নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাগজপত্র অনুযায়ী বৈধ বেকার ...

নাজমুল ইসলাম সাদ্দাম

কাগজপত্র অনুযায়ী বৈধ বেকার ....

নাজমুল ইসলাম সাদ্দাম › বিস্তারিত পোস্টঃ

আত্মতৃপ্তি (অণু গল্প )

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৩৮




--চাচা , যাবেন ?
--কই যাবেন ?
--মোড়ের উপর ।
--হ, যামু ।
--কত ?
--২০ টাকা ।
--২০ টাকা কেন , ভাড়া তো ১০ টাকা ।
--১০ টাকায় ১ প্লেট ভাত হবে বাবা ।
--আচ্ছা চলেন ।

শহরের বেশির ভাগ রিক্সাই যান্ত্রিক । পরিশ্রম কম । এর উপর অনেক চালকরা এখন বিভিন্ন অজুহাতে যাত্রীদের কাছ থেকে টাকা দাবি করে । নাফিম বেশ কয়েকবার এরকম পরিস্থিরির সম্মুখীন হতে হয়েছে । সে এখন যে রিক্সায় উঠেছে , সেটা পায়ে চালিত । চালকরে বয়স তাঁর বাবার বয়সের চেয়ে বেশি । ১০ টাকা ভাড়া বেশি দাবি করায় নাফিমের কাছে আশ্চর্য লাগে । আর তাছাড়া রাত ১১টার সময় পায়ে চালানো রিক্সা সচারচার দেখা যায় না । যাদের পাওয়া যায় তারা ডাবল ভাড়া দাবি করে ।
--বাসায় কে কে আছেন, চাচা ?
--তোমার চাচী আছে ।
--ছেলে মেয়ে নেই ?
--ছেলে আছে , তিন জন । সবাই বিয়ে করে সংসার করছে । নিজের সন্তান নিয়ে ব্যাস্ত ।
--আপনি এতরাত পর্যন্ত আছেন যে ?
--চাউল কেনার টাকা হলেই চলে যাব ।
--কেন সারাদিনে চাউল কেনার টাকা হয় নি ?
--আমি তো এসেছি সন্ধ্যা পর । এক মাস যাবত তোমার চাচীর টাইফয়েড জ্বর । বাড়ীর কাজ সেরে, ওকে গোসল করিয়ে ,খাওয়াই বের হতে হতে সন্ধ্যা হয়ে গেছে । এসে ১৫০ টাকা ভাড়া মেরেছিলাম । টিউব নষ্ট হয়ে গেছিল । ১২৫ টাকা দিয়ে টিউব কিনেছি । আর মেকার ১৫ টাকা দিয়েছি লাগানোর জন্য । কাছে আছে ১০ টাকা ।
--চাচীকে ডাক্তার দেখিয়েছেন ?
--হ , বাবা , দেখিয়েছি ।
-- ওষুধ খাওচ্ছেন ?
-- হ , বাবা । অনেক দামি দামি ওষুধ । ওর ওষুধ কিনে সংসার চালাতে হিমিসিম খাচ্ছি । আবার , ফলমূল ও খাওয়াতে বলেছে ।

চাঁদনী রাত । নাফিম রিক্সা থেকে নেমে হাঁটছে । রিক্সা চালাক তখনও নাফিমের চলে যাবার দিকে অবাক করা চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। যে তাকিয়ে থাকার মাঝে আছে বুক ভরা ভালবাসা আর চোখ জোড়া মায়া । নাফিম রিক্সা থেকে নামার সময় তাঁর মানিব্যাগে থাকা ১৫০ টাকা ( যারা ছাত্র জীবনে জাতীয় পেশা টিউশনি করে চলে , মাসের শেষের দিকে এসে তাদের সবার হাতেই টানাটনি পড়ে) দিয়ে , বলে , চাচা আপনি আর কিছুক্ষন শহরে থাকেন । চাল কেনার টাকা হয়ে যাবে । আর এই টাকা দিয়ে চাচীর জন্য ফল কিনে নিয়ে যাবেন । কাউকে এই রকম আবেগী পরিস্থির মাঝে ফেলতে পারাটা নাফিম বেশ উপভোগ করে । আত্মতৃপ্তি পায় । টাকা নামক কাগজের বস্তু হাতে নিয়ে রিক্সাওয়ালা তখনো নাফিমের চলে যাবার দিকে তাকিয়ে ।

মন্তব্য ৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৮:০৪

তারেক_মাহমুদ বলেছেন: একজন দরিদ্র মানুষের মুখে একটু হাসি ফুটানোর মধ্যে আনন্দ আছে। অনুগল্প ভাল লাগলো।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০২

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: ধন্যবাদ ।

২| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩৬

কানিজ রিনা বলেছেন: খুব সুন্দর লিখেছেন,গরীব হত দরিদ্রর এরকম
মুখে একটু হাসি ফুটানোটা অনেক তৃপ্তির।
কখনও মুরব্বির রিক্সায় উঠলে নিয়ম মত
ভারা দিয়েও যদি সামর্থ থাকে কিছু টাকা
সাহায্য করা উচিৎ। ধন্যবাদ।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৬

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: ভাল লাগলো অাপনার কথা গুলো । সেরকমটই চেষ্টা করি সব সময় । ধন্যবাদ আপনাকে ।

৩| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩৮

নিরাপদ দেশ চাই বলেছেন: অনেক ভাল লাগল । নাফিমের জন্য অনেক অনেক শুভকামনা

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৬

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: ধন্যবাদ ।

৪| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪১

মিরোরডডল বলেছেন: এই বয়সে কেউ কাজ করছে দেখতে সত্যিই বেদনাদায়ক
This is retirement age. He should play with grand kids and relax.
কিভাবে একটি ছেলে এই বয়সে তার বাবাকে কাজ করাতে পারে
pathetic!!!!

