নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

সাগর সাখাওয়াত

পাগল, শিউলী তলয়া কুঁড়িয়ে পাওয়া পুতুলের জন্য গারদের বাসিন্দা ।

সাগর সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

অস্তিত্বহীন সৃষ্টি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৮

যার অস্তিত্ব কিছুই ছিল না, নিদির্ষ্ট সময় পরবর্তীতে সাময়িক বাঁচার জন্য সে কঠিন সিদ্ধান্ত নিতে পারে । জটিল রুপে অভ্যস্ত হয়ে পড়ে । অস্তিত্ব বিহিন সৃষ্টি ঘর বাঁধে, সমাজ ব্যাবস্থায় নিজেকে অর্ন্তভুক্ত করন করে । বৈচিত্র রুপ নিয়ে সে নিজের জীবনকে বাহারী রং দিয়ে ঢেলে সাজায় । এই রং ঘটনাক্রমে রক্তিম, শান্তির, বিভিষীকার মত । রং মাখা ভেজা হাতে অস্তিত্ব হীন আরেকটি সৃষ্টির হাত ধরে সে । আমি কাঙ্গাল, আমার হস্তচাপে আরেক কাঙ্গালের হাত । মিশ্রিত আবেগে একে অন্যের স্বস্তির কারন হয়ে দাড়ায় । ফিসফিস করে কানে শোনায় একে অপরের প্রতিবাদ বাসনা চিৎকার । আবার কোমল হৃদয় তার হস্তচাপে ভরসা খোঁজে । সাহস আর অসৃষ্টির সন্ধানে নেমেছি রঙ্গশালার সওদাগরের । কোথায় সওদাগর , কোথায় তার গ্রাম্যহাট । খুঁজেই যাচ্ছি সর্বদা । এই অস্তিত্ব বিহীন সৃষ্টি আবার অস্তিত্বহীন প্রান , দূর্গন্ধ হয়ে পড়বে গন্ডি পেরোলে । শব্দ সংকেত নিয়ে তার বিয়োগ জানান দিবে । ধরে পড়বে সাদা পাতায় অনন্ত বছরের জন্য । ক্ষুদ্র সৃষ্টি কখনও কখনও নিজের সৃষ্টি রেখে যাবে । হবে কালজয়ী, হবে শ্রেষ্ট সন্তান, হবে কুখ্যাত ,বর্বরও বটে একই সাথে । আমি প্রতিজ্ঞায় বলেছি

তুমি শুনেছ আমার সুর, দেখেছ আমাকে
আমার ধ্বনি, রুপ দেখে আসছ ইতিপূর্বে
সুর , শব্দগুলো সেরা এ জন্য নয়
বা সেরা শরীর নিয়ে আমার সৃষ্টি বলে বইয়ে নয়
বরং যুগে যুগে তোমাতেই আমার রুপ যে দেখেছিলে
কখনও প্রনয় , কখনও জনক , কখনও তনয় ,
মিশে যায় অপর এক লীলায় ।
যে লীলা নতুন খাঁচায় পুরোন রুপ নিয়ে সামনে এসে
বলে আমিই সেই অস্তিত্ববিহিন শিল্প ।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.