নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সাদাত হোসাইন › বিস্তারিত পোস্টঃ

থার্মোমিটার

১৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৫

ধবধবে সাদা এপ্রোন পরা তরুণী ডাক্তার মেয়েটার দিকে আমি তাকালাম না।

সে আমার বিছানার পাশে এসে দাঁড়ালো, তারপর বলল, 'চোখ অমন লাল কেন?'

আমি বিড়বিড় করে বললাম, 'জ্বর'।

সে বলল, 'বেশী?'

আমি বললাম, 'হুম'।

সে বলল, 'মাপিয়েছেন? কত জ্বর?'

আমি বললাম, 'না, মাপি নি'।

সে সিস্টারকে ডাকল, 'এই সিস্টার, থার্মোমিটারটা কই? থার্মোমিটার দিয়ে যান'।

আমি বিড়বিড় করে বললাম, 'থার্মোমিটার? থার্মোমিটার কেন?'



সাদা এপ্রোন পরা তরুণী ডাক্তার মেয়েটা প্রবল বিস্ময় নিয়ে আমার চোখে তাকাল, তারপর আমার টকটকে লাল চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকেই কপাল কুঁচকে বলল, 'থার্মোমিটার কেন মানে? আপনার জ্বর মাপতে হবে না?'



আমি ভীতসন্ত্রস্ত হরিণের মত চোখ নামিয়ে নিলাম, খানিক তাকিয়ে রইলাম ধবধবে সাদা মেঝের দিকে, তারপর ফিসফিস করে বললাম, 'কেন? কপালে হাত রেখেও তো জ্বর মাপা যায়, যায় না?'

------------------------------------------------

থার্মোমিটার/ সাদাত হোসাইন

০৯/০৭/২০১৪

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৬

অদ্ভুত_আমি বলেছেন: :P :P :P

২| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৩

লেখোয়াড় বলেছেন:
এটাও ভাল লাগল। ++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.