নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সাদাত হোসাইন › বিস্তারিত পোস্টঃ

চোর ও চেয়ার

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৩

বাংলা স্যারের ছেলের সাথে আমার খাতির। বললাম, 'কি রে, তোর বাপ কি রচনা দিছে পরীক্ষায়?

ও বলল, 'দাঁড়া, প্রশ্ন আব্বার ড্রয়ারে, বাইর করি'।

ও প্রশ্ন বের করল, আমি বললাম 'স্যার কই?'

ও বলল, 'গোসলে গেছে, তারাতারি দেখ'। আমি একপলক দেখলাম, এই মুহূর্তে স্যার উঠান থেকে ডাকলেন, 'কি রে, এখনও খাবার হয় নাই!' আমি ঝট করে প্রশ্ন রেখে উঠে দাঁড়ালাম, তার আগে একঝলকে দেখলাম, রচনা আসছে 'চেয়ারের আত্মকাহিনী'। আমি আনন্দে বগল বাঁজাতে বাঁজাতে বাড়ি ফিরলাম। ৭ দিন পরে পরীক্ষা। 'চেয়ারের আত্মকাহিনী' ঠোঁটস্থ করে ফেললাম। পরীক্ষার দিন বাংলা পরীক্ষার খাতা দিয়েছে, প্রশ্ন দিবে ঘণ্টা পরার পর। কিন্তু তার আগেই আমি রচনা লেখা শুরু করে দিয়েছি, চেয়ারের আত্মকাহিনী।

পরীক্ষা শেষে বের হয়ে দেখি, ওটা আসলে একটি 'চেয়ারের আত্মকাহিনী' ছিল না, ওটা ছিল, 'চোরের আত্মকাহিনী'।



আজ এই গল্প একজনকে বলছিলাম। তিনি হঠাৎ বললেন, 'তুমি তো ঠিক ই লিখেছ, 'চোর আর চেয়ার তো একই জিনিস!''।

আমি বললাম, 'মানে কি?'

উনি বললেন, 'ভালো করে তাকাও, তাহলেই বুঝবে, আজকাল চোর আর চেয়ারে কোন পার্থক্য নাই। চেয়ার মানেই চোর... চোর মানেই চেয়ার।'

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫

শ্রীঘর বলেছেন: ভাল লিখেছেন। আজকাল বড় বড় চুরিগুলি চেয়ারে বসেই সম্পাদিত হয়। চোরের সমার্থক শব্দ চেয়ারই হওয়া উচিত।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২০

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: দ্বিধায় পড়ে গেলাম, আমার চেয়ার খানিরে এখন কি করি, কোথায় বসি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.