নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

অ্যারো ভ্যালী, স্বর্গের এক টুকরো।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬


আমি বলি প্রকৃতি মানেই স্বর্গ। বাংলাদেশে এমন সব প্রাকৃতিক দৃশ্য আছে যা স্বর্গের থেকে কোনও অংশে কম নয়। কাশ্মীরকে কেন বলা হয় ভূস্বর্গ বলা হয় তা নিয়ে অনেক ভেবেছি। কিন্তু যখন কাশ্মীরে গেলাম তখন বুঝতে পারলাম স্বর্গের মধ্যেও স্বর্গ আছে। এখানে জন্মে লক্ষ টাকা মূল্যের জাফরান, এখানে জন্মে স্বর্গের ফল আপেল। এখানের উঁচু পাহাড়গুলো বরফের টুপি পড়ে বা কখনো পুরো শরীর বরফ ঢেকে দাঁড়িয়ে থাকে, যা থেকে নদীগুলোতে বিশুদ্ধ পানির প্রবাহ চলমান থাকে সারাটি বছর। আর পাহাড়ি এলাকার জীবন বৈচিত্র রক্ষায় সেই পানি অপরিহার্য্য। কাশ্মীরের অ্যারো ভ্যালীতে সালমান খানের বজরঙ্গী ভাইজান ছবির শুটিং হয়েছিল বলে গাইড আমাদের জানায়। চলুন ঘুরে আসি অ্যারো ভ্যালী থেকে................


(২) বেতাব ভ্যালী থেকে আ্যারো ভ্যালীতে যাওয়ার সময় রাস্তার পাশ দিয়া আমাদের সাথে সাথে এগিয়ে চলছিল নাম না জানা এই পাহাড়ি নদীটা। তবে সম্ভবত এটাই লিডার নদী, যেটা পেহেলগাম থেকে আ্যরো ভ্যালিতে চলে এসেছে।


(৩) উপত্যকায় চড়ে বেড়াচ্ছিল ভেড়ার পাল।


(৪) আরো দূরের উপত্যকায় পাইন বনের ফাঁকে ফাঁকে নজরে পড়ছিল স্থানীয়দের কূড়েগুলো।


(৫) এক সময় চলে এলাম অ্যারো ভ্যালীতে। উপত্যকায় ছোট একটা পরিসরে অল্প কিছু ঘরে দোকান পাট আর কিছু বসতি নিয়েই এই ভ্যালী। সেই সাথে কিছু ঘোড়া ও স্থানীয় লোকজন যারা পর্যটকদেরকে ঘোড়ার চড়িয়ে আয় করে থাকে। ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানোকে ওরা বলে পনি রাইড। পনি রাইড ব্যতিত পুরো উপত্যকা ঘুরে দেখা বেশ কষ্টকর, বিশেষ করে পাহাড়ের চড়াই উৎরাই পেড়িয়ে যাদের অভ্যাস কম। আমরা ঘুরে বেড়িয়েছিলাম পনি রাইডেই।


(৬) ট্যাম্পু ট্রাভেলার থেকে নামতেই পনি রাইডাররা ছেকে ধরল। দাম দর করে উঠে পড়লাম ঘোড়ায়, মনে হচ্ছিল যেন আমি কোন রাজা বাদশা, ঘোড়ায় চড়ে স্বর্গ দেখতে বেড়িয়েছি।


(৭) এখানে প্রচুর যাযাবর শ্রেণীর লোক রয়েছে, যাদের বাড়িঘরগুলো এমনই।


(৮) যাযাবরদের প্রধান সম্পদ এইসব পশু পালন।


(৯/১০) কিছু পথ বেশ খাড়া ও পাথুরে, মাঝে মাঝে মনে হয় যেন ঘোড়া হোচট খেয়ে পড়ে যাবে, বেশ ভয় ভয় লাগছিলো।



(১১) এই পার্বত্যাঞ্চলের মানুষদের পানির প্রধান উৎস, পাহাড়ের বরফ গলা পানির এমন ছোট বড় নালাগুলো।


(১২) দূর পাহাড়ের ঐ সাদা বরফগুলো এই পানির সরবরাহকারী।


(১৩) উপত্যকার একটা অংশে একটা বড় পাথর খন্ড রয়েছে যাতে আবার ছোট্ট একটা দরজার মতো করে একটা অংশ কাটা। এটা যেন পবিত্র কি বলছিল ওরা এখন আর মনে নাই। ওই পাথর খন্ড থেকে চুইয়ে চুইয়ে কিছু পানি ছোট্ট একটা জলাশয়ে এসে পড়ছে। ওটা নাকি পবিত্র জল, মনের আশা পূর্ণ হয়। খেয়ে নিলাম কিছুটা।


