নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সাদাত হোসাইন › বিস্তারিত পোস্টঃ

ভাংতি কবিতা

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৩

১/

মানুষ মানেই বেঁচে থাকা হাড়, করোটি,

ঠকুক সবাই, আমার শুধু, চাই বড়টি।

২/

তোমার চোখ চেয়েছি বলে, এমন ডুবল আমার চোখ,

অমন অথৈ জলে রোজ, আমার ডুব সাঁতারটা হোক।

শোন কাজল চোখের মেয়ে, আমি তোমার হব ঠিক,

তুমি ভীষণ অকুল পাথার, আমি একরোখা নাবিক।

৩/

আমাদের দেখা হলেই চন্দনের সুবাস ছড়াত,

কনক্রিটের ফুটপাত জুড়ে হেসে উঠত বকুল,

কিংবা পাপিয়ার গান।

অথচ অনায়াস পদভারে তুমি সীমানা পেরুলে,

ছুঁয়ে দিলে অন্য কোন প্রাণ।



বুকের ভেতর তখন, জেগে ওঠে কাঠের কফিন,

জেগে ওঠে কর্পূরের ঘ্রাণ।

৪/

আমাদের কিছুই নেই

অথচ সবটা সময় জুড়ে ভাবি

এই বুঝি নিঃস্ব হলাম...

৫/

এই মৃতের শহর, বেঁচে আছে লাশের শরীরে,

অথচ সারি সারি কঙ্কাল ছোটে আরোগ্য সদনে।

জানে কি কেউ? কে কোথায় আছে বেঁচে,

এই অকাল বোধনে?

৬/

একটা হৃদয় ভাবল ভীষণ,

কাঁদল একা, কাঁপল ভীষণ,

কান্না ছুঁয়ে বলল হেসে, দুঃখপুরে চল।

একটা দিনের সবটুকু ঋণ,

এক জীবনের দহন গহীন,

অশ্রু টলমল।

বুকের ভেতর যে মেঘ উড়ে,

থাকুক সকল সকাল জুড়ে,

তার ছায়াতেই না হয় ঢাকুক

চক্ষু ছলছল।

বুকের ভেতর লুকিয়ে কাঁদুক

ক্লান্ত চোখের জল...

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৮

ডি মুন বলেছেন: ১, ২, ৪, ভীষণ ভালো লাগলো। বাকী গুলোও সুন্দর।


শুভেচ্ছা রইলো কবির প্রতি।



"আমাদের কিছুই নেই
অথচ সবটা সময় জুড়ে ভাবি
এই বুঝি নিঃস্ব হলাম... "

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩৭

লিখেছেন বলেছেন: সুন্দর

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৫

কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগলো । কিছু কিছু প্যারা বেশী ভাল । :)

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৬

বাংলার পাই বলেছেন: বাহ! চমৎকার লিখেছেন।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সবগুলোতেই চরম ভাল লাগা রেখে গেলাম ---- ভীষণ ভীষণ সুন্দর

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

আধখানা চাঁদ বলেছেন: ১,২,৫,৬ অসাধারণ লেগেছে। অসাধারণ লেখনী, অসাধারণ ভাবনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.