নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাদাড়ে.....৬৬

২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৩


প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম। বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।

ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।


(২) মুজিবনগরের আম্রকানন। এখানেই বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ হয়েছিল।


(৩) একটি কাঠ বিড়ালি ঘাস ফুল খাচ্ছে। মুজিবনগরের আম্রকানন থেকে তোলা ছবি।


(৪) কাঠ মালতী ফুল।


(৫) লালনের আখড়ায় একজন সাধক।


(৬) ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটা বীচ।


(৭/৮) সোনালী ফসল আর কিছু বাড়িঘর। মাওয়া থেকে জাজিরা নৌভ্রমণের সময় পদ্মার কোন নাম না জানা চর থেকে তোলা ছবি।



(৯) ধুতরা ফল, খেলে নিশ্চিৎ পাগল। সটুরিয়ার বালিয়াটি থেকে তোলা ছবি।


(১০) বালিয়াটি জমিদার বাড়ি।


(১১) কচুরী ফুল। শিবচরের কাওড়াকান্দি থেকে তোলা ছবি।


(১২) ছেড়াদ্বীপ থেকে তোলা ছবি এটা।


(১৩) হরিণ, সুন্দর বনের কটকা থেকে তোলা ছবি।


(১৪) পর্যটকদের জন্য কাঠের পায়ে চলা পথ, এটা সুন্দর বনের করমজল থেকে তোলা।


(১৫) শাহপরীর দ্বীপ, কক্সবাজার থেকে তোলা ছবি।


(১৬) পরিযায়ী পাখি, টাঙ্গুয়ার হাওড় থেকে তোলা ছবি।


(১৭) বেত ফল, কেওকারাডাং এর আগের গ্রাম দার্জিলিং পাড়া থেকে তোলা ছবি।


(১৮) কেওকারাডাং এর উপর দাঁড়িয়ে তোলা সুংসাং পাড়ার ছবি।


(১৯) সুংসাং পাড়ার ভেতর থেকে তোলা ছবি এটি।


(২০) সবুজ পানির লালাখাল, এটা সিলেট থেকে তোলা ছবি।

মন্তব্য ১০১ টি রেটিং +১৭/-০

মন্তব্য (১০১) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৩

জাহিদ অনিক বলেছেন:




চা কফি চাই না, শুধু আপনার কাঠবিড়ালিটা আমাকে দিন।

২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৫

সাদা মনের মানুষ বলেছেন: সে তো আবার যেতে হবে মেহেরপুরের বৈদ্যনাথ তলায়, চলেন গলাগলি করে হাটা ধরি অনিক ভাই :)

২| ২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর পোষ্ট।

২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নুর ভাই, আন্তরিক শুভেচ্ছা জানবেন।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৬

জাহিদ অনিক বলেছেন:

আমার খুব সখ; আপনার মত বনে বাদাড়ে চলে যাই--
যাওয়া হয়ে ওঠে না। ব্লগে ভ্রমন ব্লগ দেখলে আমার হিংসা লাগে।

২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৮

সাদা মনের মানুষ বলেছেন: মনের ইচ্ছেটা প্রবল হলে সময় এবং খরচ বের করে নেওয়া যায় অনিক ভাই।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩১

জাহিদ অনিক বলেছেন:

ঠিক বলেছেন। মনের ইচ্ছেটা আরও প্রবল হোক। যেদিন বের হয়ে যাব সেদিন আর ঘরে ফেরার ইচ্ছে নিয়ে বের হব না।

২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: সংসারের মায়া ত্যগ করা ঠিক হবে না, মাঝে মাঝে সংসারের যাতাকল ছেড়ে কিছুটা রিলাক্স মুডে ঘুরে বেড়ানো উচিৎ

৫| ২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৬

জাহিদ অনিক বলেছেন:

এই গানটা শুনে রোজ অনুপ্রাণিত হই।

সংসার আমার ভালো লাগে না, সংসার হইল বিষের কলসি আমি হব দিওয়ানা

২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার গান, শুনলাম, মনটা যেন কেমন করে উঠল...........তবে আমি মনে করি জীবন একটাই, একে যতোভাবে পারা যায় উপভোগ করে যাওয়াটাই শ্রেয়।

৬| ২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: খুব সুন্দর অনেক ছবিই আমাদের চেনা জানা তবুও যতবার দেখি ততবারই ভাল লাগে।

২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: আমার মতোই আপনার অনুভুতি, শুভেচ্ছা জানবেন ভাই।

