নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাকালো ভূবনে রঙিন স্বপ্নে বিভোর এক বোকামানুষ।

সমুদ্র দয়িতা

সমুদ্র দয়িতা › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৮

রাত ১টা। হিল্লোলের অপেক্ষা করছে এনি। এখনো বাসায় আসছে না। এনির মনে হয় পৃথিবীর সবচেয়ে বিচ্ছিরি কোম্পানিতে চাকরি করে ওর স্বামী। একদিনও জলদি ছুটি পায়না বেচারা। চিন্তা করতে করতে ঝিমুনি চলে আসলো এনির।

- এনি! হঠাৎ মেয়েলি কন্ঠে নিজের নাম শুনে চমকে উঠলো এনি। চোখ খুলে কাউকে দেখতে পেল না। সাথে সাথে আবারো কণ্ঠ্যটি ডেকে উঠলো আবারো।
- কে? কে ডাকলো?
- আমি।

চারদিকে খোজার চেষ্টা করলো এনি কিন্তু কাউকে পেল না। ভয়ে হাত- পা ঠাণ্ডা হয়ে গেল ওর। যত দোয়া মনে পড়লো সব আওড়াতে লাগলো।

- ভয় পেওনা। আমার নাম পারুল। তুমি আমাকে দেখতে পারবে না। আমি অশরীরী, যাকে তোমরা বল আত্মা।
- মানে কি! কি হচ্ছে এসব! স্বপ্ন দেখছি না বাস্তব!
- স্বপ্ন না, এটা বাস্তব।
কিছুটা সাহস সঞ্চয় করে এনি উঠে বসলো। আবারো প্রশ্ন করলো সেই অশরীরীকে:
- কে আপনি! কি চান?আমার কাছে কি?
- কিছু চাই না আমি। ভয় পেয়না। আমি তোমার কোন ক্ষতি করবো না।
- আমি কিছুই বুঝতেসি না, কে আপনি?
- আমি তোমার মতই ছিলাম একসময়। একজন সাধারণ মেয়ে।
- এখানে কি করতে আসছেন?
- অনেকদিন হয়ে গেল কারো সাথে কথা বলি না। আজ হঠাৎ খুব ইচ্ছে হচ্ছিলো কারো সাথে কথা বলতে। সামনে তোমার বাসাই ছিল তাই এখানেই আসলাম।
- এভাবে রাত-বিরাতে মানুষকে ভয় দেখাচ্ছেন কেন? কি ক্ষতি করসি আপনার?
- ভয় তো দেখাইনি? শুধু একটু কথা বলতে এসেছিলাম।
- কি কথা বলবো আপনার সাথে। একে তো নিজে কম কথা বলি তার উপর আপনি ভুত। এমনেই ভয় লাগতেসে একটা ভুতের সাথে কথা বলতে।
- তাহলে আমি বলি? তুমি শুনো?
- আচ্ছা। কিন্তু প্লিজ, একটু জলদি শেষ কইরেন!
- ঠিক আছে, আমি চলে যাবো। বেশি সময় নিবোনা। তুমি কিছু শুনতে চাও?
- কিভাবে মারা গেলেন?
- আত্মহত্যা করেছিলাম।
- সেকি! কেন?
- আমাকে ভালবাসার কথা বলে, বিয়ের স্বপ্ন দেখিয়ে অন্য কারো হাত ধরে চলে গিয়েছিল। আমাকে একা ফেলে। কারণ, আমি তার কাছে আর আকর্ষণীয় ছিলাম না। আমি চাইনি এভাবে নিজেকে শেষ করতে। কিন্তু ওর অবহেলা, নিষ্ঠুর আচরণ সহ্য করতে পারিনি। দিনের পর দিন অপেক্ষা করেছি যদি ফিরে আসে? কিন্তু ও এলো না। কষ্ট সহ্য করতে পারিনি।
- পাগল নাকি! একটা ছেলের জন্য নিজেকে শেষ করে দিলেন! একবারও পরিবারের কথা চিন্তা করলেন না! সবকিছুর উপরে আপনি নিজের কথা ভাবলেন না?
- তখন এটাই উত্তম মনে হয়েছিল আমার কাছে। পরিবারের কারো সাহায্য পাইনি ঘুরে দাঁড়ানোর জন্য। সবাই আমার উপর রাগ ছিল। পরিবারের অমতে কাউকে ভালবেসেছিলাম। তারপর সেই মানুষটাই আমাকে ধোকা দিল।
- এত জঘন্য কাজ করলো কিভাবে ছেলেটা? ছিঃ! ঘৃণা হয় মানুষের উপর এসব দেখলে।
- ছিল কেউ একজন। যার জন্য সব কষ্ট হাসিমুখে সহ্য করতাম। যাকে দেখার জন্য প্রতিদিন এখানে ঘুরঘুর করি।
- মানে কি! সেই ছেলে এখানে থাকে?
- হ্যা, এই বাড়িতেই থাকে।
- তাই? তাহলে তো চিনি আমি। কে সেই ব্যক্তি?
- হিল্লোল...

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩১

মোস্তফা সোহেল বলেছেন: সামুতে স্বাগতম।গল্প ভালই লেগেছে।
গল্পের নাম অসাপ্ত রাখলেন কেন বুঝলাম না।
লিখতে থাকুন অনেক শুভকামনা রইল।

১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৩

সমুদ্র দয়িতা বলেছেন: কারন, পারুলের গল্পটি অসমাপ্ত এখনো। গল্পটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে!

২| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ ব্লগিং। গল্প বেশ লাগলো। হিল্লোলের মত ছেলেরা সমাজের চোখে তেমন বাঁধার সম্মুখীন হয়না বলেই বোধহয় মেয়েগুলির এতটা দুঃখ। যাইহোক আরও লিখতে থাকুন।

শুভকামনা জানবেন্।

১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫২

সমুদ্র দয়িতা বলেছেন: গল্পটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ!

৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: লিখতে লিখতে গল্প আরও সুন্দর হবে।

শুভ ব্লগিং।

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩১

সমুদ্র দয়িতা বলেছেন: ধন্যবাদ আপনাকে আমার ছাইপাশ লেখা পড়ার জন্য। দোয়া করবেন যেন ভাল লিখতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.