নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সাদাত হোসাইন › বিস্তারিত পোস্টঃ

লাইফ সাপোর্ট

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬

আমি শুনে চমকে উঠলাম!

তিনি আমার দীর্ঘদিনের পরিচিত মানুষ, হঠাৎ বললেন, 'ধুর মিয়া, আপনি ফেসবুকে যেই জাম্বুরা গাছের ছবি দিছেন, ওগুলো কি আসলেই জাম্বুরা গাছ?'

আমি বললাম, 'হ্যা', কেন?'

উনি বললেন, 'আপনি শিওর?

আমি বললাম, 'সিওর না হওয়ার কি আছে?'

উনি আমতা আমাতা করে বললেন, 'কিন্তু আমিতো জানি, জাম্বুরা গাছ হয় লতার মত!'

আমি অদ্ভুত চোখে তাকিয়ে রইলাম। খুব অদ্ভুত চোখে। পরে অবশ্য সেই গল্প মনে পড়ল, কোন এক ছোট্ট মেয়ে খুব আহ্লাদ করে তার বাবাকে জিজ্ঞেস করেছিল, 'আব্বু, আব্বু, ধান গাছে কি কাঠ হয়?'



আমার জীবন এমন অদ্ভুত সব অভিজ্ঞতায় পূর্ণ। আমার পরিচিত এক আপুর মেয়ে টুপুর। ১২-১৩ বছর বয়স। নন্দন না ফ্যান্টাসি কিংডমের ওয়াটার ওয়ার্ল্ড ঘুরে এসে খুব উত্তেজিত। সেদিন হঠাৎ আমার সাথে দেখা, বলল, 'মামা, মামা, জানো? ওয়াটার ইজ দ্যা বেস্ট থিং অফ দ্যা ওয়ার্ল্ড টু মেক ফান'।

আমি বললাম, 'তাই?'

ও বলল, 'হুম, আই জাস্ট লাইক ওয়াটার'।

আমি বললাম, 'সাঁতার জানো?'

ও বলল, ;না, তবে লাইফ সাপোর্ট দিয়ে ভেসে থাকতে পারি, কি যে মজা!'

আমি বললাম, 'তুমি কি জানো, দেশের উত্তরাঞ্চল পানিতে পানিতে ভেসে যাচ্ছে? তুমুল বন্যা'

ও সাথে সাথে বলল, 'ওয়াও... আমি যাবো মামা, আমি যাবো। সব জায়গা পানিতে ডুবে আছে?'

আমি বললাম, 'হ্যা'।

ও বলল 'ওয়াটার ওয়ার্ল্ডের মত?'

আমি জবাব দিলাম না। ও বলল, 'চলো না মামা, আমরা সবাই মিলে ঘুরে আসি, চলো। ভয় কি, লাইফ সাপোর্ট তো থাকবেই! অনেক মজা হবে!'

আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, 'কিন্তু সবার তো লাইফ সাপোর্ট থাকে নারে!'

ও বলল 'তুমি কাদের কথা বলছ!'

আমি বললাম, ওখানকার লক্ষ লক্ষ মানুষের কথা'।

ও বলল, 'ওদের লাইফ সাপোর্টের কি দরকার, ওরাতো সাঁতার জানেই। ওদের তো অনেক মজা!অনেক!!

আমি আর কথা বললাম না। আমার আর কথা বলতে ইচ্ছে করল না। বিশাল উত্তরাঞ্চল জুড়ে লক্ষ লক্ষ পানিবন্দি মানুষের মুখ ভেসে উঠল চোখে। ভেসে যাচ্ছে ফসলের মাঠ, ঘরের চালা, গবাদিপশু, শিশুর শরীর, আগামী কালের দিন, দিনের সকাল, সকালের স্বপ্ন, বেঁচে থাকা, আগামী । সব ভেসে যাচ্ছে। সব...



একটা লাইফ সাপোর্ট আসলেই খুব দরকার, খুব... খুব...



সাঁতার না জানা মানুষদের 'ভেসে থাকার' জন্য?

না, না, সাঁতার জানা মানুষদের ''বেঁচে থাকার'' জন্য।

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩

অপূর্ণ রায়হান বলেছেন: একটা লাইফ সাপোর্ট আসলেই খুব দরকার, খুব... খুব...

সাঁতার না জানা মানুষদের 'ভেসে থাকার' জন্য?
না, না, সাঁতার জানা মানুষদের ''বেঁচে থাকার'' জন্য।

শেষের কথাটুকু বেশী ভালো লাগলো ও সহমত ।

ধান গাছে কাঠ - এই কথোপকথনটা যতদূর জানি জিন্নাহ সাহেব আর তার মেয়ের মধ্যে হয়েছিলো ,

ভালো থাকবেন ।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৯

আমি ইহতিব বলেছেন: ভালো লিখেছেন। +

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন লিখেছেন তো -- লেখায় কোটি কোটি প্লাস দিয়ে গেলাম

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: বৈষম্যে এরকমটাই তো হতে দেখি। বারবার।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: এক কথায় অপূর্ব।

"ওয়াটার ইজ দ্যা বেস্ট থিং অফ দ্যা ওয়ার্ল্ড টু মেক ফান" ++++

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫০

নাভিদ কায়সার রায়ান বলেছেন: ভালো লাগলো

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৯

বাংলার পাই বলেছেন: চমৎকার লিখেছেন। অনেক অনেক ভালো লাগা জানিয়ে গেলাম।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩০

ওয়্যারউলফ বলেছেন: এত ভাল , ভাল না !!!

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৪

ডি মুন বলেছেন: " একটা লাইফ সাপোর্ট আসলেই খুব দরকার, খুব... খুব... "

উত্তরাঞ্চলের মানুষের জন্য সমবেদনা রইলো। আর জানি, কেউ লাইফ সাপোর্ট দিক না দিক তারা বাঁচবেই।

তবু আশা এই যে, আমরা যারা নিরাপদে আছি ও সামর্থ্য আছে অন্তর্চক্ষু জাগ্রত হোক। বন্যার্তদের সাহায্যে সবাই কিছু না কিছু অবদান রাখি।


ভালো থাকুন সর্বদা। শুভেচ্ছা

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৭

বোকামানুষ বলেছেন: প্রোফেসর শঙ্কু বলেছেন: বৈষম্যে এরকমটাই তো হতে দেখি। বারবার।

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৮

অতঃপর জাহিদ বলেছেন: এদের কাদের বাঁচানো খুব জরুরী আমার মতো সাঁতার না জানাদের নাকি সাঁতার জানাদের!

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৫৯

কিউপিডের ডানা বলেছেন: দুঃখ লাগছে সরকারের এই অন্ধত্ব দেখে :) আসলে আমাদের সকলেরই লাইফ সাপোর্ট দরকার. এসব বন্ধক রাখা লাইফ নিয়ে আর কত কাল চলবো !!

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার!

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০২

ইমরান নিলয় বলেছেন: ভালো বলসেন। এমনই হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.