নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাগজপত্র অনুযায়ী বৈধ বেকার ...

নাজমুল ইসলাম সাদ্দাম

কাগজপত্র অনুযায়ী বৈধ বেকার ....

নাজমুল ইসলাম সাদ্দাম › বিস্তারিত পোস্টঃ

মায়ের গন্ধ

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৫


--ভাই আপনি কি পাগল হয়ে গেছেন ?
-- কেন , আমারে দেখে তোর এ রকম মনে হচ্ছে কেন?
-- আপনি এই এক নাড়ু আর কয়বার শুকে দেখবেন ?কি আছে এর মধ্যে ?
-- এর মধ্যে গুড় আর নারিকেল আছে ।
--সেটা তো সব নাড়ু তেই থাকে ?
-- হ্যাঁ , তো ?
-- এর মধ্যে বিশেষ কি আছে ?
-- এটা বাসা থেকে পাঠিয়েছে ।
-- ভাইয়া , এগুলো তো বাসা থেকেই আসে । বাইরে খুবই কম পাওয়া যায় । আমি জানতে চাচ্ছি আপনার এই বার বার শুকে দেখার কারণ ?
--এটা আমার মা নিজ হাতে বানিয়েছে । এটা তৈরি করে দেবার মত যথেষ্ট জনবল থাকা সত্বেও এই কাজটা তিনি নিজেই করেন । যখন বাড়িতে থাকতাম তখন দেখেছি । আর এখন প্রত্যেকটা নাড়ুর সাথেই মায়ের হাতের গন্ধ পাই ।

ছবিঃ ইন্টারনেট থেকে সংগ্রহীত ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:০৩

কিরমানী লিটন বলেছেন: মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা....

২| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:০৫

শায়মা বলেছেন: এমন কিছু শুনলেই আমার মনে পড়ে আবরারকে। ওর জন্যও নাকি মা মাংস রান্না করে দিয়েছিলো। রাতে খাবে বলে। :(

৩| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: মনটা বিষন্ন হয়ে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.