নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাকালো ভূবনে রঙিন স্বপ্নে বিভোর এক বোকামানুষ।

সমুদ্র দয়িতা

সমুদ্র দয়িতা › বিস্তারিত পোস্টঃ

ভালবাসি

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৯



এইযে শুনছো? হ্যাঁ, তোমাকেই বলছি-
ভালবাসি!

সকালে-বিকালে বলবো-
ভালবাসি!
ক্লান্ত দুপুরে বলবো-
ভালবাসি!

কর্মব্যস্ততার মাঝে বলবো-
ভালবাসি!
সময়- অসময়ে বলবো-
ভালবাসি!

যখন উদাস মনে দীর্ঘশ্বাস ফেলবে তখন বলবো-
ভালবাসি!
যখন ওই আড্ডা- গানে ব্যস্ত থাকবে তখন বলবো-
ভালবাসি!

প্রচণ্ড অবহেলার মুহুর্তে বলবো-
ভালবাসি!
ওই আবেগহীন চোখের দিকে তাকিয়ে বলবো-
ভালবাসি!

সবকিছু উপেক্ষা করে বলবো-
ভালবাসি!
আমার জীবন সায়াহ্নে এসেও বলবো-
ভালবাসি!

জন্ম-জন্মান্তর বলবো-
শুধু তোমায় ভালবাসি!

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৮

বিজন রয় বলেছেন: আপনি অনেক তাড়াতাড়ি প্রথম পাতায় লেখার সুযোগ পেলেন!
এটা দারুন ব্যাপার!

ভালবাসার কবিতায় ভাললাগা জানিয়ে গেলাম।

শুভকামনা রইল।

১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

সমুদ্র দয়িতা বলেছেন: অসংখ্য ধন্যবাদ! পাশে থাকবেন সবসময়!

২| ১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! দুরন্ত ভালোবাসা বয়ে চলুক আজীবন ।

শুভকামনা রইল।

পোস্ট পড়ে লাইক করলেও কমেন্ট না দেওয়া মানে পোস্টদাতা একটি মূল্যবান কমেন্ট থেকে বঞ্চিত হল। যেমনটি আমি আমার শেষ পোস্টে হয়েছি। হা হা হা।


১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

সমুদ্র দয়িতা বলেছেন: হা হা হা... আপনার মূল্যবান কমেন্ট করে আরো উৎসাহিত করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় করে আমার ছাইপাঁশ লেখা পড়ার জন্য!

৩| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: আচ্ছা আপু, আপনি তো সেফ হয়েছেন। আপনার মেল স্ট্যাটাস চেক করুন। এই কবিতাটি প্রথম পাতায় এসেছে। আপনি যত দ্রুত সম্ভব প্রথম পাতায় সেফ হয়েছেন বলে একটি পোস্ট দিন। এতে বহুজন আপনাকে চিনতে পারবে ও কমেন্ট করতে পারবে। হ্যাপি ব্লগিং।

৪| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: নিচে দেওয়া আমার সেফ স্ট্যাটাসটা আপনাকে দিলাম। আপনি একটি ধারনা পাবেন।

১৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:১০

সমুদ্র দয়িতা বলেছেন: ঠিক আছে। ধন্যবাদ আপনাকে!

৫| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১২

জাহিদ হাসান রানা বলেছেন: দুহিতা না দয়িতা?
ভাল লাগল
আমার ব্লগে আমন্ত্রন রেখে গেলাম।

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৫

সমুদ্র দয়িতা বলেছেন: দয়িতা। দয়িতা অর্থ "কন্যা"। অসংখ্য ধন্যবাদ আমার লেখা পড়ার জন্য। আপনার আমন্ত্রণ গ্রহণ করলাম!

৬| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২১

জাহিদ হাসান রানা বলেছেন: বালিকা, কন্যা, মেয়ে, স্ত্রীলোক, প্রণরেনী, মেয়ে, পরিচারিকা, কন্যাসন্তান, "দুহিতা", অল্পবয়সী স্ত্রীলোক, ললনা,জনি, ক্ষেত্র, পরিবার, স্ত্রীলোক, স্ত্রী, বনিতা, জানানা, জানী, রমণী, পত্নী, বউ, ভত্র্রী, ভার্যা, গৃহিণী, জায়া, "দয়িতা", জোরু, দার, বধূ, গিন্নীমা, জীবনসঙ্গিন।
দুহিতা জানতাম দয়িতা আজ জানলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.