(১৪) আমার ভ্রমণ সঙ্গী পবিত্র জল পান করছে।


(১৫) স্থানীয় লোকজন।


(১৬/১৭) ঘোড়ার পিঠে বেধে কোন শস্য নিয়ে যাচ্ছে স্থানীয় বাসিন্দারা।



(১৮) উপর থেকে তোলা উপত্যকার ছবি।


(১৯) পনি রাইড শেষ করে পেছন দিক থেকে তোলা বাজারটার ছবি।


(২০) সব শেষে এটা কিন্তু আমি :-B

মন্তব্য ৭৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


১৫ নং ছবি: স্বর্গকে নরকে পরিণত করেছে ভারত ও কিছু কাশ্মীরি মিলে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: কাশ্মীরের মানুষদের বেশীর ভাগই কষ্টের জীবন, তারা অত্যন্ত সাধাসিদে আর ভারত বিরোধী মানুষ। তাদের আঝে মুসলমানদের ভালোবাসা আর হিন্দুদের ঘৃণা করার গোড়ামীটা প্রবল। ওরা গরীব থাকার আরো একটা কারণ হলো ছয় মাস ওদের বসে খেতে হয়। বরফে যখন সব কিছু ঢেকে দেয় তখন আর কিচ্ছুটি করার থাকে না, ধন্যবাদ গাজী ভাই, চা টা কিছু লাগলে কইয়েন :)

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

ভুয়া মফিজ বলেছেন: ২০ নং ছবিটা সবচেয়ে সুন্দর!
ঘোড়াটা কি জানে আপনি সামুর একজন বিখ্যাত ব্লগার? জানলে অটোগ্রাফ চাইতো নিশ্চিত!! ;)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, সত্যিই আপনি ভুয়া মফিজ =p~

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

অন্তরন্তর বলেছেন: বিউটিফুল পোস্ট। ২০ নাম্বার ছবিতে কাউবয় লাগছে। +++++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

সাদা মনের মানুষ বলেছেন: কাউবয় লাগবে কেন ভাই, হর্স বয় হওয়ার তো কথা B-)

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অসাধারণ সব ছবি।
সত্যিই মনোমুগ্ধকর প্রকৃতি।
তবে কাশ্মিরকে কেন ভূ-স্বর্গ বলা হয় এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে চাই।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: প্রকৃতিতে এটা ভূস্বর্গ, কিন্তু মানুষের হিংস্রতায় নরক ছাড়া কিছুই নয়। কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয় তা আমি বুঝিয়ে বলতে পারবোনা। তবে মনে হয় প্রকৃতি যেন ওখানে সব কিছুকে সাজিয়ে রেখেছে। কাশ্মীরের ছবিগুলো দেখলেই মনটা উড়াল দিতে চায়।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

সেলিম আনোয়ার বলেছেন: দারুন সব ছবি। শেষেরটিও বেশ হয়েছে। সুন্দর +

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, শেষেরট ভালো না হয়ে উপায় আছে ভাই? :P

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক টুকরো স্বর্গ ভ্রমনে ভার্চুয়াল সাথী করায় কৃতজ্ঞতা!

আহা সত্যি মনোরম!
অমন পাহাড়ী উপত্যকায় বুঝি জনম জনম পার করে দেয়া যায়! (খাওয়া পড়ার চিন্তা না থাকলে ;) )

সবশেষে হর্সবয় থুরি রাজাবাদশা কে সেইরাম লাগছে! :)

++++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

সাদা মনের মানুষ বলেছেন: হর্সবয় থুরি রাজাবাদশা কে সেইরাম লাগছে.........কিতা যে কন বিদ্রোহী, আমার লইজ্জা লাগে B-)

শুভ কামনা জানবেন।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

লায়নহার্ট বলেছেন: {আপেলই সেই স্বর্গের ফল যা খাওয়ার অপরাধে আদম হাওয়া নির্বাসিত হয়েছিলেন, সুন্দর ছবি ব্লগ}

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ঠিক কথা বলেছেন ভাই, শুভ কামনা জানবেন।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