৭| ২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৮

নূর-ই-হাফসা বলেছেন: ছবিগুলো দারুন সুন্দর । আঠারো আর উনিশ আর চৌদ্দ অসাধারন

২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, শুভেচ্ছা নেবেন।

৮| ২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বহু দিন ধ'রে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।

দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।


চমৎকার সব ছবির সমাহার
নয়ন জুড়িয়ে যায় শীতের হিমেল
হাওয়ার মতোন।

২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নূরু ভাই, ভালো থাকুন সব সময়।

৯| ২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৯

ANIKAT KAMAL বলেছেন: অাপনার ব্ল‌গে নাম অার লেখা অামা‌কে এ‌তোটাই মুগ্ধ ক‌রে যে এম‌বির অভা‌বে ব্ল‌গে না থাক‌তে পার‌লে কল্পনায় থা‌কি ধন্যবাদ

২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

সাদা মনের মানুষ বলেছেন: কানে কানে একটা কথা বলি আমার নামও কিন্তু কামাল.........শুভেচ্ছা নেবেন।

১০| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১২

জনৈক অচম ভুত বলেছেন: মনোমুগ্ধকর!

২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভুত ভাই

১১| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

আটলান্টিক বলেছেন:
























চমৎকার ছবি ভাইয়া।আজ ছবি তুলতে পারিনা বলে আমি এমন কিছু লিখতে পারিনা।আপনার পোষ্ট পড়ে আফসোস বেড়ে গেল

২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

সাদা মনের মানুষ বলেছেন: ছবি তোলা তো কঠিন কিছুনা ভাই, কেন তুলতে পারেন না?

১২| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

আটলান্টিক বলেছেন: ভাই আমি ছবি তুললে কেন যেন হাত কেপে উঠে।ছবি ঝাপসা হয়ে যায় :(( :(( :((

২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

সাদা মনের মানুষ বলেছেন: বলেন কি? তাহলে তো আপনার কবিরাজ দেখানো উচিৎ :-B

১৩| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

আটলান্টিক বলেছেন: কবিরাজ কোথায় পাব???

২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০০

সাদা মনের মানুষ বলেছেন: একি বলেন? ব্লগে আর ফেজবুকে তো কবিরাজের অভাব নাই। মানে হলো যারা কবিতা লিখতে লিখতে কবিদের রাজা হয়ে গেছেন তারাই তো কবিরাজ :)

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

জুন বলেছেন: আপনার ছবি দেখলে আমার শুধু এই গানটির কথা মনে পড়ে সাদা মনের মানুষ :)
- এ কি অপরুপ রুপে মা তোমায় হেরিনু পল্লী-জননী। ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবনি
কচুরী পানার ফুলগুলো আর মাওয়া জাজিরার মাঝখানে বকের সারি মন কেড়ে নিল ।
+

২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আমারো ছবিগুলো দেখলে মনটা উতলা হয় আবারো প্রকৃতির পাণে ছুটে যাওয়ার জন্য।

১৫| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

শুভ_ঢাকা বলেছেন: পোস্টের জন্য ++++ রইলো।

আপনার পোস্টের আজও গুরুজি হেনা ভাই অনুপস্থিত। তাই পোস্ট অসম্পূর্ণ। ;)

২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: গুরুজীকে নিয়া খুব চিন্তা হয়, বয়স্ক মানুষ, কখন কি হয়........ঠিকই বলেন ভাই, তিনি ছাড়া আমার পোষ্ট অসম্পূর্ণই মনে হয়।

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

তাসবীর হক বলেছেন: ছবিগুলোর প্রকৃতি আপনার নিকের মতই সুন্দর।প্লাস দিলাম..

২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও প্লাস

১৭| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

মলাসইলমুইনা বলেছেন: শাহপরীর দ্বীপের ফটো (১৫) আর সবুজ পানির লাল খাল (২০)-এর ফটোটা খুবই ভালো লাগলো | ত লাললনের আখড়ায় কি গান শুনলেন ? বেড়াবার এই আনন্দের মধ্যে উদাসী ভবের গান শুনে কি সব ছেড়ে ছুড়ে বৈরাগী হবার ইচ্ছে চাপে মাথায় কখনো ?