৫| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৪

মিরোরডডল বলেছেন: কিন্তু বাস্তব জীবনে এটি ঘটছে
আমি মন্তব্য ২ সঙ্গে একমত
We must support them as much as we can

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৮

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: সহমত । ধন্যবাদ ।

৬| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৮

খাঁজা বাবা বলেছেন: মানুষ কে আনন্দ দেওয়ার মাঝে আনন্দ আছে

৭| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৮

খাঁজা বাবা বলেছেন: মানুষ কে আনন্দ দেওয়ার মাঝে আনন্দ আছে

৮| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫১

পদ্মপুকুর বলেছেন: আরোপিত চেতনার বদলে এই অনুভূতি ছড়িয়ে পড়ুক প্রাণে প্রাণে, মানবে মানবে।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৯

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: এটা আমাদের সবার প্রানের চাওয়া হোক । ধন্যবাদ ।

৯| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫১

মোস্তফা সোহেল বলেছেন: গল্প ভাল লেগেছে।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৯

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: ধন্যবাদ ।

১০| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: এই রকম মানূষদের মুখে আমরা ইচ্ছা করলেই হাসি ফোটাতে পারি।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১০

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: আমাদের উচিত সুযোগ থাকলে সেই ইচ্ছে টা করার । ধন্যবাদ ।

১১| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৮

আকিব হাসান জাভেদ বলেছেন: সাহায্যর হাত প্রসারিত হউক এমন সব অসহায় মানুষের জন্য । সাহায্যে সম্পদ বৃদ্ধি পায় কমে না । আমার আপনার একটু ক্ষণিক সাহায্য এক বেলা খাবারের খরচ হলে আত্মতৃপ্তির আনন্দ আমরাই সব চেয়ে বেশি ভোগ করবো। অনেক খুশি হলাম । ধন্যবাদ লেখককে।

০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৭

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: আমাদের ও সেই চাওয়া । ধন্যবাদ আপনাকে ।

১২| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: গল্প থেকে আমরা শিক্ষা নিলেই ভাল।

০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৮

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: ধন্যবাদ ।

১৩| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কাউকে কিছু দিতে পারলে খুবই ভালো লাগে কিন্তু সবসময় তা হয়ে উঠেনা। ভালো লেগেছে।

০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫১

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: মন থেকে চাইলে দেখবেন , কিভাবে কিভাবে আপানর অজান্তেই সেই চাওয়া পূর্ণ হয়ে গেছে । ধন্যবাদ আপনাকে ।

১৪| ০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৬

*** হিমুরাইজ *** বলেছেন: আমাদের দেশে গরীবদের জন্য কেউ মনে হয় মন থেকে কিছু করেনা।

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: করে না , ব্যপারটা হয়ত এমন না হতে পারে । আমার পরিচিত অনেকেই আছে যারা করে , কিন্তু নীরবে নিভৃতে । তবে হ্যাঁ , সেটা হয়ত তুলনামূলক ভাবে কম । ধন্যবাদ আপনাকে ।

১৫| ০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৫

আবু ফুলান বলেছেন: শুধরে নেন। আত্নতৃপ্তি নয়, আত্মতৃপ্তি । ত+ম

সুন্দর লিখেছেন। ছোট্ট ছোট্ট সুন্দর আচরণগুলোই আমাদের পৃথিবীকে অনেক বড় আর অর্থপূর্ণ করে তোলে।

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: আমরাও হয়ত সেই সুদিনের অপেক্ষায় । ধন্যবাদ আপনাকে ।

১৬| ০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো কাজ করতে পারলে তৃপ্তি মেলে।

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: সহমত । ধন্যবাদ আপনাকে ।

১৭| ০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমাদের উচিত সুযোগ থাকলে সেই ইচ্ছে টা করার । ধন্যবাদ ।

জ্বী অবশ্যই।

১৮| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

তারেক ফাহিম বলেছেন: শিরোনামের সাথে গল্প যথার্থ +
অাত্মতৃপ্তির চেয়ে পরম সুখ অার কী হতে পারে?

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২০

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

১৯| ০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন: শিক্ষণীয় এবং অণুগল্প হিসেবে অত্যন্ত দুর্বল

২০| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:১২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মানুষতো তারাই যারা অন্যর ব্যাথায় ব্যাথাতুর হয়। আপনার এই মহৎ কর্ম ফল নিশ্চয় পাবেন। সবাই আমরা যদি এমন মানুষ হতে পারতাম। গরীব দু:খী মানুষজনের মুখ আর মলিন থাকতো না। আসুন সবাই সবার তরে হই।

০৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৫

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: আমরাও চাই সবাই সবার তরে একাত্ম হয়ে যেতে । ধন্যবাদ আপনাকে ।

২১| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৫

আমি তুমি আমরা বলেছেন: খারাপ না।

০৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:২২

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: ধন্যবাদ ।

২২| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৪

রায়হানুল এফ রাজ বলেছেন: অন্যের মুখে হাসি ফোটাতে পারা অনেক বড় সার্থকতা।

০৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৬

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

২৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৮

বর্ষন হোমস বলেছেন:
ভাল লেগেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.