নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সাদাত হোসাইন › বিস্তারিত পোস্টঃ

বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না...

১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৮

আপনি সুইসাইড করবেন, লাফ দিলেন ১০০ তলা ভবনের ছাদ থেকে।

কি ঘটবে? যাই ঘটুক, তবে এর চেয়ে ফালতু ব্যপার আর হতে পারে না। আপনি ৯৯ তলা পর্যন্ত পড়তেই আপনার মনে হবে রান্না ঘরে গ্যাসের চুলা জ্বলছে, চুলাটা বন্ধ করে রাখা উচিত ছিল, বড় ধরনের যেকোন দুর্ঘটনা ঘটতে পারে।

এরপর ৯৮ তলা, ৯৭ তলা, ৯৬ তলা, ৯৫ তলা, ৯৪, ৯৩, ৯২, ৯১... আপনি পড়তেই থাকলেন, তলা কমতেই থাকল... তবে চিন্তা বাড়তেই থাকবে। হঠাৎ করে মনে পড়বে, মা মনে হয় মোবাইল ফোনে ফোন দিচ্ছে, আপনি কচুর লতি আর চিংড়ি মাছ খেতে চেয়েছিলেন, আপনার বাবা নিশ্চিত বাজারের ব্যাগে ভরে লতি চিংড়ি নিয়ে আসছে। সমস্যা হচ্ছে, এই লতি চিংড়ি রান্না হবে না। কারণ খানিক বাদেই আপনার সুইসাইডের খবর তাদের কাছে পৌঁছে যাবে, বাড়ি জুড়ে প্রবল মাতম শুরু হবে, রাতে ডাইনিং টেবিলে লতি-চিংড়ির বদলে থাকবে কান্না।

গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে মরতে যাচ্ছেন? একটু থামুন প্লিজ, মোবাইল ফোনটা খুলে দেখুন, সে আপনাকে মেসেজ পাঠিয়েছে, 'সরি পাখি, আই লাভ ইউ মোর দ্যান মাই লাইফ। আর কখনোই এমন করব না! ভালোবাসি'। কি আফসোস হচ্ছে? লাফটা আর খানিক সময় পরে দেয়া উচিত ছিল? মেসেজটা দেখে? সরি, এখন আর কিচ্ছু করার নেই।



সত্যি সত্যি গার্লফ্রেন্ড/ বয়ফ্রেনড ভয়াবহ ধরনের প্রতারনা করেছে? পৃথিবীর উপর থেকে বিশ্বাস উঠে গেছে? মৃত্যু ছাড়া আর কোন উপায় নেই? এক্সকিউজ মি, আপনি কি জানেন, আপনি এতদিন ভুল মানুষটিকে ভালবেসেছিলেন, 'পৃথিবীর সবচেয়ে গভীরতম বিশ্বাস আর ভালোবাসা নিয়ে আরেকটি মানুষ আপনার অপেক্ষায় আছে। সেই মানুষটিই ছিল আপনার সত্যিকারের নিয়তি, কিন্তু তাকে পেতে হলেতো আপনাকে বাঁচতে হত। না বুঝে শুনে লাফতো দিলেন। এখন আফসোস করে কি লাভ?



জীবনে কিছুই করতে পারেন নি? কিছুই না? ভালো গান গাইতে পারেন নি, ভালো ছাত্র হতে পারেন নি, পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পান নি, ভালো চাকুরি পান নি, প্রেমের অফার পান নি, আরও কত কত কত কিছু পান নি... ওকে, তাহলে বেঁচে থেকে আর লাভ কি? লাফ দিয়েছেন ভালো করেছেন, মরেন। মরে চিৎপটাং হয়ে থাকুন। জগতের একটা জঞ্জাল কমুক! কি কষ্ট পেলেন? আপনি মরে যাচ্ছেন, কই, দুটো ভালো কথা বলব, কষ্টের কথা বলব, তা না বলে কি সব যা তা বলছি! ওকে, তাহলে চিৎপটাং হয়ে পরে যাওয়ার আগে আরেকটি কথা বলে নেই...



রবিন উইলিয়ামসের নাম শুনেছেন? এই তো কয়েকদিন আগে মারা গিয়েছেন। ভদ্রলোক হলিউডের অভিনেতা, ছোটখাট অভিনেতা না। অস্কার পাওয়া অভিনেতা। বলা হয় পৃথিবীর সর্বকালের সেরা কমেডি অভিনেতাদের মধ্যে একজন তিনি। উনার খ্যতি ছিল, অর্থ ছিল, সুন্দরী স্ত্রী ছিল, সম্মান ছিল... কি কি থাকা সম্ভব একজন মানুষের? তার সবই ছিল। মানুষটার বয়স কত হয়েছিল আপনি জানেন? ৬৩ বছর! মানুষটা সুইসাইড করেছেন! সুইসাইড করে মারা গিয়েছেন। আচ্ছা, আপনিও সুইসাইড করছেন, রবিন উইলিয়ামসও সুইসাইড করল, তাহলে? হিসেবটা কেমন গোলমাল হয়ে গেল না? আপনি না পাওয়ার জন্য সুইসাইড করছেন? তাহলে তিনি? তিনি কেন করলেন?

- ডিপ্রেশনে?

- ওহ, নাউ গট দ্যা পয়েন্ট। আচ্ছা, ডিপ্রেশনটা কি? আপনি কি জানেন, ডিপ্রেশনটা কি?

- যা চাই, তা না পাওয়া...

- উহু, যা চাই, তা না পাওয়াটা ডিপ্রেশন না, ডিপ্রেশন হল স্বপ্নহীনতা। তারাই সুইসাইড করে, যাদের স্বপ্নগুলো আর বেঁচে থাকে না। তা সে যতই পাক, কিংবা না পাক। স্বপ্নহীন মানুষরাই সুইসাইড করে। বেঁচে থাকে স্বপ্নবাজরা... বিশ্বাস হল না? কেন? এই যে পড়ছেন, আর মাত্র কয়েক তলা পরেই মাটিতে আছড়ে পড়বেন। মাথার মগজ গুলো ছিটকে পড়বে। রক্তে ভেসে যাবে ছিন্ন ভিন্ন মাংস পিণ্ড, কিন্তু উপরের কথাগুলো শুনে এখন বাঁচতে ইচ্ছে করছে না? করছে? কেন করছে জানেন? কারণ, এতক্ষণে একটু একটু করে স্বপ্নরা ফিরে আসছে বুকের ভেতর, একটু একটু করে স্বপ্নরা ফিরে আসছে... কিন্তু বড্ড দেরি করে ফেলেছেন মশাই। লাফটা দেবার আগে আরও খানিক ভাবা দরকার ছিল। আরও একটু খানি। এতো অল্পতেই স্বপ্ন বেঁচে দিলে হবে? হবে না রে পাগলা। এতো অল্পতেই স্বপ্ন বেঁচে দিলে হবে না...



প্রতুল মুখারজির নাম শুনেছেন? শুনেন নি? উনার একটা গান আছে, গানটা শুনবেন-



'আলু বেচো, ছোলা বেচো, বেচো বাকড়খানি,

বেচো না, বেচো না বন্ধু, তোমার চোখের মণি...

ঝিঙে বেচো পাঁচ সিকে তে, হাজার টাকায় সোনা,

বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না...'



আর সব কিছু বেঁচে দিন, শুধু এই স্বপ্নটা না। শুধু এই লাল টুকটুকে স্বপ্নগুলো না...

মন্তব্য ৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৩

আমি স্বর্নলতা বলেছেন: বেশ লিখেছেন। ভালো লাগল অনেক।


স্বপ্ন নিয়ে প্রতিটা মানুষই যেন বেঁচে থাকে।

২| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৩

মাঘের নীল আকাশ বলেছেন: চমৎকার লিখেছেন!

৩| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৫

ঢাকাবাসী বলেছেন: বেশ ভাল লাগল কথাগুলো। এই পোড়ার দেশে এসব কথা বলার লোক নেই বললেই চলে। সবাই উৎসাহ দিবে আচ্ছা গুলি খেয়ে মর, ট্রেনের তলায় পড়ে মর, ঘুমের বড়ি খেয়ে মর.. শা , কেউ বলবেনা, মরিস না!

৪| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১৬

শফিক আলম বলেছেন: ভাল লিখেছেন বেঁচে থাকার কথা। মুশকিল হলো পড়তে পারবে ক'জনে! না পড়ার মানুষ থেকে যাবে অনেক। আর তাই যারা আবেগতাড়িত হয়ে আত্মহত্যা করতে চাইবে তারা হয়তো ব্যাপারগুলো উপলব্ধি করবার সুযোগই পাবে না!
একটি স্বতঃস্ফুর্ত সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।

৫| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৬

মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন: Great Motivation

৬| ১৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

এক্স রে বলেছেন: ফেসবুক থেকেই পড়ে ফেলেছিলাম। বেশ ভালো লেখা

৭| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৫

কারুিণক বলেছেন: বেশ ভালো লেখা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.