নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন চাকুরীজীবির ডায়েরীতে লিখা হাজারও বায়না, সীমাবদ্ধতায় তা আর কখনই পূরন করা হয়নি । আমি সে ডায়েরীর খোঁজে ।

সাগর সাখাওয়াত

পাগল, শিউলী তলয়া কুঁড়িয়ে পাওয়া পুতুলের জন্য গারদের বাসিন্দা ।

সাগর সাখাওয়াত › বিস্তারিত পোস্টঃ

রুঁপচান্দ-রুপবান

০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৯

বদলে যাচ্ছে মানুষ, পরিবর্তেনর রংধনু উঠেছে মনের তালুতে । নিরাপদ এ শব্দটির পূর্বে - অ যোগ করলেই সেটি অনিরাপদ হিসেবে ধরা পড়বে । বন/জঙ্গল/গুহা কিংবা পাহাড়ী আদিবাসী জীবন ব্যাবস্থা যতই অনিরাপদ থাকুক । কঠিন থেকে কঠিনতর নতুবা বৈরী তাপ উত্তাপ যা কিছুই ধরা হয় । শিশুর জন্য নিরাপদ মায়ের কোল । সন্তানের আশ্রয় স্থল এতটাই নিরাপদ যে সেটি বয়সের সন্ধিক্ষনেও আদরের ছোট খোকা/খুকীর বয়স গুমিয়ে থাকে সুপ্ত । জাগে না সে বয়স ।।

বাবার খুকী । বাবার তৃপ্ত চোখে সন্তান , মায়ের ভালোবাসায় আবেগের আম্র কাননে মধু মাস মৌসুমে । বেতন বিহীন চাকুরী করেন আর স্বপ্ন দেখেন ছোট নাড়ীকে বিখ্যাত করে তোলার ।

একুবিংশ,ডিজিটাল, তথ্য প্রযুক্তির যুগ যায় বলেন আমরা এখন সম্ভব মানের আধুনিক । পোশাকে-প্রচ্ছদে,রুচীতে রুপবান-রুপ চাঁন্দ।

উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে গেলে তার ভাল খারাপ উভয়ই যাচতে হয় । না যেচে বোতল কাত করে নিলে সমস্যা । কাত করে নেওয়ার ফলে বলি হচ্ছে অপর খাঁচায় বহমান লৌহকনিকা । অনিরাপদ অভিবাবক -সন্তান উভয় প্রজন্ম । একে অপরকে চোখের বালি মনে করছেন । সৃষ্টি হচ্ছে স্বাভাবিক ঐশী নয় ,অস্বাভাবিক ঐশী । দ্বিধা বা চিন্তা চেতনায় তুলে নিচ্ছে ছোরা । পশুর গলায় না চালিয়ে বাবা মায়ের গলায় চালিয়ে দিচ্ছে । আধুনিকতা মানে নষ্ট রুচিবোধ, চরিত্রের অধিকারী হতে হবে একটি সমাজ ব্যাবস্থা ধরে নিয়েছে । আবার কথিত [সব নয় ] উচ্চবিশালী নাম দিচ্ছে ।

প্রচলন ছিল স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে যায় চলে । প্রেমের চৌরাস্তাতে হাঁটু সমেত পানি উঠেছে। অসম্পূর্ণ ও অসামঞ্জস্য প্রনয়ের জোয়ার নিয়ে আসছে নরক থেকে । প্রনয়ের ক্রেডিটের মেয়াদ শূন্য । সারা বাড়ির উঠোন সে নেচে বেড়ায় । বন্যায় মা স্বয়ং বেলায় করে ভাসিয়ে দিচ্ছে শিশু ।

কোথাও আবার ছোট পরী শিশুকে রেখে মা চলে যাচ্ছে । শিশুর চিৎকার মাকে কাছে পেতে কিন্তু মা তো নষ্টতে মগ্ন । তোয়াক্কা করছে না তার দুগ্ধ শিশুর ব্যাকুলতা ।

আমি বোতল কাত করে নেওয়াতে অভ্যস্ত না । আধুনিক তবে রুপচান্দ নই । পাশ্চাত্য দেশেও আমি মুঠোফোনে খুঁজে বেড়াই শচীন দেব বর্মনের ট্র্যাক । আমার প্রেম স্বর্গ থেকে আসে কারন স্বর্গ যে মমতাময়ীর পদতলে । ।

নষ্ট অসভ্য আধুনিকতার চেয়ে সুস্থ মানসিকতায় মেঠো পথের পথিক হতে আপত্তি নেই । ।।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

ফেরদৌসা রুহী বলেছেন: সবার মানবিক উন্নতি হোক।

ভালো যা কিছু যা একমাত্র পরিবার ই শিক্ষা দিতে পারে। তবে এই ক্ষেত্রে পরিবারও অবশ্যই ভালো হতে হবে।

০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:২২

সাগর সাখাওয়াত বলেছেন: আপনার যৌগিক মতামতের জন্য ধন্যবাদ

২| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

আমিই মিসির আলী বলেছেন: নষ্ট অসভ্য আধুনিকতার চেয়ে সুস্থ মানসিকতায় মেঠো পথের পথিক হতে আপত্তি নেই

লেখুনি তো অসাধারণ।
ভালো লাগলো।
+++

০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৪

সাগর সাখাওয়াত বলেছেন: সামান্যতে আপনি তুষ্ট আপনাকে ধন্যবাদ

২৪ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৪

সাগর সাখাওয়াত বলেছেন: রেসপেক্ট আপনাকে

৩| ১০ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৭

ঐন্দ্রিলা নিশাত বলেছেন: আপনার কথাগুলো ভাল লেগেছে।

১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৬

সাগর সাখাওয়াত বলেছেন: সম্ভব মানের ধন্যবাদ আপনাকে

২৪ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৫

সাগর সাখাওয়াত বলেছেন: পরিধি যে ক্ষুদ্র তাই

৪| ২২ শে মে, ২০১৬ বিকাল ৪:১৬

গেম চেঞ্জার বলেছেন: মানুষ ভুলপথে হাটছে প্রতিনিয়ত!

২৪ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৬

সাগর সাখাওয়াত বলেছেন: হয়ত নিজেরা পরিশুদ্ধ হবার চেষ্টা করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.