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নাইমুল ভাই, লালনের গান তো সব সময়ই মনকে উদাস করে। তবে বৈরাগী হতে চাই না কখনো।

১৮| ২০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: পরাণের বান্ধবরে
কেই থেইক্যা কই লইয়া যায় :)

ব্লগে জাম্পিং ট্যুর করতে করতে মন গুনগনিয়ে উঠল ;)

এই করম জল, তো এই ছেড়া দ্বীপ তো বালি আবার সুংসাং পাড়া চোখ ফেরাতেই বৈদনাথ তলা =p~

অনেক অনেক ভাল লাগা
+++++

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: ভালো কবিতা লিখছেন ভাই, শুভ কামনা সব সময়।

১৯| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩০

কথাকথিকেথিকথন বলেছেন:




চমৎকার চোখ জুড়ানো ছবি । বেশ ভাল লাগলো ।

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইজান, ভালো থাকুন, সব সময়।

২০| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৫

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,




প্রকৃতির সাথে আপনার প্রেম দেখছি আর দেখছি । নতুন করে বলার কিছু নেই ।

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: কেমন আছেন বড় ভাই, শুভ কামনা সব সময়।

২১| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দারুন সব ছবির মেলা।
ভাল্গাছে...।

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন শাহাদাৎ ভাই

২২| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেতফলটা নষ্টালজিক করে দিলো কামাল ভাই। সেই ছোট্টকালে একমাত্র মামার বাড়ির আড়ার মধ্যে একটি ঝোপ ছিলো ওখানে কতো বেতফল কুড়ায়েছি।

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, এমন বেশ কিছু জিনিস আছে যা মানুষকে নষ্ট্যালজিক করে তোলে........ধন্যবাদ সুজন ভাই।

২৩| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:



আপনি কি সম্প্রতি সুন্দর বনের রামপাল এলাকায় গিয়েছিলেন?

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: রামপালে কখনো আমার যাওয়া হয়নি গাজী ভাই

২৪| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪১

পুলক ঢালী বলেছেন: ছবিব্লগ সুন্দর হয়েছে বিভিন্ন জায়গায় ভ্রমনের সংকলিত পোষ্ট (কারন এগুলো মনে হয় আগেও দেখেছি কিছু কিছু, হেনাভাই মনে হয় খিচুরী পোষ্ট বলতেন)।
যাই হোক কিছু একটা খাওয়ান আমনের পোষ্ট মেহমানদারী ছাড়া অসম্পূর্ন মনে হয় ;) :D

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৫

সাদা মনের মানুষ বলেছেন:
নেন ভাই, খিচুরীই দিলাম :)

২৫| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার মত একজন সঙ্গী থাকলে আমিও অনেক জায়গা ঘুরতে পারতাম। :(

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: চলে আসেন একদিন, দুইজন মনের খুশিতে ঘুরে বেড়াই

২৬| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩০

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা রেখেগেলাম

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনার ভালোলাগা আমি বুক পকেটে করে নিয়ে গেলাম বাবু ভাই।

২৭| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৮

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট। +।

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, ভালো থাকুন, সব সময়।

২৮| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৯

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপনার প্রকৃতি প্রেমে আমি মুগ্ধ। আপনার ছবি ব্লগ অসাধারন বলা চলে।

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪১

সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের এমন মন্তব্যে আমি বরারই উৎসাহিত হই, শুভেচ্ছা জানবেন কাফি ভাই।

২৯| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ++++++

২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪২

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও প্লাস :-B

৩০| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৬

মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মতই সুন্দর একটি পোষ্ট।
+++

২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন মোস্তফা ভাই

৩১| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেশি বিদেশি মিলিয়ে চমৎকার ছবি ব্লগ।
ধূতরা ফুলটা প্রথম দেখলাম।

২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: লিটন ভাই, ওটা ধুতরা ফুল নয় ফল :)

৩২| ২১ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:
সবছবিই চমৎকার তবে পাখির ছবিটা অনন্য! কি নাম ওর সাদা ভাই?

২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ডানা, এই পাখির নাম হরিয়াল

৩৩| ২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৩

ধ্রুবক আলো বলেছেন: ৩ নং ছবিটা, কাঠবিড়ালীর। খুব মনে ধরলো।

২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪১

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ওটা সত্যিই খুব সুন্দর ছিল।

৩৪| ২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৪

শায়মা বলেছেন: কাঁঠবেড়ালী কাঁঠবেড়ালী পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও....


