নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

চোর

২৩ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৯


চোল ধরিলে সবার আগে পিঠে পরে কিল
সে যে আমার করল চুরি আগাগোড়া দিল
তার কী উপায়
ভেবে কূল না পাই
মন আকাশে ওড়ছে কেবল ধুসর পাখার চিল।

মন বাগানে ফুটতো আগে রঙবেরঙ্গের ফুল
পাখপাখালির কলকাকলি চিত্ত দোদল দোল
কীযে হল হায়
ভেবে কূল না পাই
শান্ত শীতল বহমান নদীর ভাঙলো দুই কুল।

আমার আকাশ ধূসর হল ওড়ে বেড়ায় চিল
আমার স্বপ্ন ভাঙল যেন কাচের বুকে ঢিল
চৌচির হল মন
কী হবে এখন
সে যে আমার করল চুরি আগা গোড়া দিল।

/
বি.দ্র. উপরের ছবিটা অষ্টম শ্রেণীতে পড়ুয়া আমার ভাগনীর আঁকা। কোন প্রশিক্ষক ছাড়া গুগল ইউটিউব থেকে শিখে দারুণসব ছবি আঁকছে সে। এই ছবিটা গত সপ্তাহে বেড়াতে আসলে আমার কন্যাকে এঁকে উপহার দেয়।


মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: হুম। বেশ।

২৩ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২১

বাকপ্রবাস বলেছেন: ধন্যবাদ অশেষ

২| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

পবন সরকার বলেছেন: মন বাগানের কবিতা ভালো হয়েছে

২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪২

বাকপ্রবাস বলেছেন: পবন সরকার বারবার দরকার

ধন্যবাদ জানবেন ভাইযান

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৪

বাকপ্রবাস বলেছেন: মন্তব্য সংখ্যা নগণ্য তায় লজ্জাবনত হৃদয়ে দুঃখ প্রকাশ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.