নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

শেষ দেখা............

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৭


প্রথমবার ওদের সাথে আমার দেখা হয়েছিল ১৯৮৭ সালে। সেবার বেনাপোল গিয়েছিলাম বাসের ছাদে চড়ে। বাসের গতির সাথে তাল মিলিয়ে সাই সাই করে সরে যাচ্ছিল মাথার ওদের ডালপালা গুলো। প্রেমে পড়ে গিয়েছিলাম সেদিনই। তারপর আরো অনেক গিয়েছি, প্রেম গাঢ় হয়েছে অনেক। কিন্তু কাছে গিয়ে ওদের আদর করা হয়নি কখনো। আর ইতিমধ্যেই ওদের মৃত্যুদন্ড ঘোষণা করা হয়ে গেছে। আদালত সাময়িক ভাবে হয়তো তা ঠেকিয়ে রেখেছে, কিন্তু লোভী লুটেরাদের কবল থেকে আদৌ ওদের জীবন বাঁচবে কিনা আমরা সন্দিহান।

আপনারা ঠিক ধরেছেন, আমি বলছি যশোর রোডের শতবর্ষি গাছগুলোর কথা। ভারত যাওয়ার জন্য এই রোড অনেকবার ব্যবহার করেছি। প্রতিবারই মুগ্ধ হয়েছি ওদের দেখে। এবার যখন শুনেছি ওদের কেটে ফেলা হবে মনটা হুহু করে উঠল। তারপর হাইকোর্ট ছয় মাসের স্থতিতাদেশ দেওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছি। এই সাময়িক স্বস্তি স্থায়ী হবে কিনা জানিনা। আগামী বৃহস্পতিবার যাচ্ছি ওদের শেষ দেখাটা দেখে আসতে, কিংবা শেষ আদরটা ওদের কাছ থেকে নিতে।

মন্তব্য ৩৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: মন ছুঁয়ে গেলো আপনার লেখা। আপনার শেষদেখা আর আদরপর্ব নিরাপদ হোক।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মিতা, মানে আমার নামও তো কামাল :)

২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: গত সপ্তায় যখন বাড়িতে গেলাম গাছ গুলোকে আবার নতুন করে দেখছিলাম।
সত্যি কি এক মায়া জন্মে গেছে এই গাছ গুলোর উপরে।গাছ গুলো থাকবে না ভাবলেই বুকের মাঝে কেমন হুহু করে ওঠে।
সব বাধা পেরিয়ে গাছ গুলো বেঁচে থাকুক যুগের পর যুগ সে কামনায় করি।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫২

সাদা মনের মানুষ বলেছেন: মোস্তফা ভাই, আপনার বাড়ি কি যশোরের দিকে?

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৮

কানিজ রিনা বলেছেন: ওখানে গিয়ে এড়িয়ার মানুষের মনভাব
দেখেন। এলাকার মানুষ যদি সোচ্চার হয়
হয়ত গাছগুল বাঁচাতে পারবে ডিসির সাথে
কথা বলে দেখতে পারেন। এটা নাকি ডিসির
হাতে। দেশের সকল জেলার ডিসির মনযোগ
আকর্শন করা জরুরী। ধন্যবাদ আপনার
যাত্রা শুভহোক।

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৪

সাদা মনের মানুষ বলেছেন: আমার মনে হয়না এলাকার কোন মানুষ এদের হত্যা করার জন্য সমর্থন দিবে, তবু ওদের সাথে তো অবশ্যই আমি কথা বলবো।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৪

আটলান্টিক বলেছেন: এই শতবর্ষের পুরনো গাছ গুলো দেখলে খুব ভাল লাগে।

এগুলোকে দেশের অন্যসব গুরুত্বপূর্ণ সম্পদের মতো দেখা উচিত ছিল।আপনার যাত্রা যেন নির্বিঘ্নে হয় সেই আশা করছি।পোষ্টে প্লাস।

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, রাস্তাঘাটের যে অবস্থা নির্বিঘ্ন যাত্রার জন্য শুভ কামনাটা অতি জরুরী

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১০

জনৈক অচম ভুত বলেছেন: এ দেখাই শেষ দেখা না হোক, এ আদরই শেষ আদর না হোক!