মজার মজার ছবি! :)

২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪২

সাদা মনের মানুষ বলেছেন: ঘাস ফুল খাও? শুভেচ্ছা জানবেন আপু

৩৫| ২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সামনে কখনো কোথাও গেলে আর যদি আপনার অসুবিধা না হয় তাহলে আমাকে জানাবেন। আমি সময় দিতে পারব। :)

২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: সেল নাম্বার দরকার ভাই

৩৬| ২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০৯

আখেনাটেন বলেছেন: চমৎকার।

কাঠ মালতীফুলকে মনে হয় প্রথম দেখলাম। ধুতরা ফুল তো সাদা। ওটা কি ফুলের বীজ নাকি!।

২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: ওটা ধুতরা ফল, ফুলটা লম্বা মাইকের মতো দেখতে, ধন্যবাদ।

৩৭| ২১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৪

তারেক ফাহিম বলেছেন: চমৎকার ছবি ব্লগ

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ফাহিম ভাই, ভালো থাকুন, সব সময়।

৩৮| ২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৪

ওমেরা বলেছেন: চমৎকার সব ছবির সমাহার খুব ভাল লাগল ধন্যবাদ ।

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৩

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু

৩৯| ২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২২

গব্বু বলেছেন: আহঃ কি সুন্দর! লাইকড ইট।

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৪

সাদা মনের মানুষ বলেছেন: গব্বু ভাই, আপনার মন্তব্যও আমি লাইকড ইট :)

৪০| ২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা মন জুড়িয়ে যায় এসব ছবি দেখে

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ছবি আপু, আমিও আপনার ছবির ভক্ত

৪১| ২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৯ নং ছবি।


পাইছি! এই ফলডা আমি খাইতে চাই। একটা মাইয়ার জন্য অনেক দিন থাইকা পাগল হওনের ইচ্ছা। হে হে হে। =p~

২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:২২

সাদা মনের মানুষ বলেছেন: আপনার বাড়ির পাশের ঝোপে জঙ্গলেই পেয়ে যাবেন, একটু খুজে নিন। :)

৪২| ২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১০ নং ছবি। এই জমিদার মনে হয় গরীব ছিল। বাড়ি ঘরের তেমন শান শওকত নাই।

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১২

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, হইতে পারে, আপ্নে তো মিছা কতা কওয়ার লুক না :-B

৪৩| ২১ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৫ নং ছবি। আহা! ইরাম একতারা নিয়া যদি সারা দেশ ঘুইরা বেড়াইতে পারতাম! আমি একটু একটু লালন গীতি গাইতে পারি। গেয়ে শোনাবো?


খাঁচার ভিতর অচিন পাখি ক্যামনে আসে যায়

আর একটা শোনেন। বাড়ির পাশে আরশীনগর, সেথা এক পড়শি বসত করে।

থাক, বিনা পয়সায় আর কত লালন গীতি শোনাবো?

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১০

সাদা মনের মানুষ বলেছেন: ভাইজান, আপনাকে সবাই খুইজা মর্তাছি, একতারা নিয়া কই গেছিলেনগা?

৪৪| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনার মেইল দিন তাহলে।

নাহয়, [email protected] এখানে মেইল করতে পারেন।

২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১১

সাদা মনের মানুষ বলেছেন: [email protected]

৪৫| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৩

সোহানী বলেছেন: আপনার ছবি ব্লগ দেখলেই মনে হয়... ধেৎ কি আছে জীবনে, একটা ক্যামারা কাধেঁ ঝুলায়ে হাটা দেই। জীবনেতো কিছুই দেখি নাই।

ভাইরে আমি প্রকৃতি অসম্ভব পছন্দ করি। জীবনে খাওয়া পড়ার ধান্দা না থাকলে হয়তো এর মধ্যে বেড়িয়ে পড়তাম। .....

আহ্ কি যে দেখালেন..................

২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন: খাওয়া পড়ার ধান্ধা না থাকলে আমারে তো ব্লগেও পাইতেন না আপু :)

৪৬| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৭

সাদা মনের মানুষ বলেছেন:

৪৭| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২২

প্রামানিক বলেছেন: পাছে পইড়া গেছি, তয় ছবি দারুণ লাগল। ধন্যবাদ

২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪০

সাদা মনের মানুষ বলেছেন: জেল জরিমানা হইতে পারে রেডি থাইকেন :)

৪৮| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৩

প্রামানিক বলেছেন: বালুচরে দোতালা ঘর
দেখতে বিষম মনোহর।

২৬ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, এই জন্যই বলে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে :)

৪৯| ২৮ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৯

বিজন রয় বলেছেন: ++++

২৯ শে জানুয়ারি, ২০১৮ ভোর ৬:৪৬

সাদা মনের মানুষ বলেছেন:

৫০| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৫

মিঃ আতিক বলেছেন: "ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই"। আমারো মাঝে মাঝে ইচ্ছে করে।

৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩১

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে আসুন গলাগলি ধইরা হাটি

৫১| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৮

মুদ্‌দাকির বলেছেন: অসাধারন সুন্দর!!

১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১০

সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.