রাকু হাসান বলেছেন: পাইন ও স্থানীয় লোকজনের ছবি ভাল লাগলো । আপনার উপস্থাপনের জন্য আরও ভাল লাগলো ।++ । চার নাম্বারে পাইনে সূর্যটা দারুণ ,হালকা কিরণ বাহ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই, অনুপ্রাণিত হলাম।

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারন সব ছবি দেখে মনটা উদাস হয়ে গেল। আহারে যদি যেতে পারতাম !
ইদার্নিং চাদ্গাজী সাহেবের মত চোখে ঝাপসা দেখছি। তাই (২০) সব শেষে এটা কিন্তু আমি :-B উপরেরটা না নিচেরটা ? :P

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: চোখে তো ঝাপসা আমিও দেখি ভাই, তাই তো চেষ্টা করি আরো ঝাপসা হওয়ার আগে দুনিয়ার কতটা দেখে নিতে পারি। ঝাপসা চোখে বলতে পারছিনা আমি কোন্টা :D

........শুভ কামনা।

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! অপূর্ব! মনোমুগ্ধকর।

আমি এখনও কাশ্মীর যেতে পারলাম না, আর আপনি আমার আগে ঘুরে এলেন? ভাই কাজটা কিন্তু একদম ঠিক করলেন না। আমি বেতাল রাগ করেছি। আর যাবোই না কাশ্মীরে। চললুম আমি।

ছবিতে আপনার ভ্রমন সঙ্গী যিনি মিঠা পানি পান করছেন, আরও একটু পরিষ্কার পরিচয় পেলে একরাশ মুগ্ধতা জানাতাম। হি হি হি


শুভকামনা অফুরান।


০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনার দেশ বলেই হয়তো এখনো আপনি যাননি। আমাদের ভাষায় বলি "বাড়ির কাছের মানুষ গাড়ি ফেল করে" :D

তিনি আমাদের ভ্রমণ সংগঠন ভ্রমণ বাংলাদেশের সদস্য। তিনি একজন সিনিয়র ব্যংক কর্মকর্তা, আর খুবই আনন্দ প্রিয় ও হেল্পফুল মানুষ আমাদের এই মিতা দিদি।

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

তারেক_মাহমুদ বলেছেন: সাদা ভাই

আপনার ছবিগুলো সত্যি অসাধারণ, কাস্মীর আসলেই ভু-স্বর্গ। পোষ্টে লাইক।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও লাইক তারেক ভাই

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভারত, পাকি মিলে কাশ্মীরকে ধ্বংস স্তূপে পরিণত করেছে। এদের জঞ্জাল শেষ হওয়ার সম্ভাবনা কম।

ছবিগুলো দারুণ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন ভাইজান। সুন্দর একটা এলাকা মানুষদের রাজনীতির কারণে ধ্বংস হওয়ার নিকৃষ্ট একটা উদাহরণ এটা।

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

সামিয়া বলেছেন: ছবিগুলো খুব সুন্দর ভাল লাগা রইল, আর ভাই শেষ ছবিটাতে তো একদম আপনাকে না আগের মত লাগছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, ভালো থাকুন, সব সময়।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১০

করুণাধারা বলেছেন: খুব সুন্দর ছবি। এটা কোন সময়ের ? (সিজন)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২১

সাদা মনের মানুষ বলেছেন: ২০১৫ সালের অক্টোবরে গিয়েছিলাম আমি, ধন্যবাদ।

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪০

প্রামানিক বলেছেন: স্বর্গের ছবি দেইখা তো পাগোল হওয়ার মত অবস্থা তবে সব শেষে আপনারে ঘোড়া চড়া শিখাইল কেডায়।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: ঘোড়ায় নিজেই কইয়া দিছে কেম্নে কি কর্মু B-)

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

সনেট কবি বলেছেন: ভাল লাগলো ।++ ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন কবি।

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ২০ নং ছবি। ওটা যে আপনি, তাতে আমার কোন সন্দেহ নাই। সন্দেহ আছে যার পিঠে বসে আছেন, সেটাকে নিয়ে। ওটা কী ঘোড়া, না গাধা?

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৪

সাদা মনের মানুষ বলেছেন: ওনি আসলে কি তা তো ওনাকে আমি জিজ্ঞেস করি নাই ভাইজান, আপনার মাটির ব্যংক ভরে গেলে ওনারে একটু জিগাইয়েন গিয়া =p~

১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৩ নং ছবি। পবিত্র জল খেয়ে কী মনের আশা পূর্ণ হয়েছে?

