নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সাদাত হোসাইন › বিস্তারিত পোস্টঃ

একা

০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৩

কেউ বলেছে রাত নিশীথে, একলা পথে হাঁটতে মানা,
কেউ বলেছে থাকবে পাশে, দুঃখগুলোর কাটতে ডানা।
কেউ শেখাল কেমন করে, বাসব ভালো দুঃখ গুলো,
কেউ দেখাল কিসের জলে, মুছব স্মৃতির সুক্ষ্ম ধুলো।
কেউ করেছে সহজ ভীষণ, কেউ করেছে শক্ত-রোখা,
কেউ করেছে হিংস্র পশু, ছায়ার ভেতর রক্ত শোঁকা।
কেউ হেসেছে দুঃখ দেখে, কাজল চোখে মিথ্যে রেখা,
কেউ ভেসেছে নোংরা স্রোতে, জীবনটাকে বৃত্তে দেখা।
কেউ ছুঁয়েছে খেয়াল খুশিতে, কেউ ছুঁয়েছে রোজ বাহানায়,
কেউ বলেছে ভীষণ দামী, কেউ নিয়েছে খোঁজ দো'আনায়!
বিদায় বলে কেউ গিয়েছে, কেউ গিয়েছে ভীষণ চুপি,
কেউ ঢেকেছে চোখ আঁধারে, কেউ বিভীষণ বহুরুপী।
কেউ বলেছে হাত বাড়াবে, বিষণ্ণতার বিষাদ দিনে,
কেউ বলেছে প্রেমের দামে, কষ্ট সকল নেবেই কিনে।
দিনের শেষে একলা থাকা, কষ্ট আঁকা বুকের ভেতর,
কেউ থাকে না দিন ফুরালে, কোথায় কবে কে ছিল তোর?
-------------------------------------------------------------
একা/ সাদাত হোসাইন
২৩/১০/২০১৪

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:১০

যোগী বলেছেন:
ভালো লেগেছে। পড়িয়া আরাম পাইলাম।

২| ০৩ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫২

মোর্শেদ আলম কায়ান বলেছেন:

কেউ ছিলনা তোর কখনো, শোনরে মন তুই একা
বুকের ভেতর ধুঁক ধুঁকানি ধুঁকতে গিয়েই শেখা!
হাত বাড়িয়ে ছুঁইল না হাত, মন বাড়িয়ে মন,
খাটি হীরে চিনল না কেউ, সবাই, ব্যস্ত বিভীষণ!





ভাই, অসাধারণ লিখেছেন। সরাসরি প্রিয়তে।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪০

ডি মুন বলেছেন: কেউ ভেসেছে নোংরা স্রোতে, জীবনটাকে বৃত্তে দেখা। ----- এ পর্যন্ত দারুণ ছন্দময় হয়েছে। তারপর থেকে যেন একটু ছন্দপতন হয়েছে বলে মনে হল।

সুন্দর লেখা। কবিকে শুভেচ্ছা ++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.