নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাগজপত্র অনুযায়ী বৈধ বেকার ...

নাজমুল ইসলাম সাদ্দাম

কাগজপত্র অনুযায়ী বৈধ বেকার ....

নাজমুল ইসলাম সাদ্দাম › বিস্তারিত পোস্টঃ

বৃদ্ধ - দিনের ডায়েরি ১

২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৭



৭৫ উর্ধ্ব বৃদ্ধ ডাক্তারের চেম্বারের সামনে বসে আছেন। পাশেই দুইটা ক্রাচ। হাতে প্রেসক্রিপশন। এদিক ওদিক তাকাচ্ছেন।
অল্পবয়স্কা গৃহবধূ এসেছেন তাঁর শ্বশুরকে ডাক্তার দেখানোর জন্য। শ্বশুরকে ডাক্তার দেখিয়ে চেম্বার থেকে বের হবার সময় খেয়াল করেন সেই বৃদ্ধ মানুষটা সেভাবেই এদিক ওদিক আঁকিবুঁকি করছে। তিনি জিজ্ঞাসা করেন,
"চাচা আপনি এখানে বসে কেন? "
"মা, আমার পায়ের এক্সরে করাতে হবে, ডায়াগনস্টিক সেন্টার এখান থেকে বেশ দূর। ক্রাচ দিয়ে চলতে খুবই কষ্ট হয়। একা অটো বা রিক্সায় উঠতে পারবো না। তাই অপেক্ষা করছি। কি করবো।
--আপনার সাথে কেউ আসেন নি?
--না, মা কেউ আসে নি।
মেয়েটা তাঁর শ্বশুরকে রিক্সায় তুলে দিয়ে ফিরে এসে বৃদ্ধ কে বলে চাচা চলেন আমি যাচ্ছি। বৃদ্ধ বিস্ময়কর চোখজোড়া দিয়ে তাঁর দিকে তাকিয়ে বলে চলো মা।
এই মেয়েটা বৃদ্ধকে নিয়ে এক্সরে করিয়ে আনে, রিপোর্ট দেখিয়ে তাকে রিক্সায় তুলে দেন।
হাজার বছর ধরে লালিত হোক এই মানবিকতা, এই ভালবাসা।

(বোধোদয় হোক সেই সমস্ত মানুষদের যাদের হাতে পর্যাপ্ত সময়, সুযোগ থাকা সত্বেও চোখের সামনে এরকম অবস্থা তৈরি হলেও এড়িয়ে যায়। সৃষ্টিকর্তা না করুন, হয়ত তার/তাদের পিতামাতা অথবা কাছের কেউ এই অসস্থায় পড়তে পারেন। )

নাজমুল ইসলাম সাদ্দাম
৯ই কার্তিক , ১৪২৫।


[ ছবি ইন্টারনেট থেকে সংগ্রহীত ]

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: আমি সব সময় বলি- মানবতা হচ্ছে সবচেয়ে শল জিনিস। দামী।
ধর্মের চেয়ে মানবতা বড়।

২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৫

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ ভাই ।

২| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৬

মাহমুদুর রহমান বলেছেন: রাজীব ভাইর সাথে আমি একমত না,তবে আমি বলব
মানবতা আসে ধর্মীয় বিশ্বাস এবং অনুভূতি থেকে, "যে ধর্মকে পালন করে সে যেন মানবতাকে লালন করে।"

২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৪

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: রাজীব ভাই বা আপনি, দুজনই ঠিক, আপনাদের নিজ নিজ জাইগা থেকে । ধন্যবাদ।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৬

হাবিব বলেছেন: বৃদ্ধরা বলে দেয় নিরবে, অহে যুবক আমিও একদিন তোমার মতো ছিলাম। তোমাকেও একদিন আমার মতো হতে হবে, যদি বেঁচে থাকো।

২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩১

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: সহমত ।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৯

আরোগ্য বলেছেন: মাঝে মাঝে ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তা হয়। তারপর বলি আল্লাহ ভরসা।

২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩০

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: আল্লাহ ভরসা।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


ঘটনা, নাকি কল্পনা?

২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৯

নাজমুল ইসলাম সাদ্দাম বলেছেন: ঘটনা ,ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.