নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

সাগর সাখাওয়াত

পাগল, শিউলী তলয়া কুঁড়িয়ে পাওয়া পুতুলের জন্য গারদের বাসিন্দা ।

সাগর সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

তেতো সত্য

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২

কখন বুঝবেন আপনি বাংলাদেশে আছেন ?

➡️ যেখানে সকল রিকশা/অটো, সিএনজি, ভ্যানচালক ও যাত্রী একে অপরেরে মামা ভাগীনা হয়ে যায় ।

➡️যেখানে জাতীয় খাবার হিসেবে তিন বেলা খায় ফরমালিন ।
[ কিছুদিন পরে ফরমালিন বলবে তোদের ইজ্ঞিনের কাছে আমি কিছুই না,আমারে মাপ কইরা দেওন যায় না ]

➡️যেখানে রাজনীতি করলে শর্ট কাটে কোটি পতি হয়ে পড়ে [এই বিরল ক্যাটাগরীর জাতি আমরাই ]

➡️ যেখানে ইসলামিক আন্দোলনের নেতারা রকেট ছাড়াই চাঁন্দের দেশে চলে যায়, চাঁদের মধ্যমনি [ আমিও যামু চাঁন্দের দেশে ]

➡️ যেখানে তামিম শতরান করলে একসাথে বলি বাঘের বাচ্চা,দামাল ছেলে, হারলে দামাল ছেলে সবার শালা বনে যায় ।
[ বোন ছাড়া জাতির শালা, কিউরিয়াস ]

➡️যেখানে খুচরা মুদ্রার পরিবর্তে আলপিন চকলেট লেনদেন হয় । [বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে তাদের মুদ্রা সংকটের ফলে এই প্রথাকে সাধুবাদ জানিয়েছেন ]

➡️যেখানে জাতীয় প্রেমিক হিসেবে আমরা পেয়েছি এরশাদ কাকুরে । [প্রেমের মরা জ্বলে ডুবে না, ভাসেও না দেখি ]

➡️ যেখানে বিসিএস কাস্টমস কর্মকর্তারা ইমিগ্রেশন সিস্টেমে বসে আছে কি যেন চুরি করে প্রবাসীদের [চুরীর তরে এসো, বাঁশ দেয়ার জন্য বের হও ]

➡️ যেখানে মেয়েরা ৩০০০ ট্যাকা দিয়ে পারসোনা থেকে ম্যাকআপ মুখে মেখে দর্শক গ্যালারিতে আসে [ খেলা বাদ দেন টিভিতে দেখাইবো বলে কথা ]

➡️যেখানে ৭০০ কোটি প্রায় মানুষের মাঝে তিনজন বৃক্ষ রোগে আক্রান্ত [একজন গর্বীত রোগী আমাদের, বুঝতে হবে ভাইয়া ]

➡️ যেখানে অসাবধানত বসত জাতীয় বস্ত্র লুঙ্গি এবং কপাল দুটোই যেকোন সময় খসে পড়তে পারে । [ জাতীয় বস্ত্র খুলেছে বহুবার, কপাল আমার অপরিবর্তিত ।

➡️যেখানে ভক্তকুলের চেয়ে চিপায় চাপায় অসংখ্য বাবা পাবেন [ বিড়ি বাবা, আয়রন বাবা, ডার্টি বাবা, টাইগার বাবা, বস্ত্রহীন বাবা, ফার্মগেট বাবা আরও আছেন ]

➡️ যেখানে চাকুরী করতে হলে মামা/চাচা থাকতে হবে [জাতীয় দুইদলের প্লেয়ার হিসেবে নাম থাকতে হবে ]

➡️ যেখানে হাফ আংলিশদের জিজ্ঞেস করলে ২১শে ফেব্রুয়ারীকে বলে স্বাধীনতা দিবস [ আল্লা মাপ করো ]

➡️ আরও আছে জাতীয় নায়ক পম গানা , জাতীয় সাংবাদিক মুন্নি সাহা, গায়েবী আস্তিক/নাস্তিক খেলা , পাকিস্তান জিন্দাবাদ গ্রুপ, ভারত বান্দে মাহতারাম গ্রুপ ।।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাকিগুলো মজা লাগলেও বৃক্ষমানব কথিত মানুষটিকে নিয়ে রসিকতা মোটেই ভালো লাগলো না।

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭

সাগর সাখাওয়াত বলেছেন: দু:ক্ষিত, লেখার প্রয়োজনে লিখেছি । ছোট করার উদ্দেশ্যে লিখি নি । ধন্যবাদ আপনাকে

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫২

শাহাদাত হোসেন বলেছেন: ভালো বলেছেন ।তবে বৃক্ষ মানবকে নিয়ে না লেখলোও পারতেন

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪০

সাগর সাখাওয়াত বলেছেন: ছোট করার উদ্দেশ্যে লিখি নি

৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৬

মাসুদ মাহামুদ বলেছেন: সুন্দর লিখেছেন।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৯

সাগর সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪

জনৈক অচম ভুত বলেছেন: বৃক্ষমানবেরটা বাদে বাকিগুলো ভালই লাগল।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৯

সাগর সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ,

৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫

খোলা মনের কথা বলেছেন: সুন্দর হয়েছে। তেতো হলেও খারাপ লাগেনি

৭| ১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

উল্টা দূরবীন বলেছেন: ডিয়ার সাগর সাখাওয়াত ব্রাদার, আপনার এই লেখায় কিছু কিছু পয়েন্ট আমাদের দেশের বাস্তবিক অবস্থারই প্রতিচ্ছবি।

তনিমা আপুর সাথে আমিও সহমত প্রকাশ করছি।

আর একটা কথা আপনাকে বলবো, আপনার লেখায় প্রচুর বানান ভুল/ টাইপো থাকে যেটা পাঠকের কাছে দৃষ্টিকটু। বিষয়টার প্রতি সদয় দৃষ্টি দিবেন।

আপনার বাক্য গঠন আমাকে অবাক করে।

একটু কড়া সমালোচনা করে ফেললাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.