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৫

সাদা মনের মানুষ বলেছেন: শ্যাওলা পড়া জলটা কিভাবে পবিত্র হবে বুঝলাম না, তবে আমার মনের আশা গুলো ক্রমান্বয়ে পূরণ হয়েই চলছে। আমার মনের আশা তো জানেনই, খালি ঘুরতে মনে চায় :)

১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এইখানে যাইতে কয় টাকা লাগে? এখন থেকেই মাটির ব্যাংকে জমা করতে হবে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৭

সাদা মনের মানুষ বলেছেন: এক কাম করেন, মাটির ব্যংকে টাকা না জমাইয়া আমার কাছে জমান। যখন আমার কাছে মনে অইব যাওয়ার মতো টাকা জমছে, আমিই আপ্নারে জানায়া দিমু...........বুদ্ধিটা কিন্তু কম খারাপ না =p~

২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

পুলক ঢালী বলেছেন: খুব সুন্দর মনোমুগ্ধকর ছবিব্লগ খুব ভাল লাগলো। আপনি কোথাও গেলে কি দলবেঁধে যান?
লিটন ভাইয়ের মত আমরও খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে ২০ নং ছবিতে আপনি কোনটা ? ;) :D =p~

ভাল থাকুন এরকম ছবিব্লগ চলতেই থাকুক আপনার চোখ দিয়ে দর্শনীয় স্থান গুলো আমরাও ঘুরে আসি। :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১০

সাদা মনের মানুষ বলেছেন: বেশীর ভাগ সময়ই দল বেধে চলি, না হলে কমপক্ষে একজন হলেও সাথে থাকে। কথা কওয়ার লোক সাথে না থাকলে ভ্রমণে আর আনন্দ কোথায়?

খারান চশমার কাঁচটা মুছে আগে দেখে নেই কোন্টা আমি :D

২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দৃশ্যগুলো সুন্দর...

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১০

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা রইল ভাই

২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২০

আখেনাটেন বলেছেন: চমৎকার ছবিব্লগ। খচ্চরের পিঠে আপনাকে তো বেশ লাগছে। :D

ছবির রেজ্যুলেশন বেশি হলে ভালো হত।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৮

সাদা মনের মানুষ বলেছেন: খচ্চরের পিঠে চড়ার দূর্লভ অভিজ্ঞতা অর্জন করে ফেলেছি আপনার মন্তব্য থেকেই প্রথম জান্তে পারলাম। ধন্যবাদ আপনাকে ভাইজান :)

ব্লগে এর থেকে বেশী রেজ্যুলেশন দেওয়া আমার মনে হয় ঠিক হবে না।

২৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২০

ইব্‌রাহীম আই কে বলেছেন: অনেক সুনদর লাগলো ছবিগুলো।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৬

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ইব্রাহীম ভাই।

২৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:২০

নষ্টজীবন® বলেছেন: বড়ই মনোমুগ্ধকর চোখজোড়ানো ছবিগুলো, ভালো লাগলো খুব।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ জীবন, শুভ কামনা সব সময়।

২৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মতই সুন্দর একটি ছবি ব্লগ।
এমন মেঘ পাহাড়ের দেশে জনম জনম কাটিয়ে দেওয়ার খুব ইচ্ছে ছিল এক সময়।
পাহাড়ের প্রেমে পড়েছিলাম অনেক ছোট বেলায়।সেই প্রেম বড় হওয়ার সাথে সাথে আরও বেড়েছে ;)
তাই ভাগ্য আমাকে সমতলেই রেখেছে। :(

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৫

সাদা মনের মানুষ বলেছেন: ছোট বেলায় পাহাড়ের নেশা আমার ছিলই না, কিন্তু ২০১১ সালে প্রথম কেওকারাডাং এ পা রাখার পরই শুরু হলো সেই নেশা। তারপর আমি যোনেক ছুটেছি পাহাড় থেকে পাহাড়ে এবং পাহাড়ের গহীনের অনন্য ঝর্ণাগুলোর সৌন্দর্য্য দেখতে। এখন বাংলাদেশের টপ লেবেলের প্রায় সব চুড়ায়ই আমার পা পড়েছে বলতে পারেন।

শুভ কামনা জানবেন সোহেল ভাই।

২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর ছবি।
শেষের ছবিতে আপনার মাথায় হেট থাকলে আপনাকে ওয়েস্টার্ন মুভির নায়কের মতো লাগতো।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৪