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: সেটা তো মনে প্রাণে কমনা করছি অবশ্যই, ধন্যবাদ ভুত ভাই, ভালো থাকুন, সব সময়।

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৮

প্রামানিক বলেছেন: আপনার দেখার মধ্যেও আবার শেষ আছে নাকি? আবার যান-- যায়া দেইখা আইসা ইচ্ছা্মতো ছবি তুইলা লেখেন শেষ দেখা।

৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪০

সাদা মনের মানুষ বলেছেন: যাবেন নাকি সাথে? ৪ দিনের জন্য ছুটি নেওয়া যাবে? নিজেই গাড়ি চালিয়ে যাবো ভাবছি।

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই সুংবাদ নিয়ে এসেছি। এই গাছগুলো তো কাটা হবে না বলে মন্ত্রী সভায় সিদ্ধান্ত হয়েছে। ভারতের মত গাছগুলো বজায় রেখে তাঁরা দুই লেন করবেন বলে সিদ্ধান্ত নিবেন। এই মুহুর্তে আমি সোর্স দিতে পারছি না। তবে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম থেকেই আমি এই খবরটি জেনেছি।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: এটা আমাদের জন্য অবশ্যই সুখবর।

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কাল্পনিক ভালোবাসার সংবাদটি সত্য হলে অত্যন্ত আনন্দের কথা। গাছগুলো কাটার খবর শুনে আমি ব্যক্তিগতভাবে খুব মনঃকষ্টে ভুগছিলাম।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪০

সাদা মনের মানুষ বলেছেন: আপনার শরীরটা এখন কেমন ভাইজান?

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

প্রামানিক বলেছেন: হে হে হে আমি জানতাম আপনি ক্যামেরার ড্রাইভার--এখন দেখি আপনি গাড়িরও ড্রাইভার, পরের খবরটি জাইনা বড়ই খুশি হইলাম।

৩০ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪১

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে একটা কোবতে লিখে ফেলুন :)

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০০

হাসান কালবৈশাখী বলেছেন:
ভাল কিছু ছবির আশায় থাকলাম।

'এই গাছগুলো কাটা হবে না বলে সিদ্ধান্ত হয়েছে'।
কাল্পনিক ভাইয়ের কথায় খুব একটা ভরসা রাখতে পারছি না।
যে কোন মুল্যে গাছগুলো রক্ষা করতে হবে।

৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৬

সাদা মনের মানুষ বলেছেন: ভালো কিছুর আশায় আমরা সবাই আছি, শুভেচ্ছা জানবেন হাসান ভাই।

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০০

মোস্তফা সোহেল বলেছেন: জ্বী কামাল ভাই,আমার বাড়ি যশোরে।
আমি বর্তমানে গোপালগন্জে আছি।

৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২০

সাদা মনের মানুষ বলেছেন: এই ভ্রমণে যশোরের গদখালি ফুলের বাগানে যাওয়ার ইচ্ছে আছে, ইচ্ছে আছে খেজুরের গুড়ের সাথে বন্ধুত্ব করার।

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৪

জাহিদ অনিক বলেছেন:

আমি কখনো এই রাস্তায় যাই নাই। তবুও বেশ কয়েকদিন ধরে সামুতে এই রাস্তার ছবি দেখে দেখে মনে হচ্ছে আমিও হয়ত অনেকবার হেটেছে এই পথে--

গাছ বাঁচুক --

৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৭

সাদা মনের মানুষ বলেছেন: উন্নয়নের জন্য আমরা পরিবেশ প্রায় ধ্বংসই করে ফেলছি, আমাদের শুভ বুদ্ধির উদয় হোক।

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: বেঁচে থাক যশোর রোড।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৮

সাদা মনের মানুষ বলেছেন: আমরা তাই বলি

১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:৫৩

মলাসইলমুইনা বলেছেন: প্রথম এই খবর শুনে মন ভাংলাম, বোকা আর নেকড়েগুলো আবার গাছগুলোর ওপর হামলে পরবে না সেই আশায় বুক বাঁধলাম !! তারপর কাল্পনিক ভালোবাসায় হাসলাম,এ দেখাই শেষ দেখা নয়তো গানে গলা সাধলাম | গাছগুলো আরো হাজার বছর বেঁচে থাক | কোনো গ্রীষ্মে তাদের ছায়ায় ভিজে ভিজে আপনি আরো অনেকবার যান ওই রাস্তায় আরো অনেক বছর সেই আশাও এখন তবে করলাম ....|

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৮

সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার কাব্য করে মন্তব্য করলেন ভাই, শুভেচ্ছা জানবেন।

১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৬

সুমন কর বলেছেন: গাছগুলো না কাঁটার সিদ্ধান্ত হয়েছে। সুতরাং, এ দেখাই শেষ দেখা নয়..........

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৫

কালীদাস বলেছেন: কাটা হবে না শুনে ভাল লাগল :)
আরেকবার যান, আসার পর ছবি পোস্ট দিয়েন :)

১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৮

শামচুল হক বলেছেন: দেখার শেষটা দিলেন শুরুটা দিলেন না।

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৭

শায়মা বলেছেন: সকলের ভালোবাসায় বেঁচে গেলো তাদের প্রাণ। :)

১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সবাইকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.