নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সাদাত হোসাইন › বিস্তারিত পোস্টঃ

নিশাচর

১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৯

মেয়েটা কেবল ফ্রক ধরেছিল, বেণি খুলে এলো চুলে,
আমিও তখন লুকিয়ে তাকাই আড়চোখে ভুলে ভুলে।
বুকের ভেতর, লুকিয়ে কে তোর, কি জানি কষ্ট বাজে,
মেয়েটা তখন কাজলে কেবল দু'চোখে পষ্ট সাজে।

লাল পেন্সিল দু'টাকা নগদ, দু'টাকা রেখেছি বাকী,
পরী মেয়েটারে চুপি চুপি রোজ বুকের খাতায় আঁকি।
রোজ রাত্তিরে সেই পরী মেয়ে বুক ভেঙে চোখে আসে,
স্বপনেরা সব হাওয়া তিরতির, নীল পদ্মরা ভাসে।

ভেজা শিউলীর সেই ভোরবেলা পরী মেয়ে হল ভোর,
মুঠিমুঠি আলো ঘাসেদের ছুঁয়ে, হয়ে এলো যেন ঘোর।
ঠোঁট খুলে মেয়ে যেই হেসেছিল, আমি কেঁপে গেছি মূলে,
জানত সে মেয়ে, আমি নিঃশেষ, এতটুকু মন ছুঁলে।

তারপর মেয়ে হারালো কোথাও, সুদুর অস্তাচলে,
আমি চেয়ে থাকি নিশাচর পাখি, ডানা ভাঙা ঝড় জলে।
সময় ছুটেছে মুছে দিতে স্মৃতি, নাম ধাম কেউ ভোলে,
কারও বুকে আজও সেই পরী মেয়ে, কান্নার ঢেউ তোলে।
--------------------------------------------------------------
নিশাচর/ সাদাত হোসাইন
০১/০৯/২০১৪

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৪

পরিবেশ বন্ধু বলেছেন: কবিতায় ভাললাগা ।

২| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৯

যোগী বলেছেন:
লাল পেন্সিল দু'টাকা নগদ, দু'টাকা রেখেছি বাকী,
পরী মেয়েটারে চুপি চুপি রোজ বুকের খাতায় আঁকি।


স্যাড স্টোরি :(

৩| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৯

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.