নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

সাগর সাখাওয়াত

পাগল, শিউলী তলয়া কুঁড়িয়ে পাওয়া পুতুলের জন্য গারদের বাসিন্দা ।

সাগর সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

জাতীয় প্রতীক

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

মাস্টার্সে ১ম শ্রেনী, মামা নাই - চাকুরী ? ধুর মিয়া, যানতো...

বিসিএস রিটেনে একে ৪৭'র মত কলম চালাইছেন , মামা নাই -
ভাইবাতে আপনি নন কোয়ালি ফাইড । [ ট্যাংকের কাম কি ৪৭ করতে পারবে ]

রাজনীতি করবেন নেতা/পিএস দুই জনের তেলাতে হবে , না হলে জিন্দিগী পার হইয়া যাইব মাগার পোস্টের দেখা পাবেন না । তেলানোর ও ধরন আছে । ডিজিট্যাল স্টাইলে তেলবাজী করতে হবে

নেতাদের চাইতে পিএসদের কদরটা একটু বেশী । উনি ভায়া মিডিয়া । উনার সহপাঠী যার সাথে পিএসের দেখা হয়েছিল অষ্টম শ্রেনীতে থাকতে । পিএস তাকে না চেনার কথা । ক্লাসের ফার্স্ট বয় আর অগনিত ডাব্বা মারা স্টুডেন দুইজনের পথ ভিন্ন । কিন্তু ফার্স্ট বয় তার কাছে দ্বারস্থ

একজন মেধাবী সারা জীবন তাপস্যা করে চাকুরী পায় না । আর একজন আদু ভাই ক্লাস এইট থেকে বিতাড়িত তার পকেটে চাকুরী ।

মাননীয় স্পিকার
জাতীয় প্রতীক বাঘ না রেখে , এক ডাব্বা সরিষার তৈল রাখা হোক ।।
আর জাতীয় খেলা : তেলবাজী ।।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৭

মাসুদুর রহমান মাসুদ বলেছেন: বসরের সেরা ডাইল্গ
মাননীয় স্পিকার
জাতীয় প্রতীক বাঘ না রেখে , এক ডাব্বা সরিষার তৈল রাখা হোক ।।
আর জাতীয় খেলা : তেলবাজী ।।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৬

সাগর সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৬

হিমুর মধ্যদুপুর বলেছেন: সুন্দর বলেছেন। চাকুরি।
লজ্জাজনক কথা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৮

সাগর সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৭

বিজন রয় বলেছেন: লেখাটায় দারুন মার-প্যাঁচ দিয়েছেন।
+++++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২১

সাগর সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০০

নেয়ামুল নাহিদ বলেছেন: জাতীয় খেলা : তেলবাজী।
পছন্দ হয়েছে :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২৩

সাগর সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ ভাই

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১

স্পয়লার এ্যালার্ট বলেছেন: কঠিন সত্য। :|
মাননীয় স্পিকার
জাতীয় প্রতীক বাঘ না রেখে , এক ডাব্বা সরিষার তৈল রাখা হোক ।।
আর জাতীয় খেলা : তেলবাজী ।।

হাঃ হাঃ হাঃ ভালো প্রস্তাব :P

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২৪

সাগর সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ ভাই

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩২

চাঁদগাজী বলেছেন:




এগুলো ভয়ংকর সমস্যা, এগুলোর সমাধান আমাদের হাতে; আমাদের সম্পদ আছে, এবং আমরা এর থেকে হাজার গুণে ভালো থাকার কথা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২৬

সাগর সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.