সাদা মনের মানুষ বলেছেন:
চলবে কিনা দেখেন :)

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৫

সাদা মনের মানুষ বলেছেন:
ওয়েস্টার্ন মুভির নায়ক থাকবে নায়িকা থাকবেনা এটা কি হয়? :-B

২৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হ্যাট পরা ছবি দুইটা পোস্টে দেন নাই কেন? ওয়েস্টার্ন মুভির নায়কের সাথে নায়িকার ছবিটা দেওয়ার আগে ভাবীর অনুমতি নিয়েছিলেন? না নিলে আপনার খবর আছে কইলাম।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: এই ছবি দুইটা কাশ্মীরের গুলমার্গ থেকে তোলা, অ্যারো ভ্যালীতে নয়। গুলমার্গে "পনি রাইড" নামে আমার সেই পোষ্ট খানা এখান থেকে দেখে নিতে পারেন।

আপনার ভাবী ব্লগে আসেনা বলেই তো সাহ স করে ছবিটা দিয়া দিলাম। আপনি তো জানেনই আমি খুব সাহসী লুক =p~

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০০

সাদা মনের মানুষ বলেছেন: আপ্নে নতুন পোষ্ট দেন্না ক্যান?

২৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৯

পদ্মপুকুর বলেছেন: আপনার কি মজা, ঘুরে ঘুরে বেড়ান। আমার খুব যাওয়ার ইচ্ছে কাশ্মীরে। কিন্তু হচ্ছে কই? বাইরে গেলেই যেতে হয় কাজ নিয়ে.... আপনার উপর হিংসে হচ্ছে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৩

সাদা মনের মানুষ বলেছেন: আমি সব সময় বলি, এমন হিংসেটা আমার জন্য শুভ কামনা :)

২৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: লেখক বলেছেন: আপ্নে নতুন পোষ্ট দেন্না ক্যান?


আপনাদের মতো জ্ঞানী গুনী মানুষদের মধ্যে আমি হারাইয়া গেছি। হে হে হে। :P

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

সাদা মনের মানুষ বলেছেন: এতো জ্ঞানী গুনীর ভীরে কেন যে বুড়া মানুষটা আইল? ;)

৩০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

হাসান রাজু বলেছেন: আপনি যদি ঘোড়ায় চড়ে, হেট মাথায় আর বন্দুক হাতে একটা ছবি দেখাইতে পারেন তা ও অবাক হমু (না) !

*** আপনি আমাকে এর আগে এরচেয়েও বেশি অবাক করে রেখেছেন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৬

সাদা মনের মানুষ বলেছেন: এমন ছবি নাইগা ভাইজান, আপনার দূর্দান্ত এ্যডভেঞ্চারের পোষ্টগুলো পাই না ক্যান?

৩১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন:


না এই হেট চলবে না।


এই রকম টুপি লাগবে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৩

সাদা মনের মানুষ বলেছেন: ভবিষ্যতে আবার গেলে আপনার কাছ থেকে এই হ্যাট চেয়ে নেবো B-)

৩২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: অপূর্ব।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সরকার ভাই, ভালো থাকুন, সব সময়।

৩৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১১

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,




খুব নৈসর্গিক .....................

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৩

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, শ্রদ্ধা জানবেন ভাই।

৩৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: নস্টালজিক পোস্ট, অনেক কিছু মনে পড়ে গেল...

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনি অল্প সময়ে লাদাখের একটা ব্যবস্থা করেন হাসান ভাই।

৩৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: লাদাখ এর কিছু এরিয়ার পারমিশন পাওয়া যাচ্ছে না বাংলাদেশী পর্যটকদের জন্য। আর অল্প সময়ে লাদাখ ভ্রমণ করলেও একসপ্তাহ'র ব্যাপার; ঢাকা-দিল্লী-লেহ-দিল্লী-ঢাকা পুরোটা বাই এয়ারে করলেও। :)

০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৭

সাদা মনের মানুষ বলেছেন: এক সপ্তাহ সময়ই নেবো, একটা সুন্দর ব্যবস্থা চাই ভাই।

৩৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৫

নজসু বলেছেন: ঘোড়ায় চড়ে সত্যি আপনাকে রাজার মতো লাগছে।
জড়োয়া পোশাক থাকলে বেশ হতো।
অসাধারণ সুন্দর ছবি আর ক্যাপশন।

০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৭

সাদা মনের মানুষ বলেছেন: রাজার মতো লাগছে নাকি ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়ে চলিল B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.