভাই ছারা অন্য কুনু নায়কের লগে নাকি অভিনয় করব না :-0

২১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সুফিয়ারে জিগাইছিলাম, হেতে কয় হেনা ভাই ছারা অন্য কুনু নায়কের লগে নাকি অভিনয় করব না :-0


হে হে হে। সুফিয়া আফা খারাপ কয় নাই। আফার পছন্দ আছে। :P

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: এই জন্যই আপ্নারে আমি হিংসাই B-))

২২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


তাল গাছের পাতার ফাঁকে সূর্য দেখতে ভালো লাগের...

হেনা ভাই এখানে আছেন... কাজেই এরচে’ বেশি বলার প্রয়োজন নেই। :)

০৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: মইনুল ভাই, কেমন আছেন?

২৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৮

সোহানী বলেছেন: আপনার এ ছবি আর ঘুরাঘুরি দেখলে মারাত্বক হিংসা হয়............

দেশে থাকতে এক সময় জার্মান এক ডোনার এজেন্সিতে ছিলাম তখন পুরো উত্তর বঙ্গ ঘুরতে হতো.... অনেক ছবি তুলেছিলাম বাট পোস্ট দিব দিব করে দেয়া হয়নি। আসলে এতো ছবি জমে আছে আর এতো বেশী ঘুরি যে সময়ই মিলাতে পারি না এগুলোর পোস্ট দেয়ার জন্য।

বরাবরের মতই অসাধারন।

বিদ্র: আপনার প্রতিটা পোস্টই অফলাইনে প্রথমেই পড়ি কিন্তু মোবাইল থেকে বাংলা লিখা দূরহ তাই মন্তব্য করা হয়ে উঠে না। ভাবি বাসায় এসে করবো তারপর আর করা হয় না..............

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২১

সাদা মনের মানুষ বলেছেন: আপনার ছবিগুলো পোষ্ট দিন, আমরা দেখি। ছবি পোষ্টের ভক্ত আমি। শুভেচ্ছা জানবেন।

২৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ভালো আছি, জনাব! আপনিও ভালো থাকবেন :)

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৩

সাদা মনের মানুষ বলেছেন: ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি অবিরত মইনুল ভাই।

২৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৬

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,




প্রথম ছবিটা শৈল্পিক ।
বরাবরের মতোই বনে বাদাড়ের সুন্দর ছবি কথন ।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৬

সাদা মনের মানুষ বলেছেন: মনের ভেতর শিল্প আমার, তবে বাস্তবে সেটা প্রকাশ করা কঠিন। ধন্যবাদ জী এস ভাই, ভালো থাকুন, সব সময়।

২৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর সব ছবিগুলো দেখে মন ভরে গেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার সুনিপুন কর্মের জন্য।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের এমন সুন্দর মন্তব্যগুলো আমাকে সব সময় উৎসাহিত করে। কেমন আছেন সুজন ভাই?

২৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০০

অলিউর রহমান খান বলেছেন: আপনি ঠিক আমার মতো। প্রকৃতি সবসময় কাছে টানে। ইচ্ছে হারিয়ে যাই সবুজ শ্যামল বাংলার মাঠে ঘাটে।
ভালো লাগলো জনাব।

শুভ কামনা রইলো।
আমরা প্রকৃতি প্রেমিরা পাশে আছি আপনার।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: আসেন একদিন আমরা গলাগলি ধইরা প্রকৃতিতে হাটি।

২৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: মনোমুগ্ধকর দৃশ্যাবলী।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সাধু, ভালো থাকুন, সব সময়।

২৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৩

পবন সরকার বলেছেন: দারুণ লাগল।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: শুভচ্ছা জানবেন পবন ভাই

৩০| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৬

সচেতনহ্যাপী বলেছেন: ব্লগছবি গুল দেখতে দেখতে মনের মাঝে গুন গুন করছে, এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো...।।।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আমিও সুন্দর ছবি দেখলেই এই গানটা মনের মাঝে চলে আসে........শুভেচ্ছা জানবেন।

৩১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৭

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আপনার পোস্টে ঢুকলেই মন চলে যায় দূরে কোথাও...

