নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

০০

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল ডিম

২১ শে মার্চ, ২০২৪ ভোর ৫:১৮



ছড়া এখন ডিজিটাল গিগ বানিয়ে ঘুরে
ফাইভারে ডলার পাখি পাখনা মেলে উড়ে।

কেনভা দিয়ে নকশা করে চোখ ধাঁধানো খাঁচায়
আধার দিয়ে ডাকলে পাখি পুচ্ছটাকে নাচায়।

কেউ করেছে গাড়ি বাড়ি ঘরে বসে কাজ
ফ্রিল্যান্সার মানে এখন যুগের মহারাজ।

পাড়ায় পাড়ায় কোচিং সেন্টার দিচ্ছে হাতছানি
স্বল্প টাকায় শিখিয়ে দেবে পাখী ধরার বাণী।

ছড়া ফেলে আপওয়ার্কে কাটছে নিশি দিন
ধরতে পাখী হন্য হয়ে ধরছি ঘোড়ার ডিম।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:২২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




বড়ই সৌন্দর্য।
বড়ই চমৎকার।

২১ শে মার্চ, ২০২৪ রাত ১০:১১

বাকপ্রবাস বলেছেন: খুবই ধন্যবাদ জানবেন ভাইযান

২| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৫৯

নয়ন বড়ুয়া বলেছেন: শুভ সকাল কবি...

২১ শে মার্চ, ২০২৪ রাত ১০:১২

বাকপ্রবাস বলেছেন: শুভ সোনালী দিন দাদা

৩| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ১০:০৪

নজসু বলেছেন:


ছন্দে ছন্দে একদম সত্যি কথণ।

২১ শে মার্চ, ২০২৪ রাত ১০:১২

বাকপ্রবাস বলেছেন: এতদিন ফ্রিল্যান্স সম্পর্কে ধারণা নিয়ে এই ছড়াটা পয়দা হল

৪| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ১০:৪৬

নামস্কাল বলেছেন: চমৎকার ছড়া

২১ শে মার্চ, ২০২৪ রাত ১০:১৩

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ জানবেন নামস্কাল

৫| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ১১:২২

রাজীব নুর বলেছেন: দারুন ছড়া।

২১ শে মার্চ, ২০২৪ রাত ১০:১৩

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ নেবেন বড়ভাই

৬| ২১ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:১৬

রোকসানা লেইস বলেছেন: নতুন ব্যবস্থা নিয়ে লেখাটা হয়েছেবেশ

২১ শে মার্চ, ২০২৪ রাত ১০:১৪

বাকপ্রবাস বলেছেন: জি আপু, ফ্রিল্যান্স নিয়ে ঘেটেঘুটে এটাই পয়দা হল

৭| ২১ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:১৮

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর এক অনুভবের ছড়া

২১ শে মার্চ, ২০২৪ রাত ১০:১৪

বাকপ্রবাস বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাইযান

৮| ২১ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৩১

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সুন্দর লেখা। ছন্দে ছন্দে

২১ শে মার্চ, ২০২৪ রাত ১০:১৫

বাকপ্রবাস বলেছেন: খুব করে ধন্যবাদ রইল কিন্তু

৯| ০২ রা এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৫৪

খায়রুল আহসান বলেছেন: ডিজিটাল ডিম নামক এই ডিজিটাল কাব্যখানি চমৎকার হইয়াছে। + +

০৬ ই এপ্রিল, ২০২৪ রাত ১:১৪

বাকপ্রবাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন মুরুব্বি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.