নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাকালো ভূবনে রঙিন স্বপ্নে বিভোর এক বোকামানুষ।

সমুদ্র দয়িতা

সমুদ্র দয়িতা › বিস্তারিত পোস্টঃ

ঘাসফুল

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৭



বলেছিলি ঘাসফুল হতে
তোর জন্য তাই হয়েছিলাম
তারপর...?
আমাকে মাড়িয়ে ছুটে গেলি গোলাপের খোঁজে-

আজ তুই মুক্ত-
আমার সকল সস্তা আবেগ থেকে তুই মুক্ত!
হ্যাঁ, সত্যি বলছি-
আজ থেকে তুই আমার সকল আবেগ থেকে মুক্ত!

এইতো আজই শেষ, আর লিখবো না তোকে নিয়ে-
আর বলবো না ভালবাসি!
করবোনা আর অপেক্ষা,
মাড়াবোনা সেই পথ, যে পথে তুই এসেছিলি-

শুধু একটিবার জানতে চাই-
পরকালে এই ঘাসফুলের সামনে দাঁড়াতে পারবি তো?

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর অনুভূতি। ভালো লাগলো বেশ

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৯

সমুদ্র দয়িতা বলেছেন: ধন্যবাদ!

২| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৮

মাহমুদুর রহমান বলেছেন: বলেছিলি ঘাসফুল হতে
তোর জন্য তাই হয়েছিলাম
তারপর...?
আমাকে মাড়িয়ে ছুটে গেলি গোলাপের খোঁজে-

তুমি কি জুলেখা, শিরী, সাবিত্রী, নাকি রজকিনী?
চিনি, খুব জানি
তুমি যার তার, যে কেউ তোমার,
তোমাকে দিলাম না – ভালোবাসার অপূর্ব অধিকার।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৮

আখেনাটেন বলেছেন: শেষের লাইনে তো পরকাল পর্যন্ত মনে রাখার কথায় বলে দিলেন। তারমানে ভুলে যেতে চাইলেও ভোলা বুঝি আর হল না। :(


ঘাসফুলের গোপন ব্যথার করুণরসটুকু উপভোগ করলুম ব্যথাতুর অাবেগে।

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২২

সমুদ্র দয়িতা বলেছেন: ঘাসফুল আপনার কাছে কৃতজ্ঞ

৪| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭

হাবিব বলেছেন:
লেখা ভালো লেগেছে। ++

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৯

সমুদ্র দয়িতা বলেছেন: ধন্যবাদ!

৫| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: বেশ কাব্য।

আমাদের এদিকে এই ফূলকে বলে-কানাই ফুল।

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৪

সমুদ্র দয়িতা বলেছেন: নতুন নাম জানা গেল। অসংখ্য ধন্যবাদ!

৬| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! সুন্দর লাগলো ঘাসফুলের আত্মকথন।
পোস্টে প্লাস ++

শুভকামনা আপনাকে ।

২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

সমুদ্র দয়িতা বলেছেন: ঘাসফুল আপনার প্রতি কৃতজ্ঞ!

৭| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি মরিয়া হইবো শ্রীনন্দের নন্দন
তোমাকে বানাবো আধা
বনমালী তুমি পরজনমে হইও রাধা।।

২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

সমুদ্র দয়িতা বলেছেন: তুমি বুঝবে তখন ।।
নারীর কি বেদন
রাধার প্রাণে ছিল কত ব্যথা
বনমালী তুমি পরজনমে হইও রাধা

৮| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন:



তুই সম্বোধনের কবিতাগুলোয় আবেদন যেন একটু বেশি! যেন খুব অধিকার ফলিত হয়!
ভাল লেগেছে।

২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

সমুদ্র দয়িতা বলেছেন: লেখাটি পড়ার জন্য এবং মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৯| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৬

সমুদ্র দয়িতা বলেছেন: ধন্যবাদ

১০| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৯

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর হয়েছে :)

০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩০

সমুদ্র দয়িতা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লেখাটি পড়ার জন্য :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.