০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন রাজকন্য, আপনার একি খেলা আপন সনে - সিরিজটা প্রথম থেকে পড়া হয়নি বলে এখন আর পড়া হয়ে উঠছে না।

৩২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০০

জুন বলেছেন: আপনার সাথে বনে বাদাড়ে ঘুরে ঘুরে বাংলা মায়ের নিভৃতে থাকা অসাধারন রূপ দেখার সৌভাগ্য হয় সাদা মনের মানুষ । তার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।
৩ নং ফুলটি ভেরেন্ডা /ভেন্না / রেড়ি/ ক্যাস্টর অয়েলের ফল সাদা মন ।
এই দুরূহ/কঠিন উত্তরটি দেয়ার জন্য এক কাপ দুর্লভ চা পাওনা রইলো :P
+

০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২১

সাদা মনের মানুষ বলেছেন:
ধন্যবাদ আপু, নেন আপনার জন্য দিয়ে গেলাম দুর্বল চা :P

৩৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাতির ঝিলের নান্দনিক সৌন্দর্যের ভিতর বিজেএমই ভবন নাকি কাবাব মে হাড্ডি !!
সুন্দর সুন্দর সব দেশি ছবির মাঝে একটা বিদেশি ছবি আমার কাছে সেরকম লেগেছে =p~

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ লিটন ভাই, শুভেচ্ছা জানবেন।

৩৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৬

মনিরা সুলতানা বলেছেন: দারুন সব ছবি !!
ধন্যবাদ শেয়ার করার জন্য ।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মনিরা আপু, ভালো থাকুন, সব সময়।

৩৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৮

জাহিদ অনিক বলেছেন:

ছেড়াদিয়া প্রবাল দ্বীপ, গোতাশিয়ার মাটির ঘর, সাজেকে যাওয়ার পথের রাস্তা, শিকপুরের তালগাছ, মনোহরদীর বান্দর এবং বালুনদীতে আপনি ও আপনার বন্ধু তুহিনকে দেখে ভালো লাগলো।
মনোহরদীর বান্দরের মনে হইল মন খারাপ !
ছবি তোলার আগে কলা কিনা দেন নাই !

সব ছবি নাহয় আপনিই তুলেছেন, তয় আপনার ছবি তুলে দিছে কে? ;) ইহা সেলফি না তো !




আবুহেনা ভাইয়ের ১৭ এবং ১০ নং মন্তব্যও ভালো লাগলো।


সব মিলিয়ে দুর্দান্ত বনে বাদাড়ের ৬৫ নম্বর পর্ব !

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ অনিক ভাই, ইহা সেলফি না ক্যামেরা ফি :D

৩৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বন বাদাড়ে এত ঘোরাঘুরি কইরেন না,
বয়স হইছে না !!
তবে আপনি না ঘুরলে আমি দেখুম কেমতে !!
ঘুরুন ইচ্ছা মতো, চমৎকার সব ছবি তুলে
আমাদের নয়ন জুড়ান ভাই।
ভালো থাকবেন।

১০ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নূরু ভাই, বয়স নিয়েই আমার যত ভয়। কিছুদিন আগে পাহাড়ে গিয়ে বুঝতে পারলাম শরীরটা আগের চেয়ে দুর্বল হচ্ছে।

৩৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: ছবিগুলো দারুণ। "কমন সুইফট" পাখিটা সম্পর্কে জেনে ভালো লাগছে।

১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪২

সাদা মনের মানুষ বলেছেন: "কমন সুইফট" পাখি সম্পর্কে তথ্য সত্যিই মজাদার। শুভেচ্ছা জানবেন রাহমান ভাই।

৩৮| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:০৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ছবিগুলো ছবিগুলো! ভালো লাগলো।

১০ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ স্বামী বিশুদ্ধানন্দ শ্রদ্ধা জানবেন।

৩৯| ১০ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১২

মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মতই সুন্দর সব ছবি।
অনেক ভাল লাগল।

১০ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: সব সময় উৎসাহিত করার জন্য কৃতজ্ঞ মোস্তফা ভাই।

৪০| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: একটা ক্যামেরা কিনে আপনার মত বের হয়ে যেতে মন চায়, বনে-বাদাড়ে :``>>

১৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২২

সাদা মনের মানুষ বলেছেন: হয়ে যান, সাথে আমারে নিয়েন

৪১| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৬

মুদ্‌দাকির বলেছেন: অসাধারন সুন্দর!! আপনার ছবি গুলো ব্যাপক নাড়া দেয় মনে মধ্য। ছেড়া দ্বীপের পশ্চিম দিকের শেষ মাথা পর্যন্ত গিয়েছি আমার প্রিয়ার সাথে, এখন মনে হয় ভুল ছিল ঐরকম করা। কিন্তু ওর সাথে সব খানে যাওয়া যায়। মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ।

১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২১

সাদা মনের মানুষ বলেছেন: ছেড়াদিয়া দ্বীপ সত্যিই অসাধারণ, তিনবার গিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.