নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম \'বোধ\'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবি

সাদাত হোসাইন

লিখি, ফিল্ম বানাই, ছবি তুলি। বই প্রকাশিত হয়েছে ৫ টি। উপন্যাস, ছোট গল্প আর (অ)কবিতার বই। প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম 'বোধ'। ২০১৩ তে জিতেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড। স্বপ্নের সবটা জুড়ে গল্প। সেই গল্প বলতে চাই লেখায়, চলচ্চিত্রে, ছবিতে...

সাদাত হোসাইন › বিস্তারিত পোস্টঃ

মন খারাপের বিষাদ প্রহর

০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:১৭

মন খারাপের বিষাদ দিনে, থাকবে মনে
কে-ই বা নিলে, একটুখানি কে-ই বা দিলে।
থাকবে মনে দুঃখ জমা কতক খানি, কতকখানি অশ্রু জমা ছলছলে চোখ।
মন খারাপের একলা দিনে একটু নিও আমায় কিনে,
আমায় কিনো একলা প্রহর, একলা শহর, ভীষণ তাপে,
একটুখানি প্রেমের ভাপে, আমায় চিনো। যন্ত্রণাদের বুকের ভেতর রাখছি চেপে।
রাখছি মেপে কতকটা পথ হেঁটেই এলাম, বুঝে পেলাম কার কতটুক, কি হারালাম!
মন বাড়ালাম ঐ আধারে আস্থা ভেবে, তার কতটা মিথ্যে ছিল, জিততে ছিল ছল কতটা!
তার সকলি থাকবে মনে, মনখারাপের বিষাদ ক্ষণে।
মন খারাপের বিষাদ প্রহর, বিস্বাদ ভীষণ, বুকের গহন, যতটা পথ দহন শেষে
এই এসেছি অবশেষে। তার সকলি তোমায় দিলাম।
আমি কেবল কুড়িয়ে নিলাম জলের ফোঁটা
যার আখরে অমনি লেখা, এইজীবনের গল্প সকল
অতল জলে লুকিয়ে থাকা জীবন গোটা।


~ মন খারাপের বিষাদ প্রহর/ সাদাত হোসাইন
০১/০৩/২০১৫

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:২৩

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: মন বাড়ালাম ঐ আধারে আস্থা ভেবে, তার কতটা মিথ্যে ছিল, জিততে ছিল ছল কতটা!

বাহ্..দারুণ :)

২| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:২৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
তার সকলি থাকবে মনে, মনখারাপের বিষাদ ক্ষণে।

ভালোলাগা রইল কবি, কেমন আছেন ?

০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:৫৭

সাদাত হোসাইন বলেছেন: হা ভালো। াপনি ভালো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.