নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সাদাত হোসাইন › বিস্তারিত পোস্টঃ

তুমিও ছিলে, আমিও ছিলাম

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৮

পথের ধারে ঘুমিয়ে থাকা শিউলী ফুলের বুকের ভেতর, তুমিই ছিলে।
তুমিই ছিলে রোজ দুপুরে, ভীষণ একা থমকে থাকা আকাশ নীলে।
রাত নিশীথে শিশির ভেজা ঘাসের কোলে, তুমিই ছিলে।
ভ্রষ্ট সকল ভোর কুয়াশায়, স্বপ্নগুলোর দূর ধোঁয়াশায়, তুমিই ছিলে চুপটি করে।
আমিও ছিলাম পথের ধারেই, ধুলোর ভেতর, আগুন জ্বলা চুলোর ভেতর,
খড়ি কাঠের দহন বুকে রোজ লুকিয়ে, হিসেব নিকেশ সবটা ভুলে, খোঁজ চুকিয়ে-
হারিয়ে গিয়ে আমিও ছিলাম, ছাইয়ের মতন পুড়িয়ে দিলাম, সবটা ব্যথা,
তোমার দেয়া কষ্ট কথা, সবটা ভীষণ ছড়িয়ে দিলাম। জড়িয়ে নিলাম নীল আকাশের কষ্টগুলো
নষ্ট পথের পষ্ট হওয়া কষ্টধুলো। মেখেই নিলাম পায়ের ভেতর, গায়ের ভেতর।
পথের ধারে তুমিও ছিলে, আমিও ছিলাম।
তবুও কেবল, পুড়ে যাওয়ার দহন বুকে
আমার পোড়া পাঁজরখানির বসল নিলাম।
শুন্য বুকে, শুন্য চোখে, সবটা জীবন বিলিয়ে দিলাম।
উনুন জুড়ে দহন দেখেও ভাঙল না ভুল, ভাবছি কেবল, মিথ্যেটা সেই-
পথের ধারে তুমিও ছিলে, আমিও ছিলাম
-------------------------------------------------
তুমিও ছিলে, আমিও ছিলাম/ সাদাত হোসাইন
১৩/১০/২০১৪

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৩

আমি স্বর্নলতা বলেছেন: কবিতায় ভালোলাগা রেখে গেলাম।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২৬

যোগী বলেছেন:
আপনে মিয়া ভালো লেখক

২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৮

সাদাত হোসাইন বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.