নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সাদাত হোসাইন › বিস্তারিত পোস্টঃ

অল্পটুকু গল্প

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০১

আমি ভীষণ এলোমেলো, তুমি বলো 'ইট্টুখানি',

রোজ সকালে জুতোর ফিতেয়, লাগিয়ে ফেলি গিট্টুখানি।

হারিয়ে ফেলি রোজ শতবার, চশমা এবং কলমখানি,

কই রেখেছি যাচ্ছি ভুলে, মাথাব্যথার মলমখানি।

ভুলেই গেছি সেই যে কবে, চারটি চোখের সজল দেখা,

বাদল দিনের প্রথম কদম, কে ছুঁয়েছে কাজল-রেখা!

ক্যালেন্ডারের হিসেব-টিসেব, ওসব ভীষণ কষ্ট লাগে,

আমি মানেই ধূসর জীবন, যা ছিল সব পষ্ট আগে।

তবুও কেন অমন করে, ডুবছ রোজই এই আগুনে?

তাকিয়ে দেখ তোমায় ঘিরে, অযুত আঁখি স্বপ্ন বুনে।



আমি ভীষণ এলোমেলো, তুমি বল, 'অল্পটুকুই',

চুপিচুপি দু'জোড়া ঠোঁট, লিখল তাদের গল্পটুকুই।

----------------------------------------------------

অল্পটুকু গল্প/ সাদাত হোসাইন

২৭/০৮/২০১৪

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই সুন্দর হয়েছে ----

২| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪২

আমিনুর রহমান বলেছেন:




দারুন ছন্দময় কবিতায় +++

৩| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ক্যালেন্ডারের হিসেব-টিসেব, ওসব ভীষণ কষ্ট
লাগে,
আমি মানেই ধূসর জীবন, যা ছিল সব পষ্ট
আগে........অনেক ......অনেক ......অনেক .....সুন্দর কবিতা ......আর ......ভীষণ ......ভীষণ.....ভীষণ ....ভালো লাগলো .....+++++++

৪| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৭

মুজাহিদুর রহমান বলেছেন: আসলেই অনেক সুন্দর হয়েছে।

৫| ২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

বেলায়েত মাছুম বলেছেন: দারুণ লিখেছেন ।

৬| ২৮ শে আগস্ট, ২০১৪ রাত ৯:২৩

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার লিখেছেন ।

৭| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১২:১১

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ++++++++++++++++

৮| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: ভালো লাগলো

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

নীল ভোমরা বলেছেন: ভাল!...খুব ভাল!

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে, এক কথায় অসাধারণ